1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঘ ও মানুষের সম্পর্কের ছবি ‘লাইফ অফ পাই’

৩ ডিসেম্বর ২০১২

চলচ্চিত্র দর্শকদের মনোরঞ্জনের জন্য তৈরি হয়৷ তারা টিকিট কেটে সিনেমা হলে গেলে প্রযোজকের মুনাফা হয়৷ কিন্তু সেই সঙ্গে কোনো বিষয় নিয়ে সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারলে মন্দ কি?

ছবি: AP

‘লাইফ অফ পাই' ছবিটি ঠিক সেই কাজই করতে পারে বলে আশা করছেন বাঘের বন্ধুরা৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা প্রায় ১,৭০০র মতো৷ অথচ ১৯৪৭ সালে, ভারতের স্বাধীনতার সময় সংখ্যাটি ছিল প্রায় ৪০,০০০এর মতো৷ চোরাশিকারি থেকে শুরু করে নানা ধরণের মানুষের কারণে ব্যাঘ্র জাতির ভবিষ্যৎ আজ বিপন্ন৷ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে বাঘের ‘উপদ্রব' বন্ধ করতে গ্রামবাসীরা তাদের পিটিয়ে মেরে ফেলে৷

ত্রিমাত্রিক ক্যামেরা ও ‘স্পেশাল এফেক্ট'-এর ব্যবহার করা হয়েছে এ ছবিতে..ছবি: Twentieth Century Fox

অস্কারজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক আং লি'র সাম্প্রতিকতম ছবি ‘লাইফ অফ পাই' এক কিশোরের সঙ্গে একটি বাঘের সম্পর্ক তুলে ধরেছে৷ সমুদ্রে ভাসমান একটি নৌকায় তারা মুখোমুখি, পালাবার উপায় নেই৷ তাও এক দিন বা দুই দিন নয়, টানা ২২৭ দিন ধরে৷ অতএব সহাবস্থানই একমাত্র পথ৷ তারপর ঘনিষ্ঠ সম্পর্ক৷ থ্রিডি বা ত্রিমাত্রিক ক্যামেরা ও অসাধারণ ‘স্পেশাল এফেক্ট' ব্যবহার করে পরিচালক নিপুণভাবে সেই কাহিনি ফুটিয়ে তুলেছেন৷

ছবিতে অভিনয় করেছেন ইরফান খান ও টাবু'র মতো বলিউড অভিনেতারা৷ কিশোরের ভূমিকায় সূরজ শর্মা'র অভিনয়ও নজর কেড়েছে৷ তাইওয়ানের পরিচালক, ভারতীয় অভিনেতা, হলিউড প্রযোজনা – বিশ্বায়নের যুগে সহযোগিতার এমন দৃষ্টান্তও সবার নজর কাড়ছে৷

‘লাইফ অফ পাই'-এর পরিচালক আং লিছবি: AP

বইয়ের পাতায় বা চলচ্চিত্রের পর্দায় যদি বাঘ ও মানুষের নিবিড় সম্পর্ক সম্ভব হয়, বাস্তবে তা হবে না কেন? গোটা বিশ্বে পশুদের উপর নিষ্ঠুরতার বিরুদ্ধে লড়াই করে চলেছে ‘পেটা' নামের এক সংগঠন৷ ভারতে তাদের শাখার প্রতিনিধি মণিলাল ভালিয়েট বলেন, ‘লাইফ অফ পাই' গল্পকথা৷ কিন্তু বাস্তব জীবনে পশুপাখিরা তাদের নিজেদের বাসস্থানেই বিপন্ন হয়ে পড়ছে৷ ফলে তাদের কথা ভাবতে হবে৷ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে তাদের বসতির আয়তন কমিয়ে দিলে চলবে না৷

এসবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ