1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুন্দরবনের সুরক্ষায় অভিনব উদ্যোগ

৩ ফেব্রুয়ারি ২০১২

সিডর বা আইলা যাই বলুন - সুন্দরবনের কারণে এদের হাত থেকে অনেকটা রক্ষা পেয়েছে মানুষ ও প্রকৃতি, একথা সবাই বলেন৷ তাই সুন্দরবনকে রক্ষা করা সবার দায়িত্ব৷ এ লক্ষ্যে দেশব্যাপী একটি ক্যাম্পেইন শুরু হচ্ছে৷

Royal Bengal tiger
বহু মানুষ বাঘের ভয়ে সুন্দরবনে যায় নাছবি: dapd

তিন বছর মেয়াদি এই ক্যাম্পেইনের নাম ‘সুন্দরবন মায়ের মতন'৷ উদ্বোধন হবে এ মাসের ১৭ তারিখে, খুলনা বিশ্ববিদ্যালয়ে৷ শুরুতে, মানে এবছর শুধু সুন্দরবনের আশেপাশের ইউনিয়নের মানুষকে সচেতন করা হবে৷ আর পরের বছর থেকে সেটা ছড়িয়ে দেয়া হবে সারা দেশে৷ কথাগুলো বলছিলেন ক্যাম্পেইনের উদ্যোক্তা ‘ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ' বা ডব্লিউটিবি'র প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম৷ তিনি বলছেন, ‘‘সুন্দরবনের আশেপাশে ইউনিয়নের সংখ্যা প্রায় ৭৪টি৷ এর মধ্যে ২৬টি একেবারে সুন্দরবন লাগোয়া৷ প্রথমে আমরা এসব এলাকার মানুষজনকে সচেতন করতে চাচ্ছি৷''

অধ্যাপক ইসলাম বলছেন, তারা গত দেড় বছর ধরে ক্যাম্পেইনের জন্য কাজ করছেন৷ এজন্য তারা প্রথমে সারা দেশে সভা-সেমিনার করেছেন৷ এর মাধ্যমে তারা বুঝতে চেষ্টা করেছেন মানুষকে কী ধরণের তথ্য দেয়া প্রয়োজন৷ ক্যাম্পেইনের সফলতার জন্য এটা প্রয়োজন ছিল বলে জানান এই বাঘপ্রেমিক অধ্যাপক৷ তিনি বলেন, ‘‘আগে আমরা মানুষের জ্ঞানস্তরটা যাচাই করেছি৷''

‘বাঘ আমাদের ন্যাচারাল গার্ড হিসেবে কাজ করছে’ছবি: AP

ক্যাম্পেইনের নাম ‘সুন্দরবন মায়ের মতন' রাখা প্রসঙ্গে অধ্যাপক ইসলাম বললেন, ‘‘নামটা দিয়ে আমরা মানুষকে সুন্দরবনের গুরুত্বটা বোঝাতে চেয়েছি, যেন তারা এই বন বাঁচাতে এগিয়ে আসে''৷

বর্তমানে সারা বিশ্বে বাঘের সংখ্যা মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার৷ এর মধ্যে সুন্দরবনে রয়েছে তিনশো থেকে পাঁচশোটি৷ অধ্যাপক ইসলাম বলছেন, একটা জায়গায় এত সংখ্যক বাঘ বিশ্বের আর কোথাও নেই৷

তিনি বলছেন, ক'বছর আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে সিডর আর আইলা আঘাত হেনেছিল তার সর্বোচ্চ প্রভাব থেকে মানুষকে রক্ষা করেছিল সুন্দরবন৷ তাই এই বনকে টিকিয়ে রাখা জরুরি৷ আর এজন্য প্রয়োজন বাঘকে টিকিয়ে রাখা৷ কেননা এখনো বহু মানুষ বাঘের ভয়ে সুন্দরবনে যায় না৷ অধ্যাপক ইসলাম বলছেন, ‘‘বাঘের ভয়ে অনেকেই এখনো সুন্দরবনে যান না৷ অর্থাৎ বাঘ আমাদের ন্যাচারাল গার্ড হিসেবে কাজ করছে৷''

অনেকদিন ধরেই বাঘ রক্ষায় কাজ করে যাচ্ছে ডব্লিউটিবি৷ এজন্য তারা সুন্দরবনের আশেপাশের গ্রামগুলোতে স্বেচ্ছাসেবক দল গড়ে তুলেছে৷ যখন কোনো বাঘ গ্রামে ঢুকে পড়ে তখন যেন গ্রামবাসীরা তাকে না মেরে আবার বনে পাঠানোর ব্যবস্থা করে সে লক্ষ্য কাজ করছে এসব স্বেচ্ছাসেবক দল৷ গ্রামে বাঘ ঢোকার খবর পাওয়া মাত্রই বন বিভাগ আর ডব্লিউটিবির লোকজনের সহায়তায় কাজ শুরু করে দেয় স্বেচ্ছাসেবকরা৷

সুন্দরবনকে টিকিয়ে রাখা জরুরিছবি: Fotolia/lamio

এছাড়া ডব্লিউটিবির একটি দল নৌকা নিয়ে সবসময় সুন্দরবনে টহল দিচ্ছে৷ তাদের কাছে একটি হটলাইন নম্বর দেয়া আছে৷ সুন্দরবনে কেউ কখনো বিপদে পড়লে তাদের ঊদ্ধার করতে এগিয়ে যায় দলটি৷

বাঘ ছাড়াও অন্যান্য বণ্যপ্রাণী রক্ষায়ও কাজ করে থাকে ডব্লিউটিবি৷ এছাড়া এ সম্পর্কে মানুষকে তথ্য দিতে গড়ে তোলা হয়েছে একটি ‘নলেজ সেন্টার'৷ মালিবাগের কসমস সেন্টারের ছয় তলায় এই সেন্টারের অবস্থান৷ পরিবেশ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের ওপর করা নানা বই রয়েছে এই কেন্দ্রে৷ এছাড়া রয়েছে ইন্টারনেট সংযোগসহ সাতটি কম্পিউটার৷ পরিবেশ ও জীববৈচিত্র্য বিষয়ে মাঝে মধ্যেই সেমিনার, আলোচনা, পাঠচক্র, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে এই কেন্দ্রটি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ