1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঙালির অতি আপন ফেসবুক

আরাফাতুল ইসলাম২৩ জানুয়ারি ২০১৩

ফেসবুক নাকি টুইটার – কোনটা বেশি প্রিয় আপনার? ঠিক, এই প্রশ্নটিই করা হয়েছিল ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷ উত্তরে যে শব্দটি সবচেয়ে বেশি দেখা গেছে, তা হচ্ছে ফেসবুক৷ টুইটার কোণঠাসা সেখানে৷

ছবি: Getty Images

‘টুইটারে যে বন্ধুদের খুঁজে পাইনা, ফেসবুক ভালো লাগে তাই' – একথা লিখেছেন সরকার চন্দন৷ আমাদের ফেসবুক বন্ধুদের কাছে জানতে চেয়েছিলাম, তাঁদের ভালোলাগা প্রসঙ্গে৷ সেখানে প্রথম ঘণ্টাতেই মন্তব্য জমা পড়ে চল্লিশটি৷ এরমধ্যে ৩১টি মন্তব্য ফেসবুকের পক্ষে৷ চারটি মন্তব্য এসেছে টুইটারের দিকে৷ আমাদের পাঠক এলএইচ খান লিখেছেন, ‘টুইটারের সবকিছু অনেক ভালো৷' বাকিরা দু'দিকেই আছেন৷

আমাদের পাঠকদের এই অবস্থান ফেসবুক এবং টুইটারের মধ্যে বড় ব্যবধান গড়ে দিচ্ছে৷ অন্তত বাংলা ভাষাভাষী সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের মধ্যে ফেসবুক যে টুইটারের তুলনায় অনেক বেশি এগিয়ে, সেটা পরিষ্কার৷

‘‘ফেসবুক থেকে টুইটার বেশি নির্ভরযোগ্য৷ এবং ভেরিফাইড উৎস থেকে তথ্য জানা যায়''ছবি: DW/P. Henriksen

পরিসংখ্যানও কিন্তু ফেসবুককে অনেক এগিয়ে রাখছে৷ ‘সোশ্যাল বেকারস' নামক পরিসংখ্যান ওয়েবসাইটের হিসেবে, বাংলাদেশে এখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩৩,৪৬,৫৪০৷ শুধু গত ছয়মাসে ফেসবুক ব্যবহারকারী বেড়েছে ৫,৫৬,৬৮০ জন৷

দিন কয়েক আগে, আমরা আমাদের ফেসবুক পাতায় জানতে চেয়েছিলাম, আপনি কেন ফেসবুক ব্যবহার করেন? এই প্রশ্নের উত্তরে মন্তব্য এসেছে ৬৭টি৷ হাসান এমডি মোক্তার এই বিষয়ে লিখেছেন, ‘‘এটা একটা খোলা জানালা৷ এখানে মনের কথা অভাব অভিযোগ অন্যের সাথে শেয়ার সমাধান খোজে পাওয়া যায়৷ সমাজের অবিচার অনাচারের বিরুদ্ধ প্রতিবাদ জানানো যায়৷'' বাকিদের মন্তব্য অনেকটা এরকম৷

টুইটারের বিষয়ে একই ধরনের প্রশ্নের উত্তরে মন্তব্য এসেছে ৩৭টি৷ অনেকেই লিখেছেন যে, তাঁরা টুইটার ব্যবহার করেন না৷ কারো কথা হচ্ছে, অ্যাকাউন্ট আছে কিন্তু ব্যবহার করা হয় না৷ নাইম ইসলাম অবশ্য লিখেছেন, ‘‘ফেসবুক থেকে টুইটার বেশি নির্ভরযোগ্য৷ এবং ভেরিফাইড উৎস থেকে তথ্য জানা যায়৷'' টুইটার ব্যবহারের খুব যৌক্তিক কারণ এটি

দেশভিত্তিক টুইটার ব্যবহারকারীর সংখ্যা জানাতে পারেনি ‘সোশ্যাল বেকারস'৷ তবে আমাদের পাঠক জরিপের বিবেচনায়, বাংলা ভাষাভাষীদের মধ্যে টুইটার ব্যবহারের হার অনেক কম৷ সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারকারীদের মধ্যে দশ শতাংশ আগ্রহী টুইটারে৷ অথচ ফেসবুকের প্রতি আগ্রহের এই হার ৭৭ দশমিক পাঁচ শতাংশ৷ বাকিরা দুটো নেটওয়ার্কই ব্যবহার করেন৷

উল্লেখ্য, শুধুমাত্র ডয়চে ভেলের ফেসবুক ব্যবহারকারী এবং ‘সোশ্যাল বেকারস'-এর দেওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে৷ এক্ষেত্রে বাংলাভাষাভাষীদের অবস্থানই প্রাধান্য পেয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ