1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঙালির নোবেল প্রাপ্তি কি হাতুড়েদের স্বীকৃতি?

পায়েল সামন্ত কলকাতা
২৪ অক্টোবর ২০১৯

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেলপ্রাপ্তিতে হাতুড়েদের সঙ্গে প্রথাগত চিকিৎসকদের বিরোধ ফের সামনে এসেছে৷ অভিজিৎ হাতুড়ে ডাক্তারদের প্রশিক্ষণ সরেজমিনে দেখেছিলেন৷ চিকিৎসকদের একাংশের মত, হাতুড়েদের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত সঠিক নয়৷

West Bengal Dr Sandip Bhattacharya Praxis
ছবি: DW/P. Samanta

ভারতের মতো উন্নতিশীল দেশে চিকিৎসক ও রোগীর অনুপাতে বিস্তর ফারাক রয়েছে৷ পর্যাপ্ত সংখ্যায় চিকিৎসক নেই, গ্রামের ক্ষেত্রে ছবিটা আরো খারাপ৷ এর ফলে সমান্তরাল একটি চিকিৎসা পরিষেবা গড়ে উঠেছে৷ হোমিওপ্যাথ, আয়ুর্বেদের সঙ্গে হাতুড়ে ডাক্তারদের পসার রয়েছে গ্রামাঞ্চলে৷ হাতের কাছে সরকার-স্বীকৃত চিকিৎসক না থাকলে কোয়াকদের কাছে ছুটে যায় মানুষ৷ তাঁরাই ছোটখাটো সমস্যায় রোগীদের ওষুধ দেন৷

চিকিৎসকদের সংগঠন লিভার ফাউন্ডেশন এর সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে কাজ করেছেন৷ ২০০৭ সাল থেকে বীরভূমে এই প্রশিক্ষণের পর্ব শুরু হয়৷ এই বিষয়ে অভিজিৎ বলেছেন,‘‘গ্রামীণ এলাকার সিংহভাগ মানুষ এই স্বাস্থ্য পরিষেবকদের ওপর নির্ভর করে থাকেন৷ এঁদের দূরে সরিয়ে রাখলে সমস্যা হবে দরিদ্র মানুষের৷ তার বদলে এঁদের প্রশিক্ষণ দিয়ে কাজের উপোযোগী করে গড়ে নেওয়া ভালো৷''

শুভাশিস চট্টরাজ

This browser does not support the audio element.

অভিজিতের নোবেল প্রাপ্তির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিজিৎ রাজ্য সরকারের সঙ্গে কাজ করেছেন৷ তারা চান, প্রাথমিক চিকিৎসাটুকু সামলে দিন কোয়াক ডাক্তাররা৷ ওরা চিকিৎসা পরিষেবায় সহযোগী হিসেবেই কাজ করবেন৷ ওঁদের ডাক্তারের স্বীকৃতি দেওয়া হবে না৷ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, যে কাজের জন্য তিনি নোবেল পেয়েছেন, তার মধ্যে অন্যতম কোয়াকদের ক্ষমতায়ন৷ বীরভূমে তিনি যখন একাজ শুরু করেন, তখন রাজ্য সরকার তার সঙ্গে যুক্ত ছিল৷ সেই প্রশিক্ষণ এখনও চলছে৷ ছ'মাসের এই প্রশিক্ষণ এখনও পর্যন্ত পেয়েছেন ১ লক্ষ ১০ হাজার স্বাস্থ্য পরিষেবক৷

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই প্রকল্পে কাজ করেছেন বীরভূমের দুবরাজপুরের স্বাস্থ্য পরিষেবক শুভাশিস চট্টরাজ৷ তিনি দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত৷ তিনি বলেন, ‘‘নোবেলজয়ীর সঙ্গে আমরা কাজ করার সুযোগ পেয়েছি৷ তিনি এই জেলার অনেক জায়গায় আমাদের কাজ পর্যবেক্ষণ করেছেন৷ এটা ভেবে খুব ভাল লাগছে৷'' কী ভূমিকা পালন করেন শুভাশিসেরা? তিনি বলেন, ‘‘আমরা রোগীর প্রাথমিক সমস্যা চিহ্নিত করার চেষ্টা করি৷ জরুরি পরিস্থিতিতে পরিষেবা দিই৷ রোগীর সমস্যা গুরুতর বুঝলে চিকিৎসকদের পরামর্শ নিতে বলি৷ আমরা কখনোই নিজেদের ডাক্তার বলতে পারি না৷ প্রেসক্রিপশনও লেখার কথা নয়৷''  তিনি জানান, মূলত বেসরকারি উদ্যোগেই গ্রামীণ স্বাস্থ্য  পরিষেবকদের প্রশিক্ষণের কাজ চলছে৷ একবার প্রশিক্ষণ হওয়ার পর লিভার ফাউন্ডেশন নিয়মিত আলোচনা সভার আয়োজন করে৷ সেখানে অংশ নেন স্বাস্থ্য পরিষেবকেরা৷

সন্দীপ ভট্টাচার্য

This browser does not support the audio element.

ডাক্তার অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে লিভাব ফাউন্ডেশনের প্রকল্পে সাহায্যের হাত বাড়িয়েছে ‘দি ওয়ার্ল্ড ব্যাংকস নলেজ ফর চেঞ্জ প্রোগ্রাম', ‘ব্রিস্টাল মায়ারস স্কুইব ফাউন্ডেশন'৷ রাজ্যের প্রথম সারির চিকিৎসকদের একাংশ এই উদ্যোগের পক্ষে রয়েছেন৷ কলকাতার চিকিৎসক সন্দীপ ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের দেশে এটাই পথ৷ প্রশান্ত শূর যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখন রাজ্য সরকার সিএইচএসও নামে একটি প্রকল্প চালু করেছেন৷ গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল৷ এদের ‘খালি পায়ে ডাক্তার' বলা হত৷ আমি তাঁদের সঙ্গে কাজ করেছি৷ এঁরা খুব ভাল কাজ করেছিলেন৷ যদিও বছর তিনেক পর এটা বন্ধ হয়ে যায়৷''

যদিও চিকিৎসকদের সবচেয়ে সংগঠন ডক্টরস ফোরাম গোড়া থেকেই এ ধরনের উদ্যোগের বিরোধিতা করছে৷ সংগঠনের সম্পাদক কৌশিক চাকী বলেন, ‘‘কোয়াকদের প্রশিক্ষণের সঙ্গে নোবেলজয়ীর যোগ কতটা জানি না৷ তবে গরিবের চিকিৎসা হাতুড়েদের দিয়ে হবে, এই ভাবনার সঙ্গে আমরা একমত নই৷ কোয়াকরা ভুল করলে রোগী ক্ষতিপূরণ পাবে কী করে?'' কলকাতার চিকিৎসক কৌশিক দাসের বক্তব্য, ‘‘সহযোগী পর্যন্ত ঠিক আছে, সেমি-ডাক্তার হিসেবে তৈরি করলে আপত্তি আছে৷ এতদিন চিকিৎসা করার পর রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরও দ্বিধা-দ্বন্দ্ব থাকে, কোয়াকদের ক্ষেত্রে কী হবে? এ দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে প্রতিপত্তি, তা আরও বাড়বে কোয়াকদের হাত ধরে৷'' ফোরামের যুক্তি খারিজ করে সন্দীপ ভট্টাচার্য বলেন, ‘‘ডাক্তাররা গ্রামে যেতে চান না৷ আর্থিক কারণে শহরমুখী প্রবণতা রয়েছে৷ এটা বদলানোর আশু সম্ভাবনা নেই৷ তাই গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের ব্যবহার করাই সঠিক পথ৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ