বিশ্বকাপ ফুটবল নিয়ে ফেসবুক, ব্লগে আলোচনার ঘাটতি নেই৷ কখনো মেসির গোল, কখনো সুয়ারেজের কামড় কিংবা নায়লা নাঈমের পতাকা পোশাক – সবই রয়েছে আলোচনায়৷ রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি বাদ দিয়ে সবাই এখন ব্যস্ত ফুটবল নীতি নিয়ে৷
বিজ্ঞাপন
বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বকাপ নিয়ে নিয়মিতই স্ট্যাটাস পোস্ট করেন আনিসুল হক৷ সর্বশেষ বৃহস্পতিবার তিনি লিখেছেন, ‘‘ব্রাজিল চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা হবে না৷ আর্জেন্টিনা হলে ব্রাজিল হবে না৷ অন্য কেউ চ্যাম্পিয়ন হলে এদের দু'জনের কেউই চ্যাম্পিয়ন হবে না৷''
সাংবাদিক, কথাসাহিত্যিক আনিসুল হক তাঁর স্ট্যাটাসের পরের অংশে লিখেছেন, ‘‘বাংলাদেশের অন্তত অর্ধেক মানুষের জন্য কী দুঃখই না অপেক্ষা করছে....তাদের জন্যই গান: আমি দুঃখ পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি...৷''
আসলে বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকই বেশি৷ তবে জার্মানির সমর্থকও কম নয়৷ মডেল নায়লা নাঈম কয়েকদিন আগে জার্মানির পতাকার রঙে তৈরি পোশাক পরে তোলা ছবি ফেসবুকে শেয়ার করেছেন৷ এই ছবি ফেসবুকে শেয়ার করেছেন অনেকে৷ নায়লা অবশ্য সবদিক রক্ষা করেই চলছেন৷ এর আগে তিনি ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা পোশাক পরা ছবিও ফেসবুকে প্রকাশ করেছেন৷
চুমু খাওয়ার মজাই আলাদা
ফুটবল মানে বাঁধভাঙা আনন্দ, উচ্ছ্বাস দুঃখ, হতাশা বা কান্না৷ গত বিশ্বকাপের সময় আবেগ, অনুভূতি প্রকাশে রাখঢাক রাখেননি অনেকেই৷ এমনকি প্রকাশ্যে চুমু খেতেও আপত্তি ছিল না তাঁদের৷ ফুটবল ভক্তদের কিছু অন্তরঙ্গ ছবি পাবেন এখানে৷
ছবি: Behrouz Mehri/AFP/Getty Images
প্রেমিক যুগল
১৭ই জুন ২০১৪৷ ব্রাজিলের সালভাদোরে খেলা হচ্ছিলো ব্রাজিল বনাম মেক্সিকোর৷ খেলা দেখার সময় ব্রাজিল দলের ভক্ত যুগল এভাবেই অনুভূতি প্রকাশ করেন৷
ছবি: Getty Images
জার্মান দলের ভক্ত
২০১০ সালের ৭ই জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবানে বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল৷ জার্মানি বনাম স্পেনের সেমি ফাইনাল খেলা৷ বার্লিনের ‘ফ্যান মাইল পাবলিক ভিউয়িং’-এ খেলা দেখার সময় জার্মান জাতীয় দলের দুই ভক্তের চুম্বনের দৃশ্য এটি৷
ছবি: AFP/Getty Images
ব্রাজিল দলের ভক্ত যুগল
খেলা হচ্ছে ব্রাজিল দলের সাথে মেক্সিকো দলের৷ দেশের মাটিতে প্রিয় দলের খেলা হচ্ছে, কাজেই আনন্দ কিছুটা বেশিই! অন্যান্যদের মাঝে বসে নিজেরা চুম্বনে ব্যস্ত৷
ছবি: Dimitar Dilkoff/AFP/Getty Images
ফ্রেঞ্চ কিস!
এ বছর ১৫ই জুন, পর্তো আলেগ্রের বাইরা – রিও স্টেডিয়ামে ই-গ্রুপের প্রাথমিক খেলা৷ খেলছিল ফ্রান্স বনাম হন্ডুরাস৷ খেলা চলাকালে এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এক আলোকচিত্রী৷
ছবি: picture-alliance/dpa
চিলির ভক্তদের চুম্বন
বিশ্বকাপ ফুটবল ২০১৪, চিলির সাথে স্পেনের বি-রাউন্ডের প্রাথমিক খেলা৷ চিলির ভক্তরা ব্রাজিলের রিও ডি জানেরোর মারাকানা স্টেডিয়ামে খেলা দেখতে দেখতে চুমু খাচ্ছিলেন৷
ছবি: picture-alliance/dpa
দুই ‘অন্ধ ভক্তের’ কাণ্ড
স্প্যানিশ দলের দুই ‘অন্ধ ভক্ত’ চুম্বন করছেন স্পেন বনাম হল্যান্ডের খেলা দেখার সময়৷ খেলাটি হয় গত ১৩ই জুন সালভাদোরের অ্যারেনা ফন্টে নোভা স্টেডিয়ামে৷
ছবি: Getty Images
কলোম্বিয়া বনাম গ্রিসের খেলা
১৪ই জুন ২০১৪, কলোম্বিয়া বনাম গ্রিসের খেলা৷ খেলাটি হয় ব্রাজিলের বেলো হরিসন্ট-এর মিনাইরাও অ্যারেনাতে৷ কলোম্বিয়া দলের ভক্তদের এই চুম্বনটি খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে তোলা৷
ছবি: AFP/Getty Images
মাঠের শত্রু যখন বন্ধু
মানাউসের অ্যামাজন অ্যারেনা স্টেডিয়ামে ১৪ই জুন ইংল্যান্ডের সাথে ইটালির গ্রুপ ‘ডি’-এর ফুটবল ম্যাচ৷ ইটালি দলের ভক্ত চুম্বন করেছেন ইংল্যান্ড দলের ভক্তকে৷
ছবি: Fabrice Coffrini/AFP/Getty Images
উরুগুয়ের ভক্তদের চুমু
উরুগুয়ের ভক্ত একে অপরকে চুমু দিচ্ছে৷ ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফাই খেলার সময়৷ খেলাটি ছিল কোস্টারিকা বনাম মন্টেভিডিও৷
ছবি: AP
স্পেনের সমর্থক যুগল
স্পেনিশ দলের সাপোর্টার দু’জন এভাবেই চুমু খাচ্ছেন রিও ডি জানেরোর মারাকানা স্টেডিয়ামে, যখন চিলির জাতীয় দলের সাথে স্পেনের জাতীয় দলের খেলা চলছিল ১৮ই জুন ২০১৪ সালে৷
ছবি: LLUIS GENE/AFP/Getty Images
ইরানি যুগল
১৬ই জুন ছিল বিশ্বকাপ ফুটবলের ইরান বনাম নাইজেরিয়ার খেলা৷ খেলা শুরুর ঠিক আগে ইরানের ভক্ত প্রেমিক-প্রেমিকার চুমুর দৃশ্য এটি৷ রক্ষণশীল দেশ হিসেবে বিবেচিত ইরানের নাগরিকদের এ রকম প্রকাশ্য চুমুর ছবি সত্যিই বিরল৷
ছবি: Behrouz Mehri/AFP/Getty Images
11 ছবি1 | 11
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও ফেসবুকে মাঝে মাঝেই লিখছেন বিশ্বকাপ নিয়ে৷ নাইজেরিয়া এবং আর্জেন্টিনার মধ্যকার খেলা শেষে তিনি লিখেছেন, ‘‘মেসি তো মেসিই৷ মেসি, নেইমার হচ্ছে ফুটবলের সৌন্দর্য৷ আজ নাইজেরিয়া হারলেও মুসা জিতেছে৷ অভিনন্দন মুসা, অভিনন্দন আর্জেন্টিনা৷''
এদিকে রোনাল্ডোর বিদায় নিয়ে আমার ব্লগে নিবন্ধ প্রকাশ করেছেন ব্লগার রাশু আলম৷ লেখার শিরোনাম, ‘বিদায় রোনাল্ডো'৷ তিনি লিখেছেন, ‘‘রোনাল্ডোর দুর্ভাগ্য যে তাঁর জন্ম ব্রাজিল, আর্জেন্টিনা বা নিদেন পক্ষে জার্মানি বা ইটালিতে হয়নি৷ হলে কি হত সেই আক্ষেপ হয়ত সারা জীবন আমাদের সঙ্গী হবে৷''
আরেক ব্লগার স্বপ্নবাজ অভির নিবন্ধের শিরোনাম, ‘বিশ্বকাপ ফুটবল ২০১৪ প্রথম রাউন্ডের ডায়েরি, যা কিছু থাকা উচিত স্মৃতিতে!!' সামহয়্যার ইন ব্লগে তিনি লিখেছেন, ‘‘টুর্নামেন্ট চলে এসেছে তার মূল বিজনেস এরিয়াতে....হারলেই বিদায়, স্বপ্নসমাধি!! এবারের বিশ্বকাপে অন্যরকম কিছু হবার ইঙ্গিত দিয়ে ইতিমধ্যে বেশ কিছু জায়ান্ট দল বিদায় নিয়েছে, ছোট দল বড় দল বলতে কিছুই নেই!''