1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাঙালি জীবনের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক সার্বজনীন উৎসব’

১৪ এপ্রিল ২০১১

লিখেছেন যুগান্তরের প্রতিবেদক৷ প্রধানমন্ত্রীর বাণীতেও অনুরূপ অনুভূতি ধ্বনিত হয়েছে৷ তবে বলতে কি, নববর্ষের পর্যালোচনাতেও ছিল রাজনীতির ছায়া৷

সন্ধিক্ষণছবি: AP

বাংলা পত্রপত্রিকাগুলো ভরে আছে বিবরণে, প্রতিবেদনে৷ এবং সর্বত্রই কোনো না কোনো ভাবে উল্লেখ করা হয়েছে হিজরী চান্দ্রসন এবং বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তনের কাহিনী, মোঘল সম্রাট আকবরের আমলে৷ অবশ্য যুগান্তর স্মরণ করিয়ে দিয়েছে যে, ‘আমরা এখনও পারিনি সর্বস্তরে বাংলা ভাষা ও বাংলা সনের প্রবর্তন করতে'৷

প্রথমে নাম ছিল ফসলি সন, খাজনা আদায়ের তাগিদে৷ বৈশাখ নামটি কিন্তু এসেছে বিশাখা নক্ষত্র থেকে৷ কবিত্ব ছাড়া বাঙালিত্ব হয় না৷

ইত্তেফাক লিখেছে: ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কেবল বাংলাদেশের অভ্যন্তরেই নয়, পৃথিবীর যেখানেই বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, সবাই পয়লা বৈশাখে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করবে৷'

সূর্যোদয়ছবি: AP

ঢাকার মঙ্গল শোভাযাত্রায় এবার একটি ৪০ ফুট দীর্ঘ ‘দানব' কুমির হবে অমঙ্গলের, অর্থাৎ যুদ্ধাপরাধীদের প্রতীক৷ জনকণ্ঠের ভাষায়: ‘এবার অসাম্প্রদায়িক চেতনার মহাউৎসব এসেছে, যখন দেশে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের কাঠগড়ায় নিয়ে যেতে তাদের অপরাধের তদন্ত চলছে৷... মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে...৷' কিন্তু অন্ধকার শক্তির কাছে যেমন মাথা নোয়ানো চলে না, সেরকম বর্ষবরণের গানও থামবার নয়৷

এবং রাজনীতিও থামবার নয়! তার উদাহরণ পুঁজিবাজার কেলেঙ্কারি নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে টানাপোড়েন৷ জনকণ্ঠের অভিযোগ, কমিটির প্রতিবেদনকে প্রশ্নবিদ্ধ করতে উঠেপড়ে লেগেছে একটি মহল৷ ওদিকে যুগান্তরের বিবরণ অনুযায়ী বিএনপি নেতাদের মতে তদন্ত রিপোর্ট প্রশ্নবিদ্ধ এবং হতাশাব্যঞ্জক৷ কালের কণ্ঠ বিএনপি'র রিপোর্ট প্রত্যাখ্যানের বিবরণ ছাড়াও তাদের পাঁচ দাবির ফিরিস্তি দিয়েছে: সেগুলি হল, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণ ছাড়াও, কমিটির প্রতিবেদন পূর্ণাঙ্গ আকারে জনসমক্ষে প্রকাশ, চিহ্নিত ‘লুটেরাদের' অবিলম্বে বিচার এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে পুঁজিবাজার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কর্মচারীদের অচিরে বরখাস্ত করা৷

গ্রন্থনা: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ