1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোমা বসুর প্যানোস পুরস্কার লাভ

২৯ ডিসেম্বর ২০১১

গণমাধ্যম বিষয়ক আন্তর্জাতিক সংস্থা প্যানোস পরিবেশ সাংবাদিকতায় ভারতের দু’জনকে সম্মাননা দিল এ বছর৷ তাঁদের একজন ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার সাংবাদিক সোমা বসু এবং অপরজন মুম্বই এর ‘ম্যানোরামা নিউজ’ এর সাংবাদিক মানু সি কুমার৷

Titel 1: Panos Preisträger über Klima Reprtage Journalistin Soma Basu von The Statesman, Kolkata; Indien Bildunterschrift:  Panos Preisträger über Klima Reportage Journalistin Soma Basu von The Statesman, Kolkata; Indien Text:   Panos Preisträger über Klima Reprtage Journalistin Soma Basu von The Statesman, Kolkata; Indien Datum: 17.08.2011 Eigentumsrecht: Soma Basu, Dhaka, Bangladesch Stichwort: Panos, Preisträger, Klima, Reprtage, Journalist, Soma, Basu, Statesman, Environment, Climate, Change
সোমা বসু পেয়েছেন প্যানোস পুরস্কারছবি: Soma Basu

ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে জন্ম এবং সেখানেই বড় হয়েছেন বাঙালি সাংবাদিক সোমা বসু৷ তবে ছোট থেকেই কলকাতার প্রতি টানের কারণে কলকাতায় এসে ইংরেজিতে স্নাতক করেন তিনি৷ এরপর সাংবাদিকতা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন৷ এই কোর্স শেষ করেই স্টেটসম্যান পত্রিকায় সাব-এডিটর হিসেবে কাজ শুরু করেন সোমা৷

এরই মধ্যে কর্মক্ষেত্রে কিছুটা ভিন্নতা এলেও তিনি আবারও পরিবেশ সাংবাদিক হিসেবে স্টেটসম্যান পত্রিকায় ফিরে আসেন৷ তিনি বলেন, ‘‘ছোট থেকেই আমার সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল৷ লেখা-লেখির মধ্যেই আমি সবচেয়ে বেশি আনন্দ পাই৷ তাই সবসময় ভাবতাম আমি কখন আবার সাংবাদিক হিসেবে লেখা-লেখিতেই ফিরে যাবো৷ এরপর স্টেটসম্যান আমাকে পরিবেশ সাংবাদিক হিসেবে কাজ করার জন্য বলে৷ ফলে আমি তাদের সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করি৷''

সোমা বসুছবি: Soma Basu

তিনি জানান, প্রায় তিন মাস আগে তামাক শিল্পের সমস্যা নিয়ে প্যানোসের ফেলোশিপ পেয়েছিলেন তিনি৷ সেসময় তাঁর ফেলোশিপের আওতায় দিনহাটার তামাক চাষ ক্ষেত্র এবং মুর্শিদাবাদের বিড়ি তৈরির কারখানার পরিবেশ-পরিস্থিতি ও সমস্যা নিয়ে প্রতিবেদন তৈরি করেছিলেন৷ এরপর প্যানোসের পরিবেশ বিষয়ক পুরস্কারের জন্য তাঁর চারটি প্রতিবেদন জমা দিয়েছিলেন৷ সেগুলোর উপর ভিত্তি করে নতুন দিল্লির কনভেশন সেন্টারে সিএমএস এর উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ