1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাচ্চাদের সার্কাস শেখার স্কুল

ওঙ্কার সিং জানোটি/জেডএইচ৮ মার্চ ২০১৪

জার্মানির বন শহরে বাচ্চাদের সার্কাস শেখানোর একটি স্কুল রয়েছে৷ অনেক বাচ্চাই সেখানে ভর্তি হতে চায়৷ ইয়র্গ নিচ ২৩ বছর আগে ডন মেলোনি-স নামের এই সার্কাস স্কুলটি প্রতিষ্ঠা করেন৷

আফগানিস্তানের একটি সার্কাস দলছবি: picture-alliance/dpa

তিনি বলেন, ‘‘বাচ্চারা যখন প্রথম এখানে আসে তখন বড় হলরুম আর শক্ত করে বাঁধা দড়ি দেখে আশ্চর্য হয়৷ তারা বলে যে, এই কাজ তারা কখনোই করতে পারবে না৷ এরপর যখন তারা প্রথমবারের মতো দড়ি অতিক্রম করতে সক্ষম হয় তখন তাদের বাবা-মারা বেশ গর্ব অনুভব করে৷ অন্যগুলোর ব্যাপারেও একই ঘটনা ঘটে৷ একে একে তারা বলের ওপর হাঁটতে ও ডিগবাজি দিতে শেখে এবং একটা দণ্ডের ওপর ঝুলতে পারে৷''

শিশুরা যত তাড়াতাড়ি শুরু করে, সার্কাস শেখা তাদের জন্য তত সহজ হয়৷ গা গরম করা কিছু অনুশীলন দিয়ে প্রশিক্ষণ শুরু হয়৷ এরপর প্রশিক্ষক ও স্কুলের প্রতিষ্ঠাতা ইয়র্গ নিচ একসঙ্গে অনেক কাজ করার উপায়টা বলে দেন৷ তিনি জানেন, কেমন করে বাচ্চাদের মানিয়ে নেয়া শেখাতে হয়৷

প্রতি সপ্তাহে অনেক শিশু প্রশিক্ষণ নিতে যায় ঐ স্কুলে৷ ট্রেনিং এর সময় তারা নিজেরাই নিজেদের সীমা অতিক্রম করে – যা তাদের বিশ্বাস আরও বাড়িয়ে দেয়৷ প্রশিক্ষক স্টেফি শ্রুফ বলেন, ‘‘শিশুরা ট্রেনিং এর সময় বেশ মনোযোগী থাকে৷ শক্ত করে বাঁধা দড়ির ওপর হাঁটতে গিয়ে এবং বলের ওপর ঠিকভাবে দাঁড়াতে গিয়ে তারা ভারসাম্য বজায় রাখা শিখতে পারে৷ জাগলিং এর সময় ডান-বামের সমন্বয় রাখাটা গুরুত্বপূর্ণ৷''

প্রতিষ্ঠাতা নিচ মনে করেন, তাঁর স্কুলে যেসব বাচ্চারা আসে তারা অন্যদের চেয়ে শারীরিক ও মানসিকভাবে বেশি সুস্থ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ