1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাছাই পর্বের পর সতর্ক যুক্তরাষ্ট্র

২২ জুন ২০১১

গ্রুপ সিতে রয়েছে চারটি দল৷ যথাক্রমে বিশ্বের এক নম্বর দল যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া, কলম্বিয়া এবং সুইডেন৷ তবে সবার নজর থাকবে কোরিয়া আর যুক্তরাষ্ট্রের ম্যাচের দিকে৷

মার্কিন দলের এক সমর্থকছবি: picture-alliance/ dpa

বর্তমান ফিফার ব়্যাংকিং'এ এক নম্বর দল হলেও বিশ্বকাপের বাছাই পর্ব পার হতে যুক্তরাষ্ট্রকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে৷ মেক্সিকোর কাছে হার, তারপর ইটালির সঙ্গে প্লে অফ পার হয়ে এবারের চূড়ান্ত পর্বে আসতে পেরেছে দুই বারের চ্যাম্পিয়নরা৷ দলের সুইডিশ কোচ পিয়া সান্ধাগে বলেন, ‘‘বাছাই পর্বের পর আমরা বুঝতে পারলাম যে আমরা অপরাজেয় নই৷ আমার দলের মেয়েরা এখন বিপদ সম্পর্কে পুরোপুরি সচেতন৷'' যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা শারীরিক দিক থেকে অন্যান্য দলের চেয়ে এগিয়ে রয়েছে৷

গ্রুপের খেলায় যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে সুইডেনের সঙ্গে, যারা এখন তাদের আগের ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে৷ এছাড়া কোরিয়ার সঙ্গে ম্যাচটিও বেশ নজর কাড়বে৷ কারণ দুই দেশের রাজনৈতিক বৈরিতা৷ এর আগের আসরে দুই দল আরও একবার মুখোমুখি হয়েছিল৷ ম্যাচটি ড্র হয়েছিলো ২-২ গোলে৷ অন্যদিকে এই প্রথমবারের মত প্রমীলা বিশ্বকাপে খেলতে এসেছে ল্যাটিন অ্যামেরিকার দল কলম্বিয়া৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ