1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজনা বাজছে, গরুগুলো নাচছে!

১ সেপ্টেম্বর ২০১৬

এই ভিডিও দেখলে অবাক হবেন, দেখবেন শ্রুতিমধুর যন্ত্রসংগীতের সুর শুনে কতগুলো গরু কী সুন্দর নাচছে৷ পৌনে চার কোটিবার দেখা হয়েছে ভিডিওটি৷ ভিডিওটি এত সুন্দর যে তা নাকি নকল করে ইতিমধ্যে বিজ্ঞাপনে ব্যবহার করেছে ম্যাকডোনাল্ডস৷

Deutschland Wipperfürth Kühe
ছবি: picture-alliance/dpa/H. Ossinger

ইংল্যান্ডের ফ্রিল্যান্স অ্যানিমেটর সিরিয়াক হ্যারিসের তৈরি করা একটি ভিডিও গত ছয় বছর ধরেই ভাইরাল৷ ছয় বছরে ৩ কোটি ৭৪ লক্ষ ৩৩ হাজারেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি৷

ভিডিওটি খুব মজার৷ দক্ষ অ্যানিমেটর বলে কতগুলো গরুর ভিডিও নিয়ে রীতিমতো খেলেছেন সিরিয়াক হ্যারিস৷ তাঁর কেরামতিতে যন্ত্রসংগীতের তালে তালে গরুগুলো অবিশ্বাস্য সব কাণ্ড করছে৷

সোয়া দুই মিনিটের এই ভিডিওতে সারাক্ষণই গরুগুলোকে নাচতে দেখা যায়৷ নাচতে নাচতে তাদের আকারও বদলায়৷ কখনো দৈর্ঘ্যে বাড়ে, কখনো বা উঁচু হয়ে যায়৷ আবার হঠাৎ করে গরু হয়ে যায় মাকড়সা, কখনোবা গাছ, পাইপ আরো কত কী!

এমন মজার ভিডিও বলেই সবার নজর কেড়েছে ভিডিওটি৷ এমনকি ম্যাকডোনাল্ডসেরও নাকি নজর কেড়েছে৷ সিরিয়াক হ্যারিসের অভিযোগ ম্যাকডোনাল্ডস সম্প্রতি কিছু গরু নিয়ে যে বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছে তা নাকি তাঁর ভিডিও নকল করেই তৈরি!

আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে তোলা সিরিয়াক হ্যারিসের এই অভিযোগের খবর৷ তবে জনপ্রিয় এই ফাস্টফুড রেস্তোরাঁর পক্ষ থেকে অভিযোগ সম্পর্কে এখনো কিছু বলা হয়নি৷

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ