1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেটকে ঘিরে প্রত্যাশা

৭ জুন ২০১২

বাংলাদেশের জাতীয় সংসদে আজ ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হবে৷ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিকেলে এই বাজেট পেশ করবেন৷ জানা গেছে, এবারের বাজেট হতে পারে প্রায় ২ লক্ষ কোটি টাকার৷

Korruption in Bangladesch, Banknoten als Bestechung Datum: 06.12.2011 Eigentumsrecht: AHM Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

আজ বিকেলেই জানা যাবে বাজেটের আকার৷ তবে নানা সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজেট হতে পারে ১,৯২,০০০ কোটি টাকার৷ আর এর মধ্যে রাজস্বসহ বিভিন্ন খাত থেকে আয় ধরা হচ্ছে ১,৩৯.০০০ কোটি টাকা৷ ঘাটতি থেকে যাবে ৫২,০০০ কোটি টাকা৷ আর এর মধ্যে বার্ষিক উন্নয়ন বাজেট হল ৫৫,০০০ কোটি টাকার৷ অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান ডয়চে ভেলেকে জানান, বাজেটের আকারের চেয়ে গুরুত্বপূর্ণ হল বাজেট বাস্তবায়ন৷

বাজেটের ঘাটতি পূরণ হবে ব্যাংক ঋণ এবং বিদেশি সহায়তা থেকে৷ কিন্তু অধ্যাপক রেহমান সোবহান মনে করেন, বিদেশি সহায়তার ওপর জোর দেয়া উচিত৷ তিনি বলেন, পাইপলাইনে বিপুল পরিমাণ বিদেশি সহায়তা পড়ে আছে৷ বছরের পর বছর তা বাড়ছে৷ সরকারের উচিত হবে দক্ষতা বাড়িয়ে এসব বিদেশি সহায়তা কাজে লাগানো৷

আর পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম বলেন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নানা ধরনের বাধা আসে৷ এর মধ্যে ঠিকাদারদের নানা অজুহাত একটি বড় কারণ৷

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় খাতগুলোতে বরাদ্দ বাড়ানো উচিত৷

এদিকে এবারের বাজেটে সড়ক যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ অগ্রাধিকার খাত হিসেবে থাকছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ