1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগামী বাজেট

১৬ এপ্রিল ২০১২

আসছে বাজেটে সরকারকে অর্থ সরবরাহের ওপর নিয়ন্ত্রণ আরোপের পরামর্শ দিয়েছেন বিআইডিএস-এর গবেষণা পরিচালক ড. এম আসাদুজ্জামান৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ব্যাংকের সুদের হারও প্রতিযোগিতার ভিত্তিতে নির্ধারণ করতে হবে৷

ছবি: DW

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট নিয়ে নাগরিক সমাজের সঙ্গে আলোচনা শুরু করেছেন গত মাস থেকেই৷ আর এসব আলোচনায় নানা দিক উঠে আসছে৷ এর মধ্যে রয়েছে তারল্য সঙ্কট, মুদ্রাস্ফীতি, জ্বালানী নিরাপত্তা, ব্যাংক ঋণের সূদের উচ্চ হার, কর্মসংস্থান প্রভৃতি৷ অর্থমন্ত্রী নিজেই বলেছেন আগামি বাজেট হবে নির্বাচনকে সামনে রেখে৷ তাই বিআইডিএস-এর গবেষনা পরিচালক ড. এম আসাদুজ্জামান ডয়চে ভেলেকে বলেছেন অর্থনীতিকে ঠিক রাখতে হবে৷ তারপর অন্য কথা৷ তিনি বলেন, অর্থনীতিতে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করা না গেলে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়না৷ এদিকটি ঠিক করতে গিয়ে কর্মসংস্থানের দিকেও খেয়াল রাখতে হবে৷ আর ব্যাংক ঋণের সুদের হার সরাসরি নিয়ন্ত্রণ না করে প্রতিযোগিতার ওপর ছেড়ে দেয়া ভাল৷

ড. এম আসাদুজ্জামান বলেন, জ্বালানী নিরাপত্তা আধুনিক অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ আর এই নিরাপত্তার জন্য বিদেশ নির্ভরতা কমাতে হবে৷ আগামি বাজেটে এই বিষয়টি পরিস্কার হওয়া প্রয়োজন৷ তিনি বলেন বাজেট বাস্তবায়নে প্রশাসনিক দক্ষতা একটি বড় বিষয়৷ বাংলাদেশে দিন দিন সেদিকে ঘাটতি তৈরি হচ্ছে৷ প্রশাসনের উচ্চ পর্যায়ে দক্ষতার অভাব দেখা দিলে তা দেশের জন্যও অনেক বড় ক্ষতির কারণ হতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ