1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেট অধিবেশনে বিএনপি’র যোগ দেয়া নিয়ে সংশয়

১৭ মে ২০১১

সংসদের বাজেট অধিবেশনে যোগ নাও দিতে পারে বিরোধী বিএনপি৷এই অধিবেশনে সংবিধানের সংশোধানী প্রস্তাবও উত্থাপন করা হবে৷ বিএনপি সংসদে যোগ দিয়ে সংবিধান সংশোধনীকে বৈধতা দিতে চায়না৷

এই অধিবেশনেই সংবিধান সংশোধানীর প্রস্তাব উত্থাপিত হওয়ার কথাছবি: Harun Ur Rashid Swapan

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরি বিএনপিকে সংসদে যোগ দিয়ে তাদের কথা তুলে ধরার আহ্বান জানিয়েছেন৷

রোববার ৯ম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে৷ আর এই অধিবেশনেই সংবিধান সংশোধানীর প্রস্তাব উত্থাপিত হওয়ার কথা৷ অধিবেশনর প্রথম দিনেই সংসদীয় কমিটি সংবিধান সংশোধনে তাদের রিপোর্ট পেশ করতে পারে৷ দীর্ঘ বিরতির পর গত মার্চের অধিবেশনে বিরোধী দল বিএনপি সংসদে যোগ দিলেও এবারের অধিবেশন যে তারা বর্জন করছে তা মোটমুটি নিশ্চিত৷ বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন ২৯শে মে খালেদা জিয়া বিদেশ থেকে ফিরে এলে তারা এই অধিবেশনে যোগ দেবেন কি না তা নিয়ে সিদ্ধান্ত হবে ৷

আর সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরি বলেছেন, বিএনপির অনেক দাবি থাকতে পারে৷ এমনকি আওয়ামী লীগ দেশে থাকবেনা এমন দাবিও তারা তুলতে পারে৷ তবে তা সংসদে গিয়ে বলতে হবে৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফকরুল ইসলাম আলমগির আরেক অনুষ্ঠানে বলেছেন, এই সরকার দেশের বিচার ব্য্যবস্থাকে ধ্বংস করেছে৷ তিনি তাদের বিরুদ্ধে গণঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷

আর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপিকে জনগণ প্রতিহত করবে৷ তারা ক্ষমতায় থাকাকালে যে লুটপাট করছে তার বিচার করা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ