1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেট পেশ, অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে ভারতে

২৮ ফেব্রুয়ারি ২০১১

ভারতীয় অর্থনীতির জন্য সুখবর বয়ে এসেছে গত বছরের শেষের দিকে৷ ২০১০ সালের শেষ সিকি বছরে, দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২ শতাংশ৷ মূলত কৃষি এবং অর্থ সংস্থাগুলোয় বেশ ভালো উন্নতি লক্ষ্য করা গেছে৷

‘বাজেট ব্রিফকেস’ হাতে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ছবি: UNI

সোমবার বেরিয়েছে এই রির্পোট এবং তা প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো৷ অন্যদিকে, আজই ঘোষণা করা হয়েছে ২০১১-২০১২ অর্থ বছরের বাজেট৷ সংসদে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়৷

সামাজিক খাতের উন্নয়নে এ বছর সরকার যা বরাদ্দ দিয়েছে, তা রীতিমত লক্ষ্য করার মতো৷ দেশটির ক্ষুধা এবং পুষ্টি সমস্যা মেটানোর প্রত্যয় উল্লেখ করে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এ খাতে গত অর্থ বছরের তুলনায় শতকরা ১৭ ভাগ বরাদ্দ বাড়ানোর কথা উল্লেখ করেছেন৷ তিনি জানিয়েছেন, সরকার এ খাতে প্রায় ২৬৭ দশমিক ৬ বিলিয়ন রুপি খরচ করবে৷ শিক্ষা খাতেও বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে প্রস্তাবিত এই বাজেটে৷ প্রস্তাব করা হয়েছে গত বছরের চেয়ে শতকরা ২০ শতাংশ বেশি বরাদ্দ বৃদ্ধির, টাকার অংকে যার পরিমাণ ৫২০ বিলিয়ন রুপি৷

এছাড়া, এবারই প্রথমবারের মতো খাদ্য ও নিরাপত্তা বিষয়ক একটি বিল আনছে সরকার৷ বলা হচ্ছে, এই আইন পাশ হলে দরিদ্র জনগণের লাভ হবে৷ এছাড়া ক্ষুদ্র ঋণ কর্মসূচিকে এগিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ