1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেট পেশ করলেন প্রধানমন্ত্রী!

১৩ জুন ২০১৯

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থবোধ করলে, স্পিকারের অনুমতি নিয়ে তার পক্ষে বক্তব্য রাখেন  প্রধানমন্ত্রী৷

Bangladesch - Premierministerin Sheikh Hasina und Finanzminister Ahm Mustafa Kamel
ছবি: PID

নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী৷ অসুস্থতার কারণে ক্লান্ত দেখাচ্ছিল তাঁকে৷ তাই স্পিকারের কাছে, কিছুটা সময় বসে, কিছুটা সময় দাঁড়িয়ে বক্তব্য পেশ করার অনুমতি চান তিনি৷

কিন্তু অর্থমন্ত্রীর শারিরীক অবস্থা দেখে, তার পক্ষে বাজেট বক্তব্য রাখার অনুমতি চান সরকার প্রধান৷ সংসদ নেতার অনুরোধে সাড়া দিয়ে, অনুমতি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী৷ বলেন, প্রধানমন্ত্রী চাইলে বসেও বক্তব্য রাখতে পারেন৷

বাজেট বক্তৃতা থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির অর্থ বরাদ্দ রাখার বিষয়ে বলতে গিয়ে, প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।' এটা পড়েই হেসে ফেলেন প্রধানমন্ত্রী৷ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন,  তিনি অর্থমন্ত্রীর বক্তব্য পড়ে দিচ্ছেন৷ এসময় স্পিকার বলেন, বক্তব্যের যত জায়গায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয়া হয়েছে, সব জায়গা যেন প্রধানমন্ত্রী পড়েন।

টিএম/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ