1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাড়লো জ্বালানি তেলের দাম, আহ্বান হরতালের

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ জানুয়ারি ২০১৩

জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে৷ বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও৷ অথচ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম না বাড়ায়, এ মূহূর্তে তেলের দাম বাড়ানোর যুক্তি খুঁজে পান না অর্থনীতিবিদরা৷

ছবি: picture-alliance/ZB

বাংলাদেশে মধ্যরাত থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার৷ ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৮ টাকা৷ আর পেট্রোল ও অকটেনের ক্ষেত্রে লিটারে ৫ টাকা বেড়ে দাম হয়েছে ৯৬ ও ৯৯ টাকা৷ এ নিয়ে এই সরকারের চার বছরে পাঁচ দফা জ্বালানি তেলের দাম বাড়লো৷ অর্থাৎ, চার বছরে গড়ে দাম বাড়লো লিটার প্রতি ২৩ টাকা৷ বলা বাহুল্য, এই দাম বাড়ায় অসন্তুষ্ট সব শ্রেণির মানুষ৷

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার, রাজনীতি এবং কৃষকের অবস্থা – কোনো বিবেচনাতেই এখন জ্বালানি তেলের দাম বাড়ানো ঠিক হয়নি৷

তাঁর মতে, এর ফলে শুধু সরাসরি জ্বালানি তেল নির্ভর খাতই নয়, সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে৷ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে৷ বাড়বে বাড়ি ভাড়াও৷

এদিকে, বিএনপি'র নেতৃত্বে ১৮ দলের প্রতিনিধিরা শুক্রবার এক জরুরি বৈঠকের পর জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে৷ যা সংবাদ সম্মেলনে জানান বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম৷

উল্লেখ্য, গত মাসে জনসংযোগ কর্মসূচিতে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন যে, তেল, গ্যাস, পানি বা বিদ্যুতের দাম বাড়ানো হলে তাৎক্ষণিক হরতাল ঘোষণা করা হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ