শুনেই অনেক বাবা-মা'র হাত-পা ঠাণ্ডা হয়ে যায়৷ কুকুর এমনিতে যতই প্রভুভক্ত হোক না কেন, পরিবারে বাচ্চা এসে যদি সেই প্রভুর প্রেমেই ভাগ বসায়, তাহলে তো কুকুর বেচারির চটে যাওয়ারই কথা৷ ধারণাটা খুব মিথ্যে নয়, তবে ব্যতিক্রম আছে৷
বিজ্ঞাপন
আজ থেকে ৪৫ বছর আগে আমার নিজের চোখে দেখা৷ কলকাতার নিউ আলিপুরে এক বন্ধুর মামার অ্যালসেশিয়ান মাদি কুকুরটার ওপর মামার দুই যমজ - বয়স মাস আটেক না মাস নয়েক - টলমল সিং, সবে হাঁটতে শিখেছে, এই দুই ডানপিটে দৌড়ে গিয়ে ডেইজি অ্যালসেশিয়ানটার উপর ঝাঁপ খাচ্ছে আর ডেইজি তার নিজের মুখচোখ দুই থাবা দিয়ে ঢেকে প্রেমের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করছে৷
অথচ ডেইজি একবার ঠোঁট উল্টে দাঁত খিঁচোলে পরের দিন থেকে পোস্ট অফিসে গিয়ে চিঠি নিয়ে আসতে হয়, কেননা পাড়ার পিয়ন গেট খুলে ভেতরে আসতে চায় না৷ ‘‘ডেইজি যদি বাচ্চাদের কামড়ে দেয়?'' আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম৷ ‘‘আস্তে বলো,'' মামা হেসে বলেছিলেন, ‘‘ডেইজি শুনলে তোমাকেই কামড়ে দেবে৷ আমি আর গিন্নি ছাড়া অন্য কেউ বাচ্চাদের কাছে গেলেই ছায়ার মতো ঘুর ঘুর করে৷ রক্ষা করছে আরকি!''
তার ৪৫ বছর পরে আবার জার্মানিতে এ-ও দেখেছি যে, একটি টেরিয়ার কুকুর মরমে মরে রয়েছে, কেননা, বাড়িতে সবার চোখ এখন বেবির দিকে৷ সে বেচারা যে তার কোণায় মুখ চুন করে পড়ে রয়েছে, সেদিকে কেউ তাকায় না পর্যন্ত৷ শুধু আমাদের মিকা কুকুর কেন, বহু মদ্দা, প্রবীণ ও অভিজ্ঞ কুকুরদের দেখেছি, একেবারে কচি বাচ্চারা যা-ই করুক না কেন, তারা মুখ বুঁজে সয়ে যায় - একেবারে অতিষ্ঠ হয়ে উঠলে গলা দিয়ে একটা ঘড়ঘড় শব্দ করে, যা কিনা সাবধানবাণী৷ তবে কামড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, কেননা, কুকুরদের নীতিমালায় সবার ওপরে লেখা রয়েছে জার্মানে যাকে বলে ‘‘ভেল্পেন শুট্জ'', অর্থাৎ ‘পাপি' সুরক্ষা, অর্থাৎ ছোটদের সাত খুন মাপ৷
আমাদের এবারকার ভাইরাল ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন প্রায় ৬২ লাখ মানুষ৷ আর কিছু নয়, একটি সাত মাসের বাচ্চা একটি পুরোদস্তুর সাইবেরিয়ান হাস্কির সঙ্গে খেলা করছে৷ এই লোমশ কুকুরগুলি বাচ্চাদের কিছু করে না বলে নাম আছে৷ আমাদের মাদি হাস্কি যেন সেটা এই মিনিট তিনেকের ভিডিওতে প্রমাণ করে দিল৷ অথচ বেচারা তার পুরনো, চিবিয়ে ছিবড়ে হয়ে যাওয়া টেনিস বলটা নিয়ে খেলতে চাইছিল৷ কিন্তু তার মধ্যে যদি বেবি এসে পড়ে, তাহলে তো আর ‘না' বলা যায় না...
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী
কুৎসিত কুকুরদের প্রতিযোগিতায় ‘ডোনাল্ড ট্রাম্প’!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবার অনুষ্ঠিত হলো কুৎসিত কুকুরদের প্রতিযোগিতা৷ বিশ্বের সেরা কুৎসিত কুকুরদের প্রতিযোগিতায় আলাদাভাবে নজর কাড়লো একটি কুকুর৷ তার চুলের সঙ্গে নাকি ডোনাল্ড ট্রাম্পের একটা মিল আছে৷
ছবি: picture-alliance/dpa/P. Dasilva
বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর
এবারের ফাইনালে ছিল ১৫টি কুৎসিত কুকুর৷ ১৪ জনকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন, অর্থাৎ বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর হয়েছে ওপরের ছবির ‘সুইটপি’৷ নীল চোখের এই চাইনিজ চিহুয়াহুয়া কুকুর দেখতে আসলে ‘সুইট’, নাকি কুৎসিত, আপনিই বলুন৷
ছবি: picture-alliance/dpa/P. Dasilva
সেরা বন্ধু
বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতার পর মনিব জেসন ভুর্টসের সঙ্গে বিজয় উদযাপন করছেন সুইটপি রাম্বো৷ জেসন আর সুইটপি’র বন্ধুত্বের বন্ধনটা খুব দৃঢ়৷ একবার দুজনই এক মোটরবাইক দুর্ঘটনায় প্রায় মরতে বসেছিলেন৷ দুর্ঘটনার পর নতুন করে পাওয়া জীবনে দুজনই দুজনের সেরা বন্ধু৷
ছবি: picture-alliance/dpa/P. Dasilva
কুৎসিতদের বংশ
এই কুকুরটির নাম রাস্কেল ডিয়ক্স৷ বংশের ঐতিহ্য ধরে রেখে এবার সে-ও এসেছিল কুৎসিত কুকুরদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে৷ এই প্রতিযোগিতায় অংশ নেয়ার দীর্ঘ এক ইতিহাস আছে রাস্কেল ডিয়ক্সের পরিবারের৷ তার বাবা ২০০২ সালে হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন৷ এছাড়া বিশ্বের ১৭টি প্রতিযোগিতায় পেয়েছিল প্রথম স্থান৷ ৭টি বিশ্ব শিরোপা জেতায় গিনেস বুকে নাম উঠেছে প্রমাতামহ চি চি-র৷ এছাড়া দুই মাতামহও বিশ্বখেতাব জিতেছেন তিনবার করে৷
ছবি: picture-alliance/dpa/P. Dasilva
কুকুরের রূপচর্চা
যারা কুকুর পোষেন, তাদের অনেকেই পোষা কুকুরকে সন্তানের মতো স্নেহ করেন৷ তাই টাকা-পয়সা খরচ করে তাদের সুস্থ, সুন্দর রাখার চেষ্টাও করেন আপ্রাণ৷ ছবিতে দেখুন, কুৎসিত কুকুরদের প্রতিযোগিতায় একজন তার কুকুরের পা পর্যন্ত সাজিয়ে নিয়ে এসেছেন৷ কুকুরেরও পেডিকিউর, ভাবা যায়!
ছবি: picture-alliance/dpa/P. Dasilva
‘কুকুর রাজ্যের ডোনাল্ড ট্রাম্প’
হ্যাঁ, ক্যালিফোর্নিয়ায় কুৎসিত কুকুরদের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ছিলেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ দর্শক হিসেবে নয়, একেবারে প্রতিযোগী হিসেবেই ছিল ‘ট্রাম্প’! সবাই বলে, ওপরের ছবির এই কুকুরটির চুল নাকি একেবারে ট্রাম্পের চুলের মতো৷ কারো কারো মনে হয়েছিল এ চুল হয়তো নকল৷ কুকুরের মালিক তাদের আশ্বস্ত করতে বলেছেন, ‘এই চুল একশ ভাগ ন্যাচারাল৷’’