1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যেভাবে বায়োগ্যাস প্ল্যান্ট বসাবেন

জাহিদুল হক১৮ মে ২০১৩

আজকাল অনেকেই বাড়িতে বায়োগ্যাস প্ল্যান্ট বসাচ্ছেন৷ এতে খরচ হয় প্রায় ৩৭ হাজার টাকা, যা দিয়ে ২৫-৩০ বছর একটি পরিবারের রান্না থেকে শুরু করে বাতি জ্বালানো, পাখা ঘোরানোর মতো অনেক কাজ করা যায়৷

A biogas plant in Bangladesh.
ছবি: N. Faisal

তবে একটা কারণে এখনও অনেকে বায়োগ্যাসের প্রতি আগ্রহী হচ্ছেন না৷ সেটা হচ্ছে, তাদের ধারণা বায়োগ্যাস তৈরিতে কাঁচামাল হিসেবে যেহেতু গরুর গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, কচুরিপানা ইত্যাদি ব্যবহার হয়, তাই বায়োগ্যাস তৈরির সময় চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে পারে৷

কিন্তু সেটা একেবারেই ঠিক নয় বলে জানিয়েছেন নাজমুল হক ফয়সাল৷ তিনি সরকারি সংস্থা ‘ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড' বা ইডকল-এর ঊর্ধ্বতন ব্যবস্থাপক৷ সংস্থাটি সারা বাংলাদেশে বায়োগ্যাসের প্রসারে কাজ করছে৷

বায়োগ্যাস প্ল্যান্ট

This browser does not support the audio element.

ফয়সাল ডয়চে ভেলেকে বলেন, বায়োগ্যাস প্ল্যান্টের কারণে দুর্গন্ধ তো ছড়িয়ে পড়েই না, বরং উল্টো এর ফলে গন্ধ ছড়িয়ে পড়াটা রোধ হয়৷ কেননা বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহার করা না হলে গরুর গোবর বা হাঁস-মুরগির বিষ্ঠাগুলো এদিক-ওদিক পড়ে থেকে দুর্গন্ধ ছড়াতো৷

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের আরেকটা সুবিধা হলো গ্যাস তৈরির পর যে অবশিষ্ট অংশ থাকে সেটা উন্নতমানের জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা যায়৷ এছাড়া যারা পুকুরে মাছ চাষ করেন তারা মাছের খাবার হিসেবেও ঐ অবশিষ্টাংশ ব্যবহার করতে পারেন৷

কীভাবে প্ল্যান্ট বসাবেন

ইডকল কর্মকর্তা ফয়সাল বলছেন, তারা কয়েকটি বেসরকারি সংস্থার মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কাজ করে থাকেন৷ ইডকল-এর ওয়েবসাইটে সংস্থাগুলোর নাম দেয়া আছে৷ আগ্রহীরা সেখান থেকে তার এলাকায় কোন সংস্থাটি কাজ করছে তা জেনে নিতে পারেন৷ এরপর তাদের সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে৷

প্ল্যান্ট তৈরি করে দেয়া থেকে শুরু করে সহজ শর্তে ঋণ দেয়া, প্ল্যান্ট তৈরির পর নির্দিষ্ট সময় পর্যন্ত গ্যারান্টি সেবা দেয়া – সব কাজই করে থাকে ইডকল৷

এভাবে এখন পর্যন্ত প্রায় সাড়ে ২৮ হাজার প্ল্যান্ট স্থাপন করেছে ইডকল, জানালেন ফয়সাল৷ জার্মান উন্নয়ন ব্যাংক ‘কেএফডাব্লিউ' ইডকলের এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ