1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাড়ির দেওয়ালেই সৌরশক্তি?

মার্টিন রিবে/এসবি১১ জুলাই ২০১৬

সৌরশক্তির প্রয়োগ সারা বিশ্বেই বেড়ে চলেছে৷ কিন্তু বড় আকারে সোলার সেল লাগানো সব ক্ষেত্রে সহজ নয়৷ কিন্তু ঘরবাড়ির দেওয়ালই যদি সরাসরি সৌরশক্তি উৎপাদন করতে পারতো? জার্মান বিজ্ঞানীরা সেই পথেই অনেকটা এগিয়েছেন৷

One57 in New York Manhattan
ছবি: Travis Mark

৩০০ কোটি বছর আগে থেকেই সবুজ গাছপালা ক্লোরোফিলের মাধ্যমে সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহে সাহায্য করে আসছে৷ সবুজ পাতা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সেই আলোকে শক্তিতে রূপান্তরিত করে৷ এটাই পৃথিবীতে প্রাণের মূল ভিত্তি৷ পরিবেশ দূষণ ছাড়াই শক্তি উৎপাদন করার অভিনব এই প্রক্রিয়া৷

কাসেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জ্বালানি উৎপাদনের এই প্রক্রিয়া নকল করার চেষ্টা করছেন৷ স্থপতি, শিল্পী, ন্যানো প্রযুক্তি বিজ্ঞানী ও ডিজাইনারদের এক টিম এমন এক উপকরণ তৈরি করছেন, যা একদিকে সোলার সেল, অন্যদিকে সেটি আবার সূর্যের আলো বিদ্যুতে রূপান্তরিত করতে পারে৷

প্রথমেই তৈরি হচ্ছে কন্ডাকটিভ সিমেন্ট৷ গ্রাফাইট যোগ করে গবেষকরা এই কন্ডাকটিভিটি সম্ভব করছেন৷ সিমেন্ট শক্ত হয়ে চূড়ান্ত রূপ নিলে পজিটিভ-নেগেটিভ পোল হিসেবে কাজ করে এবং ইলেকট্রন ধারণ করতে পারে৷

স্থপতি টর্স্টেন ক্লোস্টার ও শিল্পী হাইকে ক্লুসমান-এর মাথায় সিমেন্ট দিয়ে সৌরশক্তি উৎপাদনের এই আইডিয়া আসে৷ কাসেল বিশ্ববিদ্যালয়ের প্রো. হাইকে ক্লুসমান বলেন, ‘‘দেখলে মনে হবে সাধারণ সিমেন্ট৷ কিন্তু এর বিশেষত্ব হলো, এটি টাচ-সেনসিটিভ৷ সিমেন্ট কন্ডাকটিভ করে তোলায় এমনটা ঘটছে৷ এই কন্ডাকটিভ সিমেন্ট আমাদের সৌর-সিমেন্টের ভিত্তি৷''

সিমেন্ট কন্ডাকটিভ করে তুলতে গবেষকরা তার উপর একাধিক রংয়ের প্রলেপ স্প্রে অথবা প্রিন্ট করেন৷ ফলে এক ‘ডাই সেন্সিটাইজড' সোলার সেল সৃষ্টি হয়, যা বিদ্যুৎ উৎপাদন করতে পারে৷ অর্থাৎ কৃত্রিমভাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলে৷ তবে কয়েক মাইক্রোমিটার পাতলা রংয়ের স্তরগুলির নির্দিষ্ট বিন্যাস এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ৷ টর্স্টেন ক্লোস্টার বলেন, ‘‘রংয়ের স্তরগুলি ঠিকমতো ক্রমানুসারে সাজালে শেষ পর্যন্ত ফটোভল্টায়িক সেল-এর মতো কাজ করবে৷ এগুলির মধ্যে এমন একটি স্তরে রংয়ের পিগমেন্ট রয়েছে৷ সূর্যের আলোর সংস্পর্শে এলে ইলেকট্রন বেরিয়ে আসে এবং বিদ্যুৎ সৃষ্টি হয়৷

‘ডাই সেন্সিটাইজড' সোলার সেল আরও উন্নত করে তুলতে ল্যাবে দীর্ঘমেয়াদি পরিমাপ চালানো হয়৷ একটি সোলার সেল মাত্র কয়েক'শো মিলিভোল্ট ভোল্টেজ সৃষ্টি করে৷ সেই সোলার সেল হাত দিয়ে ঢেকে দিলে পরিমাপের গ্রাফের মধ্যে ভোল্টেজ ড্রপ স্পষ্ট দেখা যায়৷ সোলার সেলের উপর আলো পড়লেই ভোল্টেজ আবার বেড়ে যায়৷

সেল-গুলির কার্যকারিতা এই মুহূর্তে ২ শতাংশের মতো৷ শুনলে বেশি মনে না হলেও এ নিয়ে কাজ চালিয়ে যাওয়ার অবশ্যই অর্থ রয়েছে৷ কাসেল বিশ্ববিদ্যালয়ের প্রো. হাইকে ক্লুসমান বলেন, ‘‘সোলার-সিমেন্ট এই কারণে গুরুত্বপূর্ণ, যে অতি সহজে এটি তৈরি করা যায়৷ তাছাড়া এটি অতি পরিবেশ-বান্ধব এবং বড় জায়গার উপর এটি প্রয়োগ করা যায়৷ ভবিষ্যতের দিকে তাকালে অবশ্যই কল্পনা করা যায়, যে শহরের সব ফ্ল্যাট সারফেস বিদ্যুৎ উৎপাদন করবে৷''

ঘরবাড়ির দেওয়ালের উপর যত বেশি রং স্প্রে অথবা প্রিন্ট করা যায়, তত বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব৷ এর জন্য একক সেলগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত করতে হবে৷ আদর্শ অবস্থায় প্রতি বর্গমিটারে ২০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব৷ টর্স্টেন ক্লোস্টার বলেন, ‘‘একটি সেল যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে না, সেটি কনফিগার করতে হয়৷ একাধিক সেল দিয়ে একটি মডিউল তৈরি হয়৷ এখানে তার একটা উদাহরণ দেখা যাচ্ছে৷ এখানে ৬টি ফিল্ডে ৬টি সেল রয়েছে৷ এ ক্ষেত্রে একটি তার দিয়ে সেগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত করা হয়েছে৷ অর্থাৎ একই রো-তে সমান্তরালভাবে সেগুলি কনফিগার করা হয়েছে৷ তারের শেষ প্রান্তে একটি বাল্ব লাগিয়ে দেওয়া যেতে পারে৷''

সিমেন্টের মধ্যে সেলগুলির অভ্যন্তরীণ যোগাযোগ রংয়ের স্তরের মধ্যে লুকানো রয়েছে৷ গবেষকরা একটি দেওয়াল বেয়ে ওঠা রোবট কাজে লাগিয়ে দেওয়ালে রং স্প্রে করাচ্ছেন৷ বছর পাঁচেকের মধ্যে বড় আকারে এমন রংয়ের সেল তৈরি করার পরিকল্পনা রয়েছে৷ নতুন অথবা পুরানো বাড়িঘরে তা প্রয়োগ করা যাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ