1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

বাড়ি গিয়েও ইমরানকে গ্রেপ্তার করা গেল না

৬ মার্চ ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে দাবি পাকিস্তান পুলিশের।

ইমরান খান
ছবি: Carl Court/AFP

লাহোরে ইমরানের বাড়িতে রোববার পুলিশ পৌঁছায়। পুলিশের দাবি, তাদের সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা নিয়ে তারা ইমরানের বাড়িতে ঢুকলেও তাকে পাওয়া যায়নি বলে পুলিশের অভিযোগ। যদিও পাকিস্তানের সংবাদপত্র ডনের দাবি, ওই সময় ইমরান বাড়ি থেকে দলীয় কর্মীদের সঙ্গে সম্মেলন করছিলেন। পুলিশ কেন তাকে বাড়িতে পেল না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ ইমরানের বাড়ি যাওয়ার সময় একটি টুইট করে। তাতে বলা হয়, আদালতের নির্দেশ মেনে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ইমরান খানের বাড়ি যাওয়া হচ্ছে।

ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির সহ সভাপতি শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, পুলিশ ইমরানের বাড়ি গেছিল, কিন্তু তাদের কাছে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। তিনি বলেছেন, ''ইসলামাবাদ পুলিশের কাছ থেকে আমরা একটি নোটিস পেয়েছি। কিন্তু সেখানে গ্রেপ্তারের কথা লেখা নেই।''

গত বছর পাকিস্তান পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গদিচ্যূত হন ইমরান। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। বিরোধীদের বক্তব্য, শাসনকালে ইমরান বিদেশ থেকে উপহার নিয়েছেন, কিন্তু তা হলফনামায় দেখাননি। এই নিয়েই তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার সূত্রেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইমরানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ইমরান যাননি। তার পরেই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে পুলিশের দাবি। ইমরানের বক্তব্য, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এবং সে কারণেই তিনি সারেন্ডার করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তার দল আইনি পরামর্শ নিচ্ছে বলে কুরেশি জানিয়েছেন।

কিছুদিন আগে একটি সভার শেষে ইমরানের কনভয়ে গুলি চলেছিল। অল্পের জন্য বেঁচেছিলেন ইমরান। সামান্য আহত হয়েছিলেন।

ইমরান এখন কোথায় আছেন, তা নিয়ে পাকিস্তানে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি, ডন)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ