1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাণিজ্য উন্নয়নের সঙ্গে সঙ্গে সমাজসেবা, লক্ষ্য দু'টোই

৯ নভেম্বর ২০১১

বাণিজ্যে বসতি লক্ষী৷ বাঙালি বাণিজ্য বিমুখ৷ এই দুটি আপ্তবাক্যই সমান সত্যি৷ বঙ্গললনারাও সেই বাণিজ্যের সহযোগিতায় সমান তালে সামনে৷ যেমন অপর্ণা গাঙ্গুলি৷ সবকিছু সামলাচ্ছেন একা হাতে৷

Business - Frau - Jet Symbolbild ***Zu Glodzinski, Grenzenlos telefonieren - Handys im Flugzeug***
শীর্ষ পদেও নারীদের সংখ্যা বাড়ছেছবি: picture-alliance / KPA/Hlavacek, Sava

ব্যবসা উন্নয়নের কাজ করেন অপর্ণা৷ ব্যবসা উন্নয়ন বলতে কী বোঝায়? ব্যাপার হল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের পদে একা হাতে অনেক কিছুই সামলাতে হয় অপর্ণাকে৷ যে বেসরকারি সংস্থায় তিনি কাজ করেন, তারা চামড়ার ফ্যাশন সামগ্রী বানায়৷ তাদের কাজের প্রয়োজনে নানা জায়গায় ঘোরাঘুরিও করতে হয় অপর্ণাকে৷ বাণিজ্য বাড়াতে অন্যান্য সংস্থায় গিয়ে নিজেদের প্রডাক্ট বা উপাচারের বিষয়ে তুলে ধরতে হয়৷ করতে হয় প্রেজেন্টেশন৷ তাছাড়া ওয়েবসাইট বা আন্তর্জালের কাজকর্ম তো আছেই৷ সেগুলি তৈরি, আপডেট করা, তার উন্নয়নের জন্য সতর্ক থাকা, ইত্যাদি৷

অপর্ণা এই পেশায় এসেছেন সৃজনশীলতাকে ভালোবেসে৷ ইংরেজি সাহিত্য নিয়ে এমএ পাশ করার পর প্রথমে শিক্ষকতা করতেন তিনি৷ এরপ সে কাজটার থেকেও যেটা তাঁর পছন্দ হত, তা হল সৃজনশীল লেখালিখি৷ যা অপর্ণা পছন্দ করতেন আগাগোড়াই৷ অপর্ণা  মনে করেন, সৃজনশীলতার একটা মনন না থাকলে তাঁর পেশায় আসা সম্ভব নয়৷ সেটাই তাঁকে টেনে আনে এই দিকে৷

আজকের নারী ঘর ও দপ্তর – দুটোই সামলাতে পারেনছবি: Fotolia/Yuri Arcurs

ব্যবসার সঙ্গে এর অর্থ, সৃজনশীলতাকে মিলিয়ে নিয়েছেন অপর্ণা৷ এরপর যেটা রয়ে গেছে, তা হল পারিবারিক জীবনের কিছু সমস্যা৷ যা তাঁর পেশার পথে প্রতিবন্ধকতা হতেই পারত৷ যেমন তাঁর স্বামী মদ্যাসক্ত হয়ে পড়েছিলেন৷ অপর্ণা মনে করেন, ‘আমরা কেউ মদ খেলে তাকে মাতাল বলে ছেড়ে দিই, কিন্তু এ একটা রোগ৷ এর চিকিৎসা করা আশু প্রয়োজন৷ পরিবারের মানুষদের সেই মানুষটির পাশে দাঁড়ানো দরকার৷' সে কাজ তিনি নিজেই করেছেন৷ জয় করেছেন প্রতিবন্ধকতাকে৷ আরও ছিল তাঁর একমাত্র পুত্রের বড় হয়ে ওঠা৷ যে কাজটি করতে নিজের পেশাকে বাতিল করে দেননি অপর্ণা৷ দুটোই একহাতে সামলেছেন৷

অপর্ণা পথের জন্তু জানোয়ারদের কল্যাণের কাজে নিজেকে নিয়োজিত করে থাকেন৷ কাজ করেন তাদের জন্যও৷ এছাড়া, যে সমস্ত বয়স্ক মানুষ নানা কারণে বাংলাদেশ বা ভারতে পথে বাস করতে বাধ্য হন, তাঁদের সেবা করার চেষ্টাও করেন এই নারী৷ উদ্দেশ্য এবং লক্ষ্য, এদের জন্য আরও কিছু করা অদূর ভবিষ্যতে৷ যাতে জীবনের শেষ বছরগুলো এই দুর্ভাগা মানুষদের জন্য একটু আনন্দময় হয়ে ওঠে, তার জন্য চেষ্টা করা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ