1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাণিজ্য চুক্তিতে ট্রাম্প নীতিকে বৃদ্ধাঙ্গুল

১৭ জুলাই ২০১৮

ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের মধ্যে বড় আকারের একটি বাণিজ্য চুক্তি হচ্ছে৷ মঙ্গলবারের এই চুক্তিতে দুই পক্ষই প্রায় শুল্কমু্ক্ত সুবিধা দিচ্ছে, যা ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্য নীতির একেবারেই পরিপন্থি৷

Symbold zum drohenden Handelskrieg zwischen den Vereinigten Staaten von Amerika USA und der Euopäisc
ছবি: imago/R. Peters

টোকিওতে হতে যাওয়া এই চুক্তির বিষয়ে গত বছরই ঐক্যমত্যে পৌঁছায় ইউরোপ ও জাপান৷ এ মাসে আরো আগেই চুক্তি হবার কথা ছিল৷ কিন্তু জাপানে ভয়াবহ বন্যার কারণে তা পিছিয়ে যায়৷ জাপানের প্রেসিডেন্ট শিনজো আবে'র ব্রাসেলসে আসার কথা ছিল৷

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ ইয়ুঙ্কার চুক্তি অনুষ্ঠানে যোগ দিতে সোমবারই টোকিও পৌঁছেছেন৷ মঙ্গলবার একটি গালা ডিনারে যোগ দেবার কথা রয়েছে তাঁদের৷

বিশ্বের অর্থনীতির এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করা এবং প্রায় ৬০ কোটি জনসংখ্যার প্রতিনিধিত্বকারী দুই ব্লক এই চুক্তি নিয়ে বেশ আশাবাদী৷

চুক্তি অনুযায়ী, জাপানের ভোক্তাদের জন্য ইউরোপীয়ান ওয়াইন, চিজ, বিস্কুট, চকোলেট ও শুকরের মাংসের দাম কমবে৷ বাড়বে রাসায়নিক, পোশাক ও বিয়ার রপ্তানি৷ আর ইউরোপে কমবে জাপানিজ যন্ত্রপাতি, চা ও মাছের দাম৷

এর কারণ জাপানের পণ্যের ওপর ৯৯ ভাগ আমদানি শুল্ক কমানো হচ্ছে৷ তবে ইউরোপীয় পণ্য জাপানে রপ্তানির ওপর ৯৪ শতাংশ শুল্ক কমানো হচ্ছে৷ তবে সেই কমানোর হার আস্তে আস্তে ৯৯ শতাংশে নেয়া হবে৷

যদিও এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে ২০১৩ সাল থেকে, চুক্তিটি এমন এক সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক আরোপ নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে৷ এরই মধ্যে যুক্তরাষ্ট্র চীনের ৩৪ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর ২৫ ভাগ শুল্ক আরোপ করেছে৷ চীনও প্রায় সমমূল্যের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে এর জবাব দিয়েছে৷

ইইউ'র সঙ্গে শুল্ক আরোপ নিয়ে দ্বন্দ্ব রয়েছে যুক্তরাষ্ট্রের৷ ক'দিন আগে এ সংকট চরম আকার ধারণ করে৷

এদিকে, ইইউ ওজাপান চুক্তির বাইরেও আরো বড় পরিসরে বাণিজ্য সমঝোতায় আসার পরিকল্পনা পোক্ত করেছে৷ সেখানে যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া, মেক্সিকো, ভিয়েতনামসহ আরো কয়েকটি দেশ৷ পূর্ব-পশ্চিমের এই নতুন বাণিজ্যের পথচলায় সঙ্গে নেই যুক্তরাষ্ট্র৷

ইউরোপীয় ইউনিয়ন বলছে, এই চুক্তির ফলে শুধু রপ্তানিই বাড়বে না, ইউরোপে চাকরি বা কাজের নিরাপত্তা বাড়বে৷

জেডএ/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ