1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাণিজ্য চুক্তিতে সই ২৭টি দেশের

২৯ ডিসেম্বর ২০২০

ইইউ-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তিতে সই করল ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ। ১ জানুয়ারি থেকে চুক্তি কার্যকর হবে।

ব্রেক্সিট
ছবি: Olivier Hoslet/AP Photo/picture alliance

ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৭টি দেশও ইইউ এবং যুক্তরাজ্যের মধ্যে হওয়া নতুন বাণিজ্য চুক্তিতে সই করল। প্রায় ১০ মাস ধরে চলা বাণিজ্য চুক্তির আলোচনা শেষ পর্যন্ত সবুজ সংকেত পেল। তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। পরবর্তী ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের বৈঠকে চুক্তিটি লিখিত আকারে গ্রহণ করা হবে। তারপরেই তা স্থায়ী হিসেবে গণ্য হবে। তবে আপাতত ১ জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকরী হয়ে যাবে।

ব্রেক্সিটের পরে ইইউ-র সঙ্গে যুক্তরাজ্যের আদৌ কোনো বাণিজ্য চুক্তি হওয়া সম্ভব কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। এক সময় মনে হচ্ছিল, জট কাটবে না। বাণিজ্য চুক্তিও সফল হবে না। চুক্তি না হলে ইউরোপের দেশগুলি এবং যুক্তরাজ্য দুই তরফই যথেষ্ট ক্ষতির মুখে পড়ত। কিন্তু সমস্যা ছিল চুক্তির খসড়া নিয়ে। সকলেরই আলাদা আলাদা দাবি ছিল। শেষ পর্যন্ত গত সপ্তাহে চুক্তি চূড়ান্ত হয়। সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি বৈঠকে বসেছিল। সেখানেই ২৭টি দেশ চুক্তিতে সই করে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন লিখেছেন, ইইউ-র প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। নতুন চুক্তি নিয়ে আশাবাদী।

ইইউ প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন াগেই এই চুক্তিকে স্বাগত জানিয়েছিলেন। সোমবার তিনি জানিয়েছেন, এই চুক্তির ফলে ইউরোপ এবং যুক্তরাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপিত হলো। দ্রুত চুক্তিটি স্থায়ী হবে বলেও জানিয়েছেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি দেশই এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল চুক্তিটিকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন। তবে ফ্রান্স জানিয়ে রেখেছে, ফরাসি জেলেদের স্বার্থ সুরক্ষিত না হলে তারা ভেটো দেবে। ব বস্তুত, ১০ মাস ধরে চুক্তিটি নিয়ে আলোচনায় ফরাসি মৎসজীবীদের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যুক্তরাজ্য এবং ফ্রান্স এই বিষয়টি নিয়ে দীর্ঘ বিতর্ক করেছে। ফ্রান্স জানিয়েছে, যুক্তরাজ্য জেলেদের মাছ ধরার বিষয়ে সমস্যা তৈরি করবে না বলে আশ্বাস দিয়েছে। আশ্বাস যথাযথ না হলে তারা চুক্তিতে ভেটো দেবে। ফরাসি মৎসজীবীরাও চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর এক পারিষদ ডিডাব্লিউকে জানিয়েছেন, মুখে ভেটো দেওয়ার হুমকি দিলেও মাক্রোঁ চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ