1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের হুমকির জবাব

এসবি/এসিবি (এএফপি, ডিপিএ)২০ মার্চ ২০১৮

মুক্ত বাণিজ্যের ভিত্তির উপর পর পর আঘাত করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ চীনের উপর আরও শুল্ক চাপানোর প্রস্তাবের পর সে দেশ বাণিজ্য যুদ্ধ সম্পর্কে সতর্ক করে দিয়েছে৷

চীন ও অ্যামেরিকার মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা
ছবি: picture alliance/AP/A. wong

‘অ্যামেরিকা ফার্স্ট' নীতির পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তি, বাণিজ্যের ক্ষেত্রে এতকাল তাঁর দেশের প্রতি অবিচার করা হয়েছে৷ তাই মুক্ত বাণিজ্যের তকমা সরিয়ে অ্যামেরিকার স্বার্থে প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ চাপাতে হবে৷ ইস্পাত ও অ্যালুমিনিয়ম আমদানির উপর শুল্ক চাপানোর পর এবার তিনি অ্যামেরিকার মেধাসত্ত্ব ‘চুরি' বন্ধ করতে চীনের বিরুদ্ধে নতুন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন৷

চীনে ব্যবসা করার পূর্বশর্ত হিসেবে মার্কিন কোম্পানিগুলিকে অনেক অভ্যন্তরীণ তথ্য ও মেধাসত্ত্ব সংক্রান্ত তথ্য হস্তান্তর করতে হয় বলে এতকাল অভিযোগ শোনা যাচ্ছিল৷ তার বদলা নিতে সে দেশ থেকে আমদানির উপর প্রায় ৩,০০০ কোটি ডলারের শুল্ক চাপানোর প্রস্তাব এসেছে ট্রাম্প প্রশাসনের মধ্য থেকে৷ ট্রাম্প নিজে এই অঙ্ক আরও বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন৷

চীনের প্রধানমন্ত্রী লি কেশিয়াং আবেগ বশে এনে দুই দেশের বাণিজ্য যুদ্ধ এড়ানোর ডাক দিয়েছেন৷ কারণ, এমন যুদ্ধে কারো জয় হবে না৷ আবেগের বদলে যুক্তির ভিত্তিতে দুই পক্ষ অগ্রসর হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ লি আশ্বাস দিয়েছেন, যে চীন কড়া হাতে মেধাসত্ত্ব রক্ষা করবে৷ এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন যে, চীন বিদেশি কোম্পানিগুলির জন্য বাজার আরও উন্মুক্ত করবে এবং স্বাস্থ্য, শিক্ষা ও অর্থের মতো পরিষেবা ক্ষেত্রে নিয়মকানুন আরও শিথিল করবে৷ তাছাড়া উৎপাদন ক্ষেত্রও পুরোপুরি খুলে দেওয়া হবে৷ প্রযুক্তি হস্তান্তরের কোনো বাধ্যবাধকতা থাকবে না৷ চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার প্রশ্নেও প্রধানমন্ত্রী লি নমনীয় মনোভাব দেখিয়েছেন৷

চীনের সঙ্গে লাভজনক বাণিজ্যের পথে নানা বাধা সম্পর্কে এতকাল অভিযোগ করে এসেছে অ্যামেরিকা, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ৷ কিন্তু চীনের বিরুদ্ধে এতকাল জোরালো পদক্ষেপের সাহস দেখায় নি কোনো দেশ৷ ডোনাল্ড ট্রাম্প তর্জনগর্জন করে চীনের নীতিতে পরিবর্তন আনতে পারলে অনেক দেশই উপকৃত হবে৷ কিন্তু গোটা বিষয়টি সংঘাতের পথে এগোলে সামগ্রিকভাবে বিশ্ব বাণিজ্যের ক্ষতির বিপুল আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ