1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাতিল গাড়িতে বসবাস

কারিসা পারমিতা / এআই৯ নভেম্বর ২০১৩

পুরাতন গাড়ির প্রায় পঁচাশি শতাংশ পুনরায় ব্যবহার সম্ভব৷ বিশেষ করে অনেকে পুরনো পার্টস কিনে গাড়িতে লাগান৷ আর একেবারে অনুপোযোগী ধাতুর যন্ত্রাংশ ‘মেটাল রিসাইক্লিং’ প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়া হয়৷

Die Bilder wurden von BaseCamp Young Hostel Bonn zugeliefert. Auf den Photos sind die Wohnwagen von diesem Hostel zu sehen. Zulieferer: Ekaterina Khvan
ছবি: BaseCamp Young Hostel Bonn

তবে জার্মানির বন শহরের একটি বেসক্যাম্প যে কাউকে তাক লাগিয়ে দেবে৷ গাড়ির পুরনো যন্ত্রাংশ দিয়ে সেখানে হোস্টেল রুম তৈরি করা হয়েছে৷ ১৫টি ক্যারাভ্যান এবং দু'টি রেলওয়ে স্লিপিং কার দিয়ে তৈরি হোস্টেলে ১৩০ জনের মতো অতিথি থাকতে পারেন৷

হোস্টেলের মালিক মিশায়েল শ্ল্যোসার পরিত্যক্ত কারাভ্যানের খোঁজে শুধু জার্মানি নয়, নেদারল্যান্ডস, পোল্যান্ড এবং রুমানিয়াও চষে বেড়িয়েছেন৷ তিনি বলেন, ‘‘প্রথমে আমরা ক্যারাভ্যানগুলো আমদানি করেছি এবং ভালো করে খুঁটিয়ে দেখেছি৷ এরপর এসবের সঙ্গে মানানসই থিম নিয়ে ভেবেছি৷ এ সব কোন দেশের, মহাদেশের বা যুগের – প্রথমে সেটা কাউকে বলিনি৷ আর এগুলো ব্যবহার করে বিভিন্ন দেশ, মহাদেশ আর যুগ সম্পর্কে জানাতে চেয়েছি৷''

প্রতিটি ক্যারাভ্যান এক একটি শৈল্পিক স্থাপনায় পরিণত হয়েছে, যেগুলোতে ‘খুঁজে পাওয়া' বিভিন্ন পণ্য পুনরায় ব্যবহার করা হয়েছেছবি: BaseCamp Young Hostel Bonn

ক্যারাভ্যানগুলোর ভেতরকার ডিজাইনে পরিবর্তন এনেছেন মারিয়ন সয়েল৷ এই কাজে তিনি এক বছরের বেশি সময় নিয়েছেন, ব্যবহার করেছেন পুরাতন বিভিন্ন দ্রব্য৷ সয়েল বলেন, ‘‘ক্যারাভ্যানগুলোর মতো এগুলোর ভেতরের অংশ সাজানোর জিনিসও জোগাড় করেছি৷ নতুন করে ডিজাইন করাই ছিলো উদ্দেশ্য৷ প্রায় সব ফ্লি মার্কেট, সেকেন্ড-হ্যান্ড দোকান এমনকি সংবাদপত্রেও খুঁজেছি৷ এভাবেই প্রতিটি ক্যারাভানের ইতিহাসের সঙ্গে মানানসই জিনিসপত্র খুঁজে বের করেছি৷''

এভাবে প্রতিটি ক্যারাভ্যান এক একটি শৈল্পিক স্থাপনায় পরিণত হয়েছে, যেগুলোতে ‘খুঁজে পাওয়া' বিভিন্ন পণ্য পুনরায় ব্যবহার করা হয়েছে৷ গোটা বিংশ শতক জুড়ে মূল ধারার শিল্পক্ষেত্রে এগুলির বিকাশ ঘটেছে৷ হোস্টেলে ব্যবহৃত প্রতিটি দ্রব্যের পেছনের গল্প – অতিথি এবং দর্শনার্থীদের শুধু নির্দিষ্ট যুগ বা অঞ্চল সম্পর্কেই জানাচ্ছে না, ইতিহাসের স্বাদও দিচ্ছে৷

পুরনো ভবনের ব্যবহার এক ধরনের ‘আপসাইক্লিং'৷ সেটাও করেছেন হোস্টেল মালিক৷ এতে তাঁর বেশ বেশ সুবিধা হয়েছে৷ ভবনটি আগে একটি পারফিউম ফ্যাক্টরির গুদাম হওয়ায় তাতে তাপ-নিরোধক ইনসুলেশনের ব্যবস্থা ছিল৷ এবার নতুন এক জ্বালানি সাশ্রয়ী হিটিং সিস্টেম বসানোর ফলে শীতকালে ভেতরের তাপমাত্রা বিশ ডিগ্রির মতো থাকে৷ তার উপর ছাদ ১৪ মিটার উঁচু হওয়ায় গ্রীষ্মে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থারও প্রয়োজন হয়না৷

বনে এভাবে প্রায় ১,৬০০ বর্গমিটার এলাকায় হোস্টেলের মালিক নিজের মনের মতো করে বাসস্থান গড়েছেন, যা অনেককে মনে করিয়ে দেয় অতীতের কথা৷ আর সেখানে বসবাসে ভিন্নতার স্বাদ তো রয়েছেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ