করোনা সংকটের এ সময়ে বাংলাদেশি পোশাক শ্রমিকদের সাহায্য করতে ব্রিটিশ শপিং অ্যাপ ‘মলজি’ বিখ্যাত ব্র্যান্ডের বাতিল করা পোশাক বিক্রি করছে৷ তারা এ উদ্যোগের নাম দিয়েছে ‘লস্ট স্টক’৷
বিজ্ঞাপন
আন্ডার মলজিস ‘লস্ট স্টক’ নামে তারা ৩৫ পাউন্ডে (৪৪ মার্কিন ডলার) পোশাক ভর্তি একটি বাক্স বিক্রি করছে৷ প্রতিটি বাক্সে অন্তত তিন ধরনের পোশাক থাকে৷ শোরুম থেকে যে পোশাক কিনতে অন্তত দ্বিগুণ অর্থ খরচ করতে হতো৷
বেশিরভাগ বাক্সে টপস থাকে৷ তবে সেখানে মাপ অনুযায়ী ট্রাউজার বা স্কার্ট পাওয়া বেশ কঠিন৷ ক্রেতারা পণ্য দেখার সুযোগ পান না৷ ফলে অনেকটা চোখ বন্ধ করে সেগুলো কিনতে হয়৷ প্রতিটি পোশাকই নানা বিখ্যাত ব্র্যান্ডের, কিন্তু ব্র্যান্ডের লেভেল খুলে রাখা৷
‘মলজি’ তাদের এ বিক্রি থেকে প্রাপ্ত অর্থের ৩৭ শতাংশ বাংলাদেশের পোশাক শ্রমিকদের ত্রাণ হিসেবে দেবে৷ ‘সাজেদা ফাউন্ডেশন’ এ কাজে তাদের সাহায্য করছে৷
বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার পর বিশ্বের অনেক বিখ্যাত ব্র্যান্ড লকডাউনের কারণে বেচা-বিক্রি ও ব্যবসা বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়ার দোহাই দিয়ে বাংলাদেশে তাদের ক্রয়াদেশ বাতিল করে৷ কিন্তু ততদিনে অনেক পোশাক তৈরি হয়ে গেছে৷
ফলে অনেক গার্মেন্টস মালিক কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়ে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হন৷ কোথাও শ্রমিকদের বেতন বকেয়া পড়ে৷ কোথাও কারখানা লেঅফ ঘোষণা করা হয়৷ কেউ কেউ শ্রমিক ছাঁটাই করে খরচ কমানোর সিদ্ধান্ত নেন৷
ক্রয়াদেশ বাতিল হওয়ার কারণে গুদামে বাতিলের খাতায় চলে যাওয়া ওই সব পোশাকই বাক্সে ভরে বিক্রির উদ্যোগ নেয় অনলাইন শপিং অ্যাপ মলজি৷
‘ফাস্ট ফ্যাশন’ ও তার অন্ধকার দিক
আজকাল সস্তায় নিত্যনতুন পোশাক কেনার ধুম পড়েছে৷ কিন্তু এ সব পোশাক তৈরির পেছনে যাঁদের কষ্ট, ত্যাগ রয়েছে, তাঁদের কথা ভাবেন কি? জানেন পোশাক শিল্পের অন্ধকার দিকগুলোর কথা? হ্যাঁ, কোলনের এক প্রদর্শনীতে সেসব কথাই তুলে ধরা হয়েছে৷
ছবি: DW/N. Sattar
শ্রমিকদের মজুরি নিয়ে কেউ ভাবেন না
যে সব দেশ ‘ফাস্ট ফ্যাশন’ বা সস্তার তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত, সে সব কেউ-ই তেমন করে পরিবেশগত মান এবং শ্রমিকদের মজুরি নিয়ে ভাবে না৷ এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশেষভাবে স্থান পেয়েছে কোলনের রাউটেনস্ট্রাউখ নামের মিউজিয়ামটিতে৷ এই প্রদর্শনী শুরু হয়েছে গত বছরের ১২ অক্টোবর, আর চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত৷
ছবি: Helena Waldmann
সাগরের পানি দূষণ
‘ফাস্ট ফ্যাশন’ বা দ্রুত ফ্যাশনের পোশাকের দাম কম ঠিকই, তবে এর জন্য পরিবেশ যে মূল্য দেয় তা কিন্তু বিশাল৷ সামগ্রিকভাবে টেক্সটাইল উত্পাদনের কারণে বছরে এক বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নির্গমণ হয় এই বিশ্বে৷ বলা বাহুল্য, বিষাক্ত রাসায়নিক ব্যবহার সাগরের পানি দূষণও করে৷
ছবি: Greenpeace/Gigie Cruz-Sy
পোশাক শ্রমিক ক্রিশান্তি যা বলছেন...
‘‘প্রতিদিন ১০-১২ ঘণ্টা কাজ করি৷ এমনকি রবিবার বা ছুটির দিনেও কাজ করতে হয়৷ কিন্তু বেতন হিসেবে যা হাতে আসে, তা দিয়ে জীবনের মৌলিক চাহিদাই মেটাতে পারি না৷’’
ছবি: DW/N. Sattar
নারী শ্রমিকদের বেশি কষ্ট
কর্মক্ষেত্রে নারী পোশাক শ্রমিকদের সবসময়ই নানাভাবে উত্তক্ত্য করে তাঁদের ম্যানেজার বা অন্যান্য পুরষ সহকর্মীরা৷ এ সত্য শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যত্রও চোখে পড়ে৷ যেমন জানিয়েছেন চীনের এক পোশাক শ্রমিক৷ তাছাড়া হন্ডুরাসের সাবেক এক পোশাক শ্রমিকের দুঃখ বলে বলেন, ‘‘সস্তায় কেনা পোশাকের জন্য কতই না ত্যাগ স্বীকার করি আমরা৷ কিন্তু সেকথা কি ক্রেতারা কখনো জানতে পারবেন?’’
ছবি: DW/N. Sattar
যেসব দেশ স্থান পেয়েছে
‘ফাস্ট ফ্যাশন’ প্রদর্শনীর উদ্যোক্তা হামবুর্গের শিল্পকলা ও বাণিজ্য বিষয়ক একটি মিউজিয়াম৷ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, হন্ডুরাসসহ আরো বেশ কিছু দেশ৷
ছবি: Daniel Bark/Deutsches Hygiene-Museum
পোশাক শ্রমিকের মূল্য কত?
একটি টি-শার্টের মূল্য এক কাপ কফির চেয়ে কম৷ একটি জামা আইসক্রিমের সমমূল্যে৷ আবার একটি সিনেমার টিকেটের চেয়ে কম দামে পেয়ে যাবেন একটি প্যান্ট! হ্যাঁ, এটাই ছিল এই প্রদর্শনীর স্লোগান৷ তবে যাঁরা এ সব পোশাক তৈরি করছেন তাঁদের ন্যায্যমূল্য কত? সে খবর কি কেউ রেখেছেন?
ছবি: Taslima Akhter/Hygienemuseum Dresden
সস্তা বলেই এত অপচয়!
আর সেরকমই হয়েছে জার্মানিতে৷ একটি সমীক্ষায় দেখে গাছে গড়ে প্রায় এক বিলিয়ন পোশাক জার্মানদের বাড়ির আলমারিতে ঝুলছে৷ আর সেগুলো কেনা হলেও কখনো পরাই হয়নি, শুধুমাত্র নাকি কম দাম বলে৷
ছবি: DW/J. Collins
ছবিটি কি সহজে ভোলা যাবে?
রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে ১১৩৪ জন মানুষের জীবন কেড়ে নিয়েছিল৷ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকার নিকটবর্তী সাভারে ঘটেছিল সেই ঘটনা৷ তসলিমা আক্তারের তোলা এই ছবিটি কি কেউ সহজে ভুলে যেতে পারবেন?
ছবি: picture-alliance/dpa/A. Abdullah
হাজারো স্বপ্নের মৃত্যু!
তাদের এসব দাবি কি কখনো পূরণ হবে ?
ছবি: Taslima Akhter
‘স্লো ফ্যাশন’
প্রদর্শনীটিতে ‘ফাস্ট ফ্যাশন’ প্রাধান্য পেয়েছে বটে, তবে ‘স্লো ফ্যাশন’ বা টেকশই, স্টাইনধর্মী ফ্যাশনও স্থান পেয়েছে৷
ছবি: picture-alliance/dpa/S. Kahnert
চরকায় সূতো বুনছেন মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধীর এই ছবিটিও প্রদর্শীতে স্থান পেয়েছে, যা কিনা ‘স্লো ফ্যাশন’-এর উদাহরণ হিসেবে ধরে নেয়া যেতে পারে৷
ছবি: Getty Images/Hulton Archive
11 ছবি1 | 11
এডিনবরা ভিত্তিক এ কোম্পানির মুখপাত্র মেলানি গ্রে বলেন, ‘‘আমরা আমাদের কোম্পানির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে বাতিল হয়ে যাওয়া পোশাকের চালানের সংযোগ ঘটিয়ে দিচ্ছি৷ এরমাধ্যমে আমরা পোশাক শ্রমিকদের সাহায্যের পাশাপাশি বাতিল হওয়া পোশাক ভাগাড়ে চলে যাওয়া থেকে রক্ষা করতে চাই৷’’
বাংলাদেশে পোশাক শ্রমিকদের নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি ও সংগঠন মনজি-র এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে৷ তবে তারা এটাও বলেছে, এর ফলে হয়তো বড় বড় ব্র্যান্ড গণহারে ক্রয়াদেশ বাতিল করবে৷ সেটা হলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে তাদের জীবনযাপনই ঝুঁকিতে পড়ে যাবে৷
বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি-র নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, ‘‘আমি তাদের উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই৷ কিন্তু কেন আমাদের শ্রমিকরা দানের উপর নির্ভর করে বাঁচবে?
‘‘বরং তারা যদি ব্র্যান্ডগুলোকে চাপ দিয়ে পণ্যের মূল্য পরিশোধে বাধ্য করতে পারে তবে সেটা আমাদের জন্য আরো বেশি খুশির খবর হবে৷’’
বাংলাদেশে জনসংখ্যার একটি বড় অংশ গার্মেন্ট শ্রমিক৷ অনেক পরিবার গার্মেন্টস শিল্পখাতের উপর নির্ভর করে টিকে আছে৷ বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারিতে বাংলাদেশে গার্মেন্টস খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷
এপ্রিল মাসের প্রথমার্ধ্বে প্রায় ৩০ লাখ মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হয়ে যায়৷
বাংলাদেশে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-র সভাপতি রুবানা হক বলেন, ‘লস্ট স্টক’-এর মতো উদ্যোগ এখন ‘অপরিহার্য’৷
বিজিএমইএর সভাপতি গত সপ্তাহেই করোনা ভাইরাস মহামারির সুযোগ নিয়ে বিদেশি ক্রেতারা পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ না করে ‘ডিসকাউন্টের’ দাবি তুললে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা দেন৷ ব্রিটিশ একটি পোশাক ব্র্যান্ডকে এ বিষয়ে চিঠি দেওয়ার কথাও জানান তিনি৷
দুই সপ্তাহ আগে লস্ট স্টক প্রকল্প চালু করে মলজি৷ গ্রে বলেন, তারা ১০ হাজার বাক্স পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারন করে মাঠে নেমেছিলেন৷ কিন্তু সেই লক্ষ্য ছাড়িয়ে এ কদিনে তারা ৮০ হাজার বাক্স বিক্রি করে ফেলেছে৷
‘‘আমরা ৮০ হাজার পোশাক শ্রমিক ও তাদের পরিবারের জন্য খাবার ও স্যানিটারি পণ্য সরবরাহ করার মত যথেষ্ট অর্থ সংগ্রহ করতে পেরছি৷’’
সাজেদা ফাউন্ডেশনের মুখপাত্র বলেন, ‘‘পোশাক শ্রমিকদের মধ্যে কাদের সহায়তা প্রয়োজন তার তালিকা তৈরির কাজ আমরা শুরু করেছি৷ তাদের দুই মাস চলার মতো সাহায্য দেওয়া হবে৷’’
তবে গবেষকরা বলছেন, এভাবে ত্রাণ দিয়ে শ্রমিকদের দীর্ঘমেয়াদে সহায়তা দেওয়া যাবে না৷ বরং সরকারের উচিত গার্মেন্টস মালিকদের সঙ্গে বসে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা৷
এসএনএল/কেএম (রয়টার্স)
২১ মে’র ছবিঘরটি দেখুন...
ঈদের আগে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
করোনা সংকট মোকাবেলার কঠিন এ সময়ে সামনে চলে এসেছে ঈদ। অথচ বেতন, বোনাস হয়নি। ঈদ বোনাস আর বকেয়া বেতন পরিশোধের দাবিতে তাই ঢাকার রাস্তায় নেমেছিলেন পোশাক শ্রমিকরা। দেখুন ছবিঘরে..
ছবি: bdnews24.com/M.Z. Ovi
গুলশান ও পোস্তগোলায় বিক্ষোভ
বুধবার কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক ঢাকার গুলশান এবং পোস্তগোলা এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেন।
ছবি: bdnews24.com/M.Z. Ovi
রাস্তা অবরোধ
পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর তীরে প্রধান সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা।
ছবি: bdnews24.com/M.Z. Ovi
পুলিশের পিটুনি
রাস্তা থেকে সরে যাওয়ার আহ্বানে সাড়া না দেওয়ায় শ্রমিকদের উপরে প্রথমে লাঠিচার্জ করে পুলিশ।
ছবি: bdnews24.com/M.Z. Ovi
কাঁদানে গ্যাস নিক্ষেপ
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে একসময় কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
ছবি: bdnews24.com/M.Z. Ovi
বিক্ষুব্ধ শ্রমিকদের ঢিল
বকেয়া বেতন পরিশোধ ও ঈদ বোনাসের দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে শ্রমিকরাও একসময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন।
ছবি: bdnews24.com/M.Z. Ovi
আরো বিক্ষোভ
এর আগে মঙ্গলবার মিরপুরে এপেক্স গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরাও বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন।পোশাক কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকরা এখনো দাবি আদায়ের প্রতিশ্রুতি পাননি বলে জানিয়েছে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। (ফাইল ফটো)