1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাতিল স্থাপত্য যখন শিল্পকর্ম

অলিভার সালেট / এসি১১ জানুয়ারি ২০১৪

পোড়ো বাড়ির সামনের দিকটা৷ কিংবা বন্ধ হয়ে যাওয়া কারখানার জানলায় ভাঙা কাচের সারিও যে শিল্পকর্ম হয়ে উঠতে পারে, তা দেখিয়ে দিয়েছেন রাখেন ২৯ বছর বয়সি ব্রিটিশ শিল্পী অ্যালেক্স চিনেক৷ ধ্বংসস্তূপের উপর তিনি তৈরি করেছেন বাসস্থান৷

ছবি: Getty Images

সৃষ্টির দৃষ্টান্ত

ইংল্যান্ডের সুপরিচিত লাল ইটের বাড়ি, একটি আবার চারতলা – সেটাই ব্রিটিশ শিল্পী অ্যালেক্স চিনেক-এর পক্ষে আদর্শ৷ সপ্তাহ তিনেক আগে এখানে কাজ শেষ হয়েছে৷ দেখলে মনে হবে, বাড়ির সামনেরটা যেন পিছলে বাগান অবধি নেমে গেছে! চিনেক বলেন, ‘‘এই এলাকাটা এককালে একটা সম্ভ্রান্ত এলাকা ছিল আর এখানকার স্থাপত্যও সেইরকম উঁচুদরের ছিল – সেটাই আমাকে আকৃষ্ট করে৷ কিন্তু সাম্প্রতিক অর্থনৈতিক টানাপোড়েনের ফলে বাড়িগুলোর চেহারা অত্যন্ত কাহিল৷ এই বৈপরীত্য আমার ধারণার সঙ্গে সুন্দরভাবে খাপ খায়৷''

ঊনবিংশ শতাব্দীর বসতবাড়িটা এগারো বছর ধরে খালি পড়ে ছিল৷ তারপর অ্যালেক্স চিনেক তাতে হাত লাগান৷ বাড়িটাকে নতুন আকৃতি দিতে মোট এক লাখ বিশ হাজার ইউরো খরচা হয়েছে – তা সত্ত্বেও বাড়িটা বাস করার মতো হয়নি৷ তবে বাড়িটা একটা একক শিল্পকলা হয়ে দাঁড়িয়েছে৷ ছোট্ট শহর মার্গেট-এর পক্ষে একটা পর্যটক আকর্ষণ বৈকি৷ অবশ্যই নানা জনের নানা প্রতিক্রিয়া শোনা যায়৷ কেউ বলেন, ‘‘এখানে তো কতো বাড়িই পড়ে পড়ে খারাপ হচ্ছে৷ হঠাৎ তার মাঝখানে একটা সঠিক বাড়ি, যা পিছলে রাস্তায় নেমে পড়েছে৷ দারুণ!'' কেউ বা বলেন, ‘‘এখানে কেউ থাকলে আরো ভালো হতো, কারুর মাথার উপর ছাদ হতো৷'' আরেক জন বললেন, ‘‘এখানে যে পরিমাণ চিন্তা আর শ্রম ব্যয় করা হয়েছে, তা অভাবনীয়৷ মার্গেট-এ এ ধরনের একটি বস্তু অতি ভালো কথা৷''

ছবি: Getty Images

অবক্ষয়ের মধ্যে প্রেরণা

শহরের অবক্ষয় চিরকালই অ্যালেক্স চিনেক-এর প্রিয় বিষয়৷ লন্ডনের বোহেমিয়ান ‘ইস্ট এন্ড' এলাকার এই পুরনো কারখানা বাড়িটিতে শেষমেষ গাঁজার চাষ করা হচ্ছিল! অবশ্যই পুলিশের অজ্ঞাতে৷ আজ কারখানার সামনেরটা একটি শিল্পকর্মের অংশ৷ জানালার তিনশো'টি কাচের প্রতিটি ঠিক একইভাবে এবং একই জায়গায় ভাঙা! এ জন্য ১,২০০ কাচের দরকার পড়েছিল৷ চিনেক বলেন, ‘‘আমার শিল্পকর্মে খেলাও আছে আবার কিছুটা বোকামিও আছে৷ আমি ভেলকি আর হাসিঠাট্টার সহজ আনন্দগুলোকে ব্যবহার করি৷ একটা বাড়ির পিছলে পড়া কিংবা জানলার কাচগুলো ঠিক একইভাবে ভাঙাটা ঐ আশাবাদের অঙ্গ৷''

অ্যালেক্স চিনেক একটি পুরনো কারখানায় বসবাস এবং কাজ করেন৷ অঙ্কণশিল্প নিয়ে পড়াশোনা করলেও চিনেকের প্রকল্পগুলিতে স্থাপত্যই বেশি গুরুত্বপূর্ণ৷ আপাতত তিনি তাঁর সর্বাধুনিক প্রকল্পের জন্য নানা ধরনের ইঁট খুঁজছেন৷ প্রকল্পটি হল: লন্ডনের একটি বাড়ির সম্মুখভাগ৷ অ্যালেক্সের প্রকল্পগুলির অর্থ আসে নির্মাণ সংস্থাগুলির অনুদান থেকে৷ ২৯ বছর বয়সি শিল্পীর তা থেকেই চলে যায়৷ অথচ প্রকল্পের পরিকল্পনাতেই কয়েক মাস সময় লাগে৷ চিনেক বলেন, ‘‘নান্দনিক সিদ্ধান্তগুলি গোটা প্রক্রিয়ার একটা ক্ষুদ্র অংশ, কাজেই আমার নিজেকে সবসময়ে শিল্পী বলে মনে হয় না৷ এটা যেন একটা ব্যবসা৷ লম্বা হিসেবপত্তর, আলাপ-আলোচনা৷ এ সব প্রকল্পের জন্য পূর্ত বিভাগের অনুমোদন লাগে, স্থানীয় পৌর পরিষদের সঙ্গে যা নিয়ে কথা বলতে হয়৷''

আরও চমক

লন্ডনের ব্ল্যাকফ্রায়ার্স রোডের একটি বাড়ির জন্য অ্যালেক্স চিনেকের সব অনুমোদন নেওয়া হয়ে গিয়েছে৷ বাড়িটার পাশ দিয়ে রোজ যে হাজার হাজার পথচারী যান, তাদের পক্ষে কল্পনা করাও শক্ত, কী ধরনের একটি শিল্পকর্ম এখানে সৃষ্টি হতে চলেছে৷ আর কয়েকদিনের মধ্যেই বাড়ি তৈরির কাজ শেষ হবে৷ তখন দৃশ্যটি দেখাবে...বাড়িটা যেন ঠিক উল্টো হয়ে মাথার উপর দাঁড়িয়ে আছে! চিনেক বলেন, ‘‘যে কোনো দর্শক, যে কোনো পথচারী এই শিল্পকর্মটি দেখতে ও উপভোগ করতে পারেন, তাদের শিক্ষা অথবা সাংস্কৃতিক অভিজ্ঞতা যাই হোক না কেন, তারা শিল্পী হন আর নাই হন৷ প্রকাশ্য, সরকারি শিল্পকর্মের এই বিরাট দায়িত্বটা থাকে৷''

অ্যালেক্স চিনেক তাঁর শিল্পকর্ম দিয়ে সরকারি ব্যবস্থার গাফিলতির দিকেও মনোযোগ আকর্ষণ করতে চান৷ মার্গেটে তাঁর শিল্পকর্মটি এক বছর পরে উধাও হবে, কিন্তু সেখানে একটা নতুন বাড়ি গড়ে উঠবে, সাবেক ধ্বংসস্তূপের উপর তৈরি হবে নতুন বাসস্থান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ