1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাতিল হতে পারে ভারতের অলিম্পিক সংগঠনের স্বীকৃতি

৩ ডিসেম্বর ২০১২

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হওয়া সত্ত্বেও অলিম্পিকের পদক তালিকায় ভারতের অবস্থান অত্যন্ত করুণ৷ কোনো রকমে কয়েকটি ব্রোঞ্জ, ভাগ্য ভালো থাকলে রৌপ্য বা স্বর্ণ পদক জোটে৷ এবার খোদ অলিম্পিক অ্যাসোসিয়েশন’ই হারাতে বসেছে ভারত৷

Logo des Olympic Arts Project. Olympic Arts Logo Designed By SCDC Copyright: Morgan-Brinkhurst Consultancy
ছবি: Morgan-Brinkhurst Consultancy/SCDC

আগামী ৪ঠা ও ৫ই ডিসেম্বর সুইজারল্যান্ডের লোসান শহরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পরিচালকমণ্ডলীর বৈঠক বসছে৷ সেখানেই স্থির হবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন'এর ভবিষ্যত৷

সংকটের মূলে রয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন'এর নির্বাচন৷ দুই দিক থেকে দুই রকম নির্দেশ পেয়ে উভয় সংকটে পড়েছে আইওসি৷ একদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্পষ্ট বিধান হলো, রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে থেকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে যে কোনো জাতীয় অলিম্পিক সংগঠনকে৷ অলিম্পিক সনদেই তা স্পষ্ট করে দেওয়া রয়েছে৷ ওদিকে দিল্লির এক আদালত অবশ্য সে সব উপেক্ষা করে ভারত সরকারের ক্রীড়া সংক্রান্ত বিধি অনুযায়ী নির্বাচনের নির্দেশ দিয়েছে৷

ভারতের অলিম্পিক চ্যাম্পিয়ন মল্লযোদ্ধা সুশীল কুমারছবি: AFP/Getty Images

শুধু নির্বাচনের বিধিনিয়ম নয়, প্রার্থীদের নিয়েও চরম বিতর্ক দেখা যাচ্ছে৷ কারণ তাদের অনেকেই দুর্নীতির দায়ে কলঙ্কিত৷ ৫ই ডিসেম্বর নির্বাচন হলে ললিত ভনোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহাসচিব হিসেবে জিততে পারেন৷ কারণ রণধীর সিং আগেই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন৷ অন্যদিকে প্রেসিডেন্ট হিসেবে শোনা যাচ্ছিল অভয় সি চৌতালার নাম৷ তিনি আবার দুর্নীতির দায়ে অভিযুক্ত ক্রীড়া কর্মকর্তা সুরেশ কালমাডির ঘনিষ্ঠ বলে পরিচিত৷ ২০১০ সালের কমনওয়েল্থ গেমস'এ দুর্নীতির দায়ে অভিযুক্ত ললিত ভনোট ১১ মাস জেল খেটে সবে জামিন পেয়ে বাইরে বেরিয়েছেন৷ কালমাডিও জামিন পেয়ে আপাতত মুক্ত রয়েছেন৷ চৌতালা বলেছেন, মামলার রায় বেরোনোর আগে যে কোনো ব্যক্তিকে নিরপরাধ হিসেবে ধরে নেওয়া উচিত৷

গত অক্টোবর মাসেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এথিক্স কমিটি আইওসি'কে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ভনোট বা সুরেশ কালমাডির মতো দাগী আসামিকে প্রার্থী হিসেবে পেশ করলে চলবে না৷ এবার হয়ত ভারতের অলিম্পিক সংগঠনের স্বীকৃতি সাময়িকভাবে বাতিল করে দেওয়া হতে পারে৷ অনেকে মনে করছেন, এমন কিছু হলে তবেই সব মহলের টনক নড়বে৷ তখন হয়ত গোটা কাঠামোর সংস্কারের কাজ সহজ হয়ে উঠবে৷

এসবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ