বাতিল ৬৩টি বিমান, ঢাক-চট্টগ্রাম মহাসড়ক আড়াই ঘণ্টা বন্ধ
২৫ অক্টোবর ২০২২
সিত্রাংয়ের কারণে বাংলাদেশে মোট ৬৩টি বিমান বাতিল করা হলো। গাছ পড়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আড়াই ঘণ্টা বন্ধ।
বিজ্ঞাপন
সিত্রাংয়ের জন্য সোমবার সন্ধ্য়া থেকেই ঢাকায় ঝোড়ো হাওয়া বইতে থাকে। খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, বরিশাল, কক্সবাজারে বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। সবমিলিয়ে মোট ৬০টি অভ্যন্তরীণ ও তিনটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
ডিডাব্লিউ বাংলার কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে, ঢাকায় শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচলের কোনো বিঘ্ন ঘটেনি। তবে চারটি বিমান অন্যত্র নেমেছে। তার মধ্যে চেন্নাই থেকে আসা একটি বিমানও আছে।
বিমানের ১০টি অভ্যন্তরীণ ফ্লাইট, নভোএয়ারের ২২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ইউএস-বাংলার ২৮টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানের বাতিল ১০টি ফ্লাইটের মধ্যে চারটি কক্সবাজারের এবং ছয়টি চট্টগ্রামের ফ্লাইট ছিল।
সিত্রাং থেকে বাঁচতে ক্যাম্পে বহু মানুষ
বরিশাল, বরগুনায় ক্যাম্পে হাজার হাজার মানুষ। ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি।
ছবি: Mohibbullah Mohib
ঝড়ের দাপট
সোমবার বিকেলেই ঘূর্ণিঝড় সিত্রাং ঢুকে পড়ে স্থলভাগে। তবে ঝড়ের মধ্যস্থল স্থলভাগে ঢুকেছে রাতের দিকে। বরিশাল এবং চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চলে ঝড় স্থলভাগে আছড়ে পড়ে। তবে সিত্রাং যতটা বেগে আসবে ভাবা গেছিল, ততটা বেগে আসেনি। স্থলভাগে আসার পরেই তা নিম্নচাপে পরিণত হয় বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
ছবি: Mohibbullah Mohib
ঝড়ের মুহূর্তে
দুপুর থেকেই উত্তাল ছিল চট্টগ্রামের সমুদ্র। যত বিকেল গড়িয়েছে, সমুদ্র তত উত্তাল হয়েছে। ঝড় আসার মুহূর্তে চট্টাগ্রামের সুমদ্রের ছবি।
ছবি: Mohibbullah Mohib
সতর্ক প্রশাসন
সকাল থেকেই সতর্ক ছিল প্রশাসন। উপকূলবর্তী মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সমুদ্রে কাউকে নামতে দেয়া হয়নি। মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল।
ছবি: Mohibbullah Mohib
আবার ক্যাম্প
বরগুনার সাইক্লোন শেল্টারে কয়েক হাজার মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পৌঁছে গেছিলেন আমাদের প্রতিনিধি।
ছবি: Mohibbullah Mohib
মৃত্যু বাড়ছে
সব মানুষকে শেল্টারে নিয়ে যাওয়া যায়নি। বরগুনায় ঝড়ের দাপটে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ছবি: Mohibbullah Mohib
সরকারের ব্যবস্থা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান প্রথম আলোকে দুপুরেই জানিয়েছিলেন, সিত্রাংয়ের প্রভাবে ১৩ জেলায় ক্ষতির আশঙ্কা আছে। ঝড়ের শক্তি কমে যাওয়ায় সন্ধের পর অবশ্য বিপদ সংকেতের মাত্রা কমিয়ে দেওয়া হয়।
ছবি: Mohibbullah Mohib
কক্সবাজারের ক্যাম্পে শিশুরা
ছোট বাচ্চাদের নিয়েও মায়েরা চলে এসেছেন ক্যাম্পে। বাড়িতে সব ছেড়ে চলে এসেছেন তারা। জানেন না, ফিরে গিয়ে কী দেখবেন বাড়িতে। আদৌ বাড়ি টিকে থাকবে তো!
ছবি: Mohibbullah Mohib
বাসে ভিড়
অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। সোমবার বিকেলে কক্সবাজারে বাস ধরার ভিড় ছিল চোখে পড়ার মতো।
ছবি: Mohibbullah Mohib
বন্ধ লঞ্চ
ঝড়ের কারণে সোমবার দুপুর থেকেই লঞ্চ চালানো বন্ধ করে দিয়েছিল প্রশাসন। ফলে অন্য গণপরিবহনেই াস্থা রাখতে হয়েছে সাধারণ মানুষকে।
ছবি: Mohibbullah Mohib
9 ছবি1 | 9
বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ''সোমবার বেলা ৩টা থেকে মঙ্গলবার দুপর পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, বরিশালের নির্ধারিত ফ্লাইটগুলো রিশিডিউল করা হয়েছে। এছাড়া সোমবার সন্ধ্যায় বিমানের কলকাতাগামী ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়েছে।''
সিঙ্গাপুর থেকে আসা বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি প্রবল বাতাসে শাহজালালে নামতে না পেরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ৭৮ জন যাত্রী নিয়ে সিলেটে নামে বলে জানান তিনি।
তীব্র বাতাসের কারণে সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেন্নাই থেকে আসা ফ্লাইটটি শাহজালালে অবতরণে ব্যর্থ হয়ে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামে। একইভাবে বিমানের সিঙ্গাপুর থেকে আসা একটি উড়োজাহাজ ঢাকায় নামতে না পেরে সিলেটে নামে।
উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় সিত্রাং
ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকায় উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাং।
ছবি: Asif Ahsanul
উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাং
ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকায় উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাং৷ জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের পূর্বাভাস বলছে, বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের চোখ বা কেন্দ্রভাগ পটুয়াখালীর রাঙাবালি বা চর মন্তাজ এলাকায় উপকূল স্পর্শ করবে। তখন বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৫০ নট বা ঘণ্টায় ৯৩ কিলোমিটারের মত।
ছবি: Ifty Azad
বৃষ্টি এবং ঝড়ো হাওয়া
দেশের উপকূলীয় সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে৷ পটুয়াখালী, ভোলা, নোয়াখালীসহ উপকলীয় জেলাগুলোতে প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে বলে জানাচ্ছেন বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজে প্রতিনিধিরা৷
ছবি: Sazzad Hossain
যেসব জেলায় ক্ষতির আশঙ্কা বেশি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান প্রথম আলোকে জানান, সিত্রাংয়ের প্রভাবে ১৩ জেলায় ক্ষতির আশঙ্কা বেশি৷ এগুলো হচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল৷
ছবি: DW/N. Huda
বিপদ সংকেত
মোংলা ও পায়রার পাশাপাশি চট্টগ্রাম সমুদ্রবন্দরকেও ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। তবে কক্সবাজারের জন্য আগের মতই ৬ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে।
ছবি: Arifur Rahman
নৌযান চলাচল বন্ধ
সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় সারাদেশে লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ৷
ছবি: Asif Ahsanul
চট্টগ্রাম বন্দরে ব্যবস্থা গ্রহণ
সিত্রাং উপকূলের দিকে এগিয়ে আসায় চট্টগ্রাম বন্দরের জেটি থেকে পণ্যবাহী সব জাহাজকে বর্হিনোঙরে সরিয়ে নেওয়া হয়েছে৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷
ছবি: Md Manik/ZUMA Wire/imago images
বিমানবন্দর বন্ধ
সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷
ছবি: picture-alliance/AP Photo
সেন্টমার্টিনে মাছ ধরার ট্রলার ক্ষতিগ্রস্ত
সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে উচ্চ জোয়ারে ও উত্তাল ঢেউয়ের আঘাতে ১৩টি মাছ ধরার ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে এতে কেউ হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা৷ সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান মো. মুজিবুর রহমান জানান, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র উপকূলে সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷
ছবি: DW/M. Mamun
8 ছবি1 | 8
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আড়াই ঘণ্টা বন্ধ ছিল। সিত্রাংয়ের কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছ ভেঙে পড়ে য়ায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে নয়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে সোনারগাঁ স্টেশনের একটি টিম বেরিয়ে পড়ে৷ লোকেশন খুঁজে পেতে কিছুটা সময় লাগে৷ পরে সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় গাছ দুটি পড়ে থাকতে দেখা যায়৷ গাছ দুটি সরাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি হাইওয়ে থানা পুলিশও কাজ করেছে৷