1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউএস ওপেন

৬ সেপ্টেম্বর ২০১২

ইউএস ওপেনে থমাস বের্ডিশ’এর কাছে হেরেছেন রজার ফেডেরার৷ কোয়ার্টার ফাইনালে পরাজয়ের কারণে চলতি আসর থেকে একটু আগেই বিদায় নিতে বাধ্য হলেন ব়্যাংকিংয়ে বর্তমানে এক নম্বরে থাকা এই তারকা৷

ছবি: dapd

চেক প্রজাতন্ত্রের বের্ডিশকে কাবু করতে চেষ্টা অবশ্য কম করেননি ফেডারার৷ কিন্তু তাঁর পুরনো কোন মন্ত্রই কাজে আসেনি৷ বরং এই পরাজয়ের ফলে গত নয় বছরের মধ্যে এই প্রথম ফ্লাশিং মেডোস থেকে এত দ্রুত বিদায় নিলেন তিনি৷ বের্ডিশের বিরুদ্ধে ৭-৬, ৬-৪, ৩-৬, ৬-৩ সেটে পরাজয় বরণ করেন তিনি৷

বলা প্রয়োজন, ৩১ বছর বয়সি ফেডারার গত জুলাইয়ে উইম্বলডন জয় করেন৷ সেই আসরে অ্যান্ডি মারেকে ৪-৬, ৭-৫, ৬-৩ ও ৬-৪ সেটে হারান এই সুইস তারকা৷ জয় করে নেন তাঁর ১৭তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা৷ সেটি ছিল ফেডারারের সপ্তম উইম্বলডন শিরোপা জয়৷ সেই জয়ের আগে অবশ্য আড়াই বছর গ্র্যান্ডস্ল্যাম খরা চলছিল তাঁর৷

যাহোক, বুধবার জয়ের পর বের্ডিশ বলেছেন, ‘এর চেয়ে ভালো কিছু হতে পারে না৷' ফেডারার অবশ্য তাঁর হতাশা আটকে রাখতে পারেননি৷ তিনি জানান, গ্রীষ্ম মৌসুমটি অত্যন্ত চমৎকার ছিল৷ এবং তিনি ভালো করার ব্যাপারে আশাবাদী ছিলেন৷

বলাবাহুল্য, বের্ডিশ কখনো গ্র্যান্ডস্ল্যাম জয় করেননি৷ তবে ফেডারারকে হারানোর অতীত রেকর্ড রয়েছে তাঁর৷ ২০১০ সালে উইম্বলডনে ফেডারারকে হারান তিনি৷

ফ্লাশিং মেডোসে প্রথম দুই সেটে পরাজয়ের পর তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান ফেডারার৷ তারপরও শেষ রক্ষা করতে পারেননি তিনি৷ চতুর্থ সেট জিতে ফেডারারকে আসর থেকে বিদায় করে দেন বের্ডিশ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমার খেলার মধ্যে এমন কিছু ছিল যা তিনি (ফেডারার) পছন্দ করেননি এবং এই অপছন্দের বিষয়টি কাটাতে তাঁকে সংগ্রাম করতে হয়েছে৷''

টেনিস ব়্যাংকিংয়ে এক নম্বরে থাকা ফেডারার অবশ্য চলতি আসরের শুরুতেই অন্য একজনকে সেরা মনে করেছিলেন৷ টুর্নামেন্টের শুরুতে তিনি বলেছিলেন, ‘‘এবার ইউএস ওপেনে ফেভারিট হচ্ছেন নোভাক জোকোভিচ৷'' বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে হুয়ান মার্টিন ডেল পোর্টোর মুখোমুখি হবেন জোকোভিচ৷

এআই / এসি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ