1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাধ সাধতে পারে বৃষ্টি!

২০ জুন ২০১৯

এবার বিশ্বকাপের খলনায়ক বৃষ্টি৷ হানা দিতে পারে আজকের ম্যাচেও৷ যদিও নটিংহাম থেকে সুখবর পাওয়া গেছে৷ ট্রেন্ট ব্রিজে সকালের সূর্যটা দেখাচ্ছে উজ্জ্বল দিনের সম্ভাবনা৷

ICC Cricket World Cup 2019 Westindische Inseln - Bangladesch
ছবি: Getty Images/A. Davidson

টস হয়েছে৷ টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া৷

বাংলাদেশ-অস্ট্রেলিয়া খেলা শুরু হতেও দেরির কোনো কারণ আপাতত নেই৷ নটিংহ্যামের সকালটা অন্তত বৃষ্টিমুক্ত থাকবে বলছে, আবহাওয়ার পূর্বাভাস৷

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নটিংহ্যামের আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে৷ বাংলাদেশ সময় রাত আটটার দিকে হালকা বৃষ্টি নামার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না৷

নটিংহ্যামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব মাঠের আউটফিল্ড ঢেকে রাখার ব্যবস্থা নেই৷ তাই হালকা বৃষ্টি হলেও ভোগান্তিতে পড়তে হবে৷ কারণ, বৃষ্টি থেমে গেলে মাঠ খেলার উপযোগী করতে গ্রাউন্ড স্টাফদের ভালোই বেগ পেতে হয় এই মাঠে৷

গেল সপ্তাহে এই মাঠে ভারত নিউজিল্যান্ডের ম্যাচ পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে৷ মাঠে গড়ায়নি একটি বল৷

ট্রেন্ট ব্রিজের মাঠটিকে ঐতিহাসিক বললে ভুল হবে না৷  যাত্রা শুরু হয় ১৮৪১ সালে৷ ১৯৭৪ সালে মাঠটিতে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয়৷ ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপে এই মাঠে অনুষ্ঠিত হয় বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচ৷ চলতি বিশ্বকাপেও, আজকের ম্যাচসহ মোট পাঁচটি খেলা হচ্ছে এই ভেন্যুতে৷

ট্রেন্ট ব্রিজের আবহাওয়া

01:10

This browser does not support the video element.

অস্ট্রেলিয়ার বিপক্ষে, বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা সুখকর নয়৷ যদিও বদলে যাওয়া বাংলাদেশ, নিজেদের দিনে যেকোনো প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার সামর্থ্য রাখে৷ তবে সবশেষ দুটি আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে ছিল ছোবল হানে বৃষ্টি৷ ওই দুই ম্যাচে পয়েন্ট ভাগ হওয়ায় একটি করে পয়েন্ট যোগ হয়, বাংলাদেশের হিসেবে৷ ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল আর ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে খেলার পেছনে, তা ছিল মহা মূল্যবান।

আজ যদি পয়েন্ট ভাগাভাগি করতে হয়, তাতে বাংলাদেশের খুব একটা অখুশি হওয়ার কথা না৷  পয়েন্ট টেবিলের দিকে তাকালে অবশ্য জয়ের বিকল্প নেই৷

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ১২৮ মাইল উত্তরে অবস্থিত নটিংহ্যাম শহর৷ শহরজুড়ে প্রায় তিন লাখ ৩০ হাজার মানুষের বসতি৷ তবে, বাঙালির আনাগোণা এই শহরে কিছুটা কম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ