1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বানরীদের মধ্যে এইডস ব্যাধির সংক্রমণ রুখেছে পরীক্ষামূলক মলম

৬ জানুয়ারি ২০১১

বানর-বানরীদের মধ্যে মানব যৌন সংক্রমণের অনুকরণ করে সংঘটিত ঐ পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন গবেষকরা৷ ২১টি বানরীর ক্ষেত্রে ২১ বার সাফল্য৷

সবচেয়ে উপকৃত হবেন আফ্রিকার নারীরাছবি: AP

সংশ্লিষ্ট ‘জেল' বা জেলি আকারের মলমটিতে ছিল একটি এইডস ওষধি এবং সেই সঙ্গে দস্তা জাতীয় একটি পদার্থ৷ বানরদের এইডস রোগের ভাইরাস ব্যবহার করে পরীক্ষা চালানো হয়৷ দু'সপ্তাহ ধরে প্রতিদিন বানরীদের ঐ জেল বা মলম লাগানোর পর দেখা যায় যে, তাদের প্রায় ২৪ ঘণ্টা কোনো এইডস সংক্রমণ ঘটছে না৷ গবেষকরা তাদের গবেষণার ফলাফল প্রকাশ করেছেন পাবলিক লাইব্রেরি অফ সায়েন্স'এর ‘‘পিএলওএস ওয়ান'' জার্নালে৷ নিউ ইয়র্কের পপুলেশন কাউন্সিল এই গবেষণার নেতৃত্ব দেয়৷

জেলটিতে অতি স্বল্প পরিমাণ ওষধি থাকে, কাজেই জেলটি নিরাপদ এবং সস্তারই হবে, বলে গবেষকদের ধারণা৷ পপুলেশন কাউন্সিল এবং ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট প্রভৃতি যে সব প্রতিষ্ঠান গবেষণায় অংশ নিয়েছে, তারা এখন আশা করছে যে, জেলটি শীঘ্রই মানুষের উপর পরীক্ষা করা সম্ভব হবে৷

টেনোফোভির বলে অপর একটি মাইক্রোবাইসাইড বা অণুজীব হন্তারক ওষধি ইতিমধ্যেই মহিলাদের মধ্যে এইচআইভি'র সংক্রমণ আড়াই বছর ধরে ২৯ শতাংশ কমাতে সমর্থ হয়েছে৷ পপুলেশন কাউন্সিলের এমআইভি-১৫০ ড্রাগটি যদি তাকেও ছাড়িয়ে যেতে পারে, তবে বিশেষ করে আফ্রিকার কোটি কোটি নারী উপকৃত হবেন৷ কেননা ঐ মলমের সঙ্গে গর্ভধারণ রোধেরও ব্যবস্থা করা যেতে পারে, অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারা যেতে পারে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ