1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বানরের হাতে স্টিয়ারিং, চালক বরখাস্ত

৮ অক্টোবর ২০১৮

ভারতের কর্নাটকে দেবাঙ্গিরি থেকে ব্রহ্মসাগর রুটে নিয়মিতই চলে পাবলিক বাস৷ কিন্তু অক্টোবরের ৪ তারিখ একটি বাসে পরিস্থিতি ছিল একটু ভিন্ন৷ ৩ মিনিট ধরে চালক নয়, বরং এক বানরের হাতে ছিল স্টিয়ারিংয়ের হুইল৷

Ein Affe fährt Bus
ছবি: twitter/nolanentreeo

চালক অবশ্য বেশ মজা করেই বাস চালাচ্ছিলেন৷ তবে এই মজাকে সাধারণ মজা হিসেবে নেয়নি কর্তৃপক্ষ৷ বাসের যাত্রীদের জীবন হুমকির মুখে ফেলায় এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে চালককে৷

এক যাত্রী চালকের এই কাণ্ড মোবাইল ফোনে ধারণ করে টুইটারে শেয়ার করেছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে, একটি লেঙ্গুর প্রজাতির বানর বাসের স্টিয়ারিং হুইলে বসে আছে৷

চালককে বরখাস্ত করার সিদ্ধান্তে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে দেখা দিয়েছে বিতর্ক৷ কেউ বলছেন, এমন সিদ্ধান্ত না নিলে অন্য চালকরা এতে উৎসাহিত বোধ করতে পারেন৷

তবে কেউ কেউ আবার দাঁড়িয়েছেন চালকের পক্ষে৷ তাঁরা বলছেন, বানরটি স্টিয়ারিংয়ে বসে থাকলেও চালক নিজের হাতেই রেখেছেন স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ৷ ফলে তাঁকে বরখাস্ত না করে সতর্ক করে দিলেই চলতো বলে মনে করছেন তাঁরা৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ