চেয়ারম্যান বলছেন বান্দরবানে ধর্ষণ নয়, মারামারি হয়েছে
৩ মার্চ ২০২৩তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান এখন বলছেন, ধর্ষণ হয়নি, মারামারি হয়েছে৷ নারী ইউপি সদস্য এবং ধর্ষিতার পরিবার বলছে, অভিযুক্ত তরুণ পাহাড়ি ওই নারীকে ধর্ষণ করে এলাকাতেই আত্মগোপন করেছিলেন৷
স্থানীয়রা অভিযুক্তকে ধর্ষণের ঘটনার পরই আটক করেছিলেন৷ তবে ইউপি চেয়ারম্যান তাকে পালাতে সহায়তা করেছিলেন বলে স্থানীয়দের অভিযোগ৷
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘কেন অভিযুক্তকে থানায় না দিয়ে ছেড়ে দেয়া হয়েছিল তা আমরা তদন্ত করে দেখছি৷ যারা দায়ী, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে৷’’
তিনি বলেন, ‘‘ছাড়া পেয়ে আসামি কায়সার এলাকায়ই আত্মগোপন করেছিল৷ আমরা তার মোবাইল ফোন ট্র্যাক করে আজ (শুক্রবার) তাকে গ্রেপ্তার করেছি৷’’
আদিবাসী ওই তরুণী গত শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি) দুপুরে লামার ফাঁসিয়াখালি ইউনিয়ন এলাকায় ধর্ষণের শিকার হন৷ তাকে কাপড় দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করা হয়৷ তার মামা অভিযোগ করেন, ‘‘তরুণীর চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার এবং তার কাছে ধর্ষণের বিস্তারিত বক্তব্য শুনে অভিযুক্ত কায়সারকে আটক করে৷ কায়সারকে কিছুটা মারধরও করা হয়৷এরপর ইউপি চেয়ারম্যানকে খবর দিলে তিনি মহিলা মেম্বার জ্যোৎস্না আক্তার লিলিকে পাঠান৷ মেম্বার থানায় খবর না দিয়ে একটি অটোরিকশায় করে অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যান৷ এটা ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি অভিযুক্তকে আবার ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন৷ ধর্ষণের শিকার তরুণী এবং এলাকার লোকজন ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান নুরুল হাসান চৌধুরী সালিশের মাধ্যমে ধর্ষণের ঘটনা নিস্পত্তির কথা বলেন৷চেয়ারম্যানের কাছেও সে (কায়সার) ধর্ষণের কথা জানিয়েছে৷’’
তিনি জানান, ‘‘এরপর বিকেলে একটি ১০০ টাকার স্ট্যাম্পে সই রেখে অভিযুক্তকে চিকিৎসার জন্য ছেড়ে দেন চেয়ারম্যান৷ বলেন, কায়সার সুস্থ হলে বিচার করা হবে৷ এরপরই কায়সার আত্মগোপন করে৷’’
পরের দিন শনিবার ওই তরুণীকে নিয়ে পরিবারের সদস্যরা লামা থানায় গিয়ে ধর্ষণের মামলা করেন৷ এরপর আর প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি৷ তবে সংবাদমাধ্যমে খবরটা আসায় ঘটনার সাত দিন পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়৷
তরুণীর মামা বলেন, ‘‘কায়সারের পরিবার কিছুটা প্রভাবশালী৷ সে নিজে ব্যবসা-বাণিজ্য করে৷ হাতে টাকা-পয়সা আছে৷ সে কারণেও হতে পারে অথবা বাঙালি হওয়ার কারণেও তাকে চেয়ারম্যান ছেড়ে দিতে পারেন৷ তবে কী কারণে ছেড়ে দিয়েছেন এটা চেয়ারম্যান সাহেবই ভালো বলতে পারবেন৷’’
ঘটনাস্থলে যাওয়া নারী ইউপি সদস্য জ্যোৎস্না আক্তার লিলি বলেন, ‘‘ওই তরুণী আমাকে ধর্ষণের কথা বলেছে৷ চেয়ারম্যান সাহেব ধর্ষণের বিষয়টি সালিশের মাধ্যমেই নিস্পত্তি করতে চেয়েছিলেন৷ চেয়ারম্যানকেই সবাই বিচারের দায়িত্ব দিয়েছিলেন৷ সে কারণেই ঘটনার দিন পুলিশকে জানানো হয়নি৷’’
তিনি দাবি করেন, ‘‘স্ট্যাম্পে স্বাক্ষর রেখে চেয়ারম্যানই কায়সারকে ছেড়ে দেন৷ আমি ছাড়তে বলিনি বা ছাড়িনি৷ তাকে মারপিট করায় সে মুমূর্ষু অবস্থায় ছিল৷ তাকে চিকিৎসার জন্য ছাড়া হয়৷’’
তিনি আরো দাবি করেন, ‘‘কায়সার পালায়নি, সে হাসপাতালেই ভর্তি ছিল৷ সেখান থেকেই পুলিশ আজ (শুক্রবার) তাকে আটক করেছে৷ তার বাবা-মাকেও আটক করা হয়েছে৷’’
তবে চেয়ারম্যান নুরুল হাসান চৌধুরী দাবি করেন, ‘‘ওই দিন কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি৷ মারামারির ঘটনা ঘটেছে৷ আমি প্রমাণ করে দেবো ধর্ষণ হয়নি৷ ওইখানে শতাধিক লোক ছিল, তরুণী কারুর কাছে ধর্ষণের কথা বলেনি৷’’
তিনি ঘটনাস্থলে ছিলেন না জানিয়ে বলেন, ‘‘আমাকে লোকজন বলেছে, কায়সার এবং ওই তরুণী মারামারি করেছে৷ তাই আমি সালিশ করার কথা বলেছিলাম, কায়সারকে ছেড়ে দিয়েছিলাম পরে সালিশ করার জন্য৷ পরে অবশ্য থানায় মামলা হয়েছে৷ আসামি গ্রেপ্তার হয়েছে৷’’
তিনি দাবি করেন, কোনো প্রভাব বা বাঙালি হওয়ার কারণে তিনি কায়সারকে পালাতে সহায়তা করেননি, সালিশ করার জন্যই তাকে ছেড়ে দিয়েছিলেন৷ ধর্ষণের ঘটনা সালিশ করে নিস্পত্তি করা যায় কিনা জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘‘ধর্ষণই তো হয়নি৷ আপনি ধর্ষণ করতে দেখেছেন?’’
লামা থানার ওসি মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, ‘‘কায়সার পলাতক ছিল৷ তার মোবাইল ফোন ট্র্যাক করে কয়েক দফা অভিযান চালিয়ে এলাকা থেকেই আটক করা হয়েছে৷ সে সুস্থ আছে৷’’
তিনি জানান, ‘‘শনিবার থানায় মামলা হওয়ার পর আমরা তরুণীর জবানবন্দি নিয়েছি৷ সে তাকে ধর্ষণের কথা জানিয়েছে৷ অভিযুক্ত কায়সারের নাম বলেছে৷ বান্দরবান সদর হাসপাতালে তার ডাক্তরি পরীক্ষা হয়েছে৷ আদালতেও সে জবানবন্দি দিয়েছে৷ এরপর চিকিৎসার জন্য তাকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে৷’’
তিনি বলেন, ‘‘ধর্ষণের মতো অপরাধের সালিশ বেআইনি৷ তাকে আটকের পর ছেড়ে দেয়ারও অভিযোগ পেয়েছি৷ এই অভিযোগেরও আমরা তদন্ত করছি৷ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷’’
ওই তরুণীর ভাই জানান, ‘‘আমার বোন এখনো বান্দরবান হাসপাতালে ভর্তি আছেন৷ এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি৷ তার শরীরের বাইরের অংশেও নানাভাবে আঘাত করা হয়৷ আমরা এর ন্যায় বিচার চাই৷’’
বান্দরবানের উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাধবী মারমা বলেন, ‘‘চেয়ারম্যান- মেম্বাররা হয়ত সালিশের নামে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিলেন৷ কিন্তু এটা বেআইনি৷ হত্যা, ধর্ষণের মতো অপরাধ সালিশের মাধ্যমে নিস্পত্তি করা যায় না৷ পরিবারের সদস্যরা পরদিন থানায় মামলা না করলে তার মেডিকেল টেস্টও হতো না৷ ফলে পরে আর ধর্ষণও প্রমাণ করা যেতো না৷ এখন যদি সব পক্ষ তদন্তে সহায়তা করে তাহলে হয়তো ওই নারী ন্যায়বিচার পাবেন৷ আর যারা ঘটনা সালিশের নামে ধামাচাপ দিতে চেয়েছিল, তাদেরও বিচার হওয়া প্রয়োজন৷’’