1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এইডস' দিয়ে ৭১ হাজার ইউরো জরিমানা

১১ ফেব্রুয়ারি ২০১৭

সাবেক বান্ধবীকে এইচআইভি-তে সংক্রমিত করায় এক ব্যক্তির ৭১ হাজার ইউরো জরিমানা হয়েছে৷ ‘এইচআইভি টেস্ট' না করিয়েই সেক্স করার পর বান্ধবীর শরীরে সংক্রমণ ধরা পড়ে৷ সেই অপরাধে এত মোটা অঙ্কের জরিমানা৷

ছবি: DW/Y. Vishnevets

অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ২০১২ সালে পরিচয় হয় ওই নারীর৷ শয্যায় যাওয়ার আগে ওই নারী এইচআইভি পরীক্ষা করাতে বলেছিলেন৷ পুরুষ বন্ধুটি তখন সাধারণ মেডিকেল রিপোর্ট দেখিয়ে দাবি করেন, তিনি পুরোপুরি সুস্থ৷ তাতে কিছুটা আশ্বস্ত হলেও মনে খটকা ছিলই, কেননা, ওই নারী জানতেন, ভদ্রলোকের আগের পার্টনার এইডসে মারা গেছেন৷ তা সত্ত্বেও প্রত্যাখ্যান করতে পারেননি৷ আর তারই খেসারত দিতে হয় তাঁকে৷ দুই দেহের মিলনের কয়েক মাস পরই পরীক্ষা করিয়ে সেই নারী জানতে পারেন, তাঁর দেহেও বাসা বেঁধেছে ভয়ংকর হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস, অর্থাৎ এইচআইভি৷

তারপরই মামলা৷ মামলার রায় হতে হতে সেই নারীর বয়স হয়ে গেছে ষাট৷ তবু সান্ত্বনা, আদালত তাঁর পক্ষেই রায় দিয়েছে৷

মামলায় শরীরে এইচআইভি সংক্রমণের ক্ষতিপূরণ হিসেবে ১ লক্ষ ৬০ হাজার ইউরো দাবি করেছিলেন ক্ষতিগ্রস্থ নারী৷ কিন্তু গত বুধবার মিউনিখের আদালত আসামিকে ৭১ হাজার ইউরো, অর্থাৎ ৭৫ হাজার ডলার জরিমানা করেছে৷ এই পরিমাণ অর্থ তো পাবেনই, সঙ্গে এতদিন মামলা চালাতে যে খরচ হয়েছে, তা-ও পাবেন সাময়িক সুখ পেতে গিয়ে সারা জীবনের জন্য দুরারোগ্য এক ব্যাধিকে বরণ করে নেয়া ওই নারী৷

জনসচেতনতা আগের তুলনায় অনেক বাড়লেও জার্মানিতে এখনো অনেকেই নানাভাবে এইচআইভি-তে সংক্রমিত হচ্ছেন৷ ২০১৫ সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল রবার্ট কখ ইনস্টিটিউট৷ সেই প্রতিবেদন অনুযায়ী, তখন জার্মানির অন্তত ৮৪ হাজার ৭০০ মানুষের দেহে এইচআইভি ভাইরাস ছিল৷

এসিবি/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ