সাবেক বান্ধবীকে এইচআইভি-তে সংক্রমিত করায় এক ব্যক্তির ৭১ হাজার ইউরো জরিমানা হয়েছে৷ ‘এইচআইভি টেস্ট' না করিয়েই সেক্স করার পর বান্ধবীর শরীরে সংক্রমণ ধরা পড়ে৷ সেই অপরাধে এত মোটা অঙ্কের জরিমানা৷
বিজ্ঞাপন
অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ২০১২ সালে পরিচয় হয় ওই নারীর৷ শয্যায় যাওয়ার আগে ওই নারী এইচআইভি পরীক্ষা করাতে বলেছিলেন৷ পুরুষ বন্ধুটি তখন সাধারণ মেডিকেল রিপোর্ট দেখিয়ে দাবি করেন, তিনি পুরোপুরি সুস্থ৷ তাতে কিছুটা আশ্বস্ত হলেও মনে খটকা ছিলই, কেননা, ওই নারী জানতেন, ভদ্রলোকের আগের পার্টনার এইডসে মারা গেছেন৷ তা সত্ত্বেও প্রত্যাখ্যান করতে পারেননি৷ আর তারই খেসারত দিতে হয় তাঁকে৷ দুই দেহের মিলনের কয়েক মাস পরই পরীক্ষা করিয়ে সেই নারী জানতে পারেন, তাঁর দেহেও বাসা বেঁধেছে ভয়ংকর হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস, অর্থাৎ এইচআইভি৷
তারপরই মামলা৷ মামলার রায় হতে হতে সেই নারীর বয়স হয়ে গেছে ষাট৷ তবু সান্ত্বনা, আদালত তাঁর পক্ষেই রায় দিয়েছে৷
বাংলাদেশের এইডস পরিস্থিতি
একটা সময় ছিল যখন এইডস রোগের নাম শুনলেই মানুষ ভয় পেত৷ এখন সেই পরিস্থিতির উন্নতি হয়েছে৷ বাংলাদেশে এইডস প্রতিরোধে সরকারের পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো কাজ করছে৷
ছবি: AP
প্রথম রোগী
১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায়৷ এইচআইভি-র কারণে সৃষ্ট এই রোগটি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়৷ ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে-কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন – যা শেষ পর্যন্ত তাঁর মৃত্যু ঘটাতে পারে৷
ছবি: picture-alliance/dpa
হাজার পেরিয়ে গেছে
বর্তমানে বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা ১,২৯৯৷ পরিসংখ্যানটা অবশ্য ২০১৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সংগৃহীত৷ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নিজেই চলতি বছরের জুনে সংসদকে এই তথ্য জানিয়েছেন৷
ছবি: picture-alliance/dpa
এইচআইভি আক্রান্তের সংখ্যা
এইডস রোগীর সংখ্যা ১,২৯৯৷ কিন্তু এইচআইভি বা ‘হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাস’-এ আক্রান্তের সংখ্যা ৩,২৪১৷ ২০১৩ সালের ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসের এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়৷
ছবি: picture-alliance/dpa
নিহতের সংখ্যা
ঐ একই অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব জানান এইডসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখনও পর্যন্ত ৪৭২ জন মারা গেছে৷
ছবি: picture-alliance/dpa
চিকিৎসা সেবা
আশার আলো সোসাইটি, মুক্ত আকাশ বাংলাদেশ কনফিডেনশিয়াল অ্যাপ্রোচ টু এইডস প্রিভেনশন (ক্যাপ) নামের তিনটি প্রতিষ্ঠান এইডস আক্রান্তদের ‘অ্যান্টি-রেট্রোভাইরাল’ বা এআরভি ওষুধ সহ অন্যান্য সেবা দিচ্ছে৷ সরকার ও ‘দ্য গ্লোবাল ফান্ড’-এর কাছ থেকে ওষুধ কেনার অর্থ পায় এই তিন সংস্থা৷
ছবি: AP
সরকারি সেবা
স্বাস্থ্যমন্ত্রী জুন মাসে জানান আটটি সরকারি হাসপাতালে ‘সিডি-৪’ সেন্টারের মাধ্যমে এইডস রোগীদের শারীরিক অবস্থা নির্ণয় করাসহ এ সব প্রতিষ্ঠানসমূহে রোগীদের স্বাস্থ্য শিক্ষা ও ‘কাউন্সেলিং’ সেবা দেয়া হচ্ছে৷ অবশ্য সেটা ঠিক নয় বলে ডয়চে ভেলের কাছে দাবি করেন ‘মুক্ত আকাশ বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক এম এস মুক্তি৷
ছবি: AP
6 ছবি1 | 6
মামলায় শরীরে এইচআইভি সংক্রমণের ক্ষতিপূরণ হিসেবে ১ লক্ষ ৬০ হাজার ইউরো দাবি করেছিলেন ক্ষতিগ্রস্থ নারী৷ কিন্তু গত বুধবার মিউনিখের আদালত আসামিকে ৭১ হাজার ইউরো, অর্থাৎ ৭৫ হাজার ডলার জরিমানা করেছে৷ এই পরিমাণ অর্থ তো পাবেনই, সঙ্গে এতদিন মামলা চালাতে যে খরচ হয়েছে, তা-ও পাবেন সাময়িক সুখ পেতে গিয়ে সারা জীবনের জন্য দুরারোগ্য এক ব্যাধিকে বরণ করে নেয়া ওই নারী৷
জনসচেতনতা আগের তুলনায় অনেক বাড়লেও জার্মানিতে এখনো অনেকেই নানাভাবে এইচআইভি-তে সংক্রমিত হচ্ছেন৷ ২০১৫ সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল রবার্ট কখ ইনস্টিটিউট৷ সেই প্রতিবেদন অনুযায়ী, তখন জার্মানির অন্তত ৮৪ হাজার ৭০০ মানুষের দেহে এইচআইভি ভাইরাস ছিল৷