1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাপেক্স এর উদ্যোগে গ্যাস অনুসন্ধান শুরু

২৪ ডিসেম্বর ২০১১

তিতাস গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ কাজ শুরু করেছে বাপেক্স৷ তারা অনুসন্ধানের পর আরো অন্তত দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ পাওয়ার আশা করছে৷

Petrobangla (Bangladesh Oil, Gas & Mineral Corporation) is a government-owned national oil company of Bangladesh. Quelle: Sanjiv Burman, DW Bengali-Programm
ছবি: DW

সেটা হলে তিতাস গ্যাসক্ষেত্র এশিয়ার সর্ববৃহৎ গ্যাসফিল্ড হিসেবে পরিচিতি পাবে বলে জানালেন পেট্রোবাংলার চেয়ারম্যান৷

তিতাস গ্যাসক্ষেত্রে প্রথম ও সারা দেশে বাপেক্সের চতুর্থ ত্রিমাত্রিক ভুকম্পন জরিপ কাজ শুরু হয়েছে৷ আগের তিনটির মত এটিও চলবে বাপেক্সের নিজস্ব জনবল ও যন্ত্রপাতি দিয়ে৷ জরিপের আওতায় থাকছে ৩৩৫ বর্গকিলোমিটার এলাকা৷ বাপেক্স আশা করছে এই অনুসন্ধানের পর তিতাস গ্যাসফিল্ডে আরো অন্তত দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ নিশ্চিত হওয়া যাবে৷ যা গোটা বাংলাদেশের মোট চাহিদার তিন বছরের সমান৷ শুধু তাই নয়, পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর আশা করছেন, আগামী বছরের মাঝামাঝি নাগাদ তিতাস গ্যাসক্ষেত্র এশিয়ার সর্ববৃহৎ গ্যাসফিল্ড হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে৷

দেশে গ্যাসের মোট মজুদ কত, আর কতটুকুই বা উত্তোলনযোগ্য তা নিয়ে নানা মত আছে৷ কারো মতে ১৫ ট্রিলিয়ন ঘনফুট, আবার কারো মতে ২০ টিসিএফেরও বেশী৷ তবে প্রতিদিন আড়াই কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও মোট উৎপাদন দুই কোটির বেশী না হওয়ায় গ্যাস সংকট নিয়ে উদ্বিগ্ন অনেকেই৷

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মতুর্জা আহমেদ ফারুক জানালেন, এর আগে ১৯৯৮ সালে দু'দশমিক এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের ধারণা করা হলেও এর দশ বছর পর দেখা যায় মজুদের পরিমান আড়াই গুন বেশী৷ অবশ্য এর অর্ধেকেরও বেশী ইতোমধ্যে খরচ হয়ে গেছে৷ তিনি মনে করেন, এবারের জরিপ অনেক বেশী বিজ্ঞান ভিত্তিক হওয়ায় আগের চেয়ে সঠিক ধারণা পাওয়া যাবে৷ ইতোমধ্যে এই এলাকায় কূপ খননের কাজ শরু করা হয়েছে বলেও জানালেন মতুর্জা আহমেদ ফারুক৷

তিতাসে ত্রিমাত্রিক ভুকম্পন জরিপ কাজ সুষ্ঠুভাবে শেষ হলে এরপর বাখরাবাদ গ্যাসফিল্ডে ত্রিমাত্রিক ভুকম্পন জরিপ কাজ শুরু করবে বাপেক্স৷ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সর্বপ্রথম প্রয়োজন দেশে গ্যাসের মোট মজুদ কত তা নিরুপণ করা৷ আর সেই কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এই ত্রিমাত্রিক ভুকম্পন জরিপ৷ এই জরিপ শেষ হলে জানা যাবে, দেশে গ্যাসের মোট মজুদ কত, আর তার কতটুকুই বা উত্তোলনযোগ্য৷ তার ওপর ভিত্তি করেই নেয়া হবে ভবিষ্যত কর্মপরিকল্পনা৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ