1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাফটা'য় ১২ ক্যাটাগরিতে নমিনেশন পেল 'দ্য আর্টিস্ট'

১৮ জানুয়ারি ২০১২

গোল্ডেন গ্লোব নিয়ে আলোচনা শেষ হতে না হতেই এসে গেল 'বা‍ফটা'৷ 'ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম !অ্যাণ্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস' বা বাফটার মনোনয়ন ঘোষণা করা হয়েছে মঙ্গলবার৷

‘দ্য আর্টিস্ট' ছবিটি সবার নজর কাড়ছেছবি: picture-alliance/dpa

গোল্ডেন গ্লোবের মতো বাফটাতেও জয়জয়কার সাদাকালো নির্বাক ছবি 'দ্য আর্টিস্ট'এর৷ মোট ১২টি ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছে এই রোম্যান্টিক কমেডি ছবিটি৷ শব্দের আগমনে নির্বাক যুগের এক চলচ্চিত্র তারকার ক্যারিয়ার কীভাবে ধ্বংস হয়ে যায় সেই কাহিনি দেখানো হয়েছে ‘দ্য আর্টিস্ট'এ৷

গোল্ডেন গ্লোবের পর বাফটাতেও ‘দ্য আর্টিস্ট'এর সাফল্য ছবিটিকে যে অস্কার দৌঁড়ে অনেকখানি এগিয়ে রাখবে তাতে কোনো সন্দেহ নেই৷ আর মাত্র ছদিন পরই অস্কারের মনোনয়ন ঘোষণা করা হবে৷

বাফটায় কে সেরা হলেন সেটা জানা যাবে আগামী মাসের ১২ তারিখে, লণ্ডনের রয়্যাল অপেরা হাউসে৷ অ্যামেরিকার বাইরে বাফটাই সবচেয়ে আলোচিত চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান৷ বাফটার দুই সপ্তাহ পর ‍অনুষ্ঠিত হবে অস্কার৷

‘দ্য আর্টিস্ট' ছবির পরিচালক মিশেল হাজানাভিসিউসছবি: picture-alliance/dpa

বাফটা নমিনেশন পাওয়ার ক্ষেত্রে দ্য আর্টিস্টের পর সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে শীতল যুগের গোয়েন্দা কাহিনি নিয়ে নির্মিত ছবি 'টিঙ্কার টেইলর সোলজার স্পাই'৷ ছবিটি ১১ টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে৷ নমিনেশন ঘোষণাকারী, হ্যারি পটারখ্যাত অভিনেতা ড্যানিয়েল ব়্যাডক্লিফ'এরও ফেভারিট ছবি এটি৷

এরপর নয়টি মনোনয়ন পেয়েছে পারিবারিক অ্যাডভেঞ্চার মুভি 'হুগো', ছয়টি পেয়েছে 'মাই উইক উইথ মেরিলিন' আর পাঁচটি করে নমিনেশন পেয়েছে 'দ্য হেল্প' এবং 'ওয়ার হর্স' মুভি দুটি৷

সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে এগিয়ে আছেন 'দ্য আয়রন লেডি' খ্যাত মেরিল স্ট্রিপ৷ তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দ্য আর্টিস্টের বেরেনিকো বেজো৷

সেরা অভিনেতা ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন 'মানিবল' এর জন্য ব্র্যাড পিট, 'টিঙ্কার টেইলর সোলজার স্পাই' এর জন্য গ্যারি ওল্ডম্যান, 'দ্য ডিসেণ্ডেন্টস' এর জন্য জর্জ ক্লুনি আর দ্য আর্টিস্টের জন্য জ্যঁ ডুজারডিন৷

সেরা ছবির জন্য প্রতিযোগিতায় থাকছে দ্য আর্টিস্ট, দ্য ডিসেণ্ডেন্টস, ড্রাইভ, দ্য হেল্প আর টিঙ্কার টেইলর সোলজার স্পাই৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ