1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাবরি মসজিদ ভাঙার ১৯ বছর

৬ ডিসেম্বর ২০১১

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ১৯ তম বর্ষপূর্তিতে স্পর্শকাতর বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা৷ বাবরি মসজিদ অ্যাকশন কমিটি শান্তিপূর্ণ কর্মসূচি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিজয় দিবস পালনের ঘোষণা দিয়েছে৷

ফাইল ফটোছবি: AP

১৯৯২-এর ৬ই ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার অভিশপ্ত দিনটি চিহ্ণিত হয়ে রইলো এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে৷ অন্যান্য বছরের মত এবারেও অযোধ্যা ও ফৈজাবাদসহ দেশের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা৷

তাসত্ত্বেও বিজেপি শাসিত কর্নাটক রাজ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেছে৷ বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়৷ বাসে ইটপাটকেল ছোঁড়া হয়৷ বেশকিছু সরকারি ও বেসরকারি বাসে ভাংচুর করা হয়৷ রাজ্য জুড়ে হরতালের ডাক দেয়া হয়৷

নিখিল ভারত বাবরি মসজিদ অ্যাকশন কমিটি শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণের কথা বলেছে৷ কমিটির কনভেনর জাফরইয়ার গিলানি লক্ষ্ণৌ-এ এক বিবৃতিতে বলেছেন, জেলা শাসকের মাধ্যমে স্মারকলিপি দেয়া হবে সরকারকে৷ বাবরি মসজিদ সংক্রান্ত মামলার আপিলের শুনানি দ্রুত শেষ করার আবেদন জানিয়ে পৃথক স্মারকলিপি দেয়া হবে প্রধানমন্ত্রীকে৷ অপরদিকে মৌলবাদী হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস এই দিনটি বিজয় দিবস রূপে পালনের কথা বলেছে৷

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদছবি: AP

বাবরি মসজিদ ভাঙার ইস্যুর প্রাসঙ্গিকতা আজ আছে কিনা সে বিষয়ে বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. পূজন সেন ডয়চে ভেলেকে বললেন, এটাকে আমি দুভাবে দেখতে চাই৷ এক,বাবরি মসজিদের ঘটনা একশোবার অন্যায়৷ সব রাজনৈতিক দল ভোটের রাজনীতি করছে৷ বাবরি মসজিদের মধ্যে আরো অনেক ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে কেউ কথা বলেনা৷ তার কারণ একটাই সেগুলোতে নির্বাচনী অঙ্ক কাজ করছেনা৷ বাবরি মসজিদ ভাঙার পক্ষে ও বিপক্ষে যাদের নাম জড়িয়ে আছে তাঁদের মধ্যে অতীতমুখি এক মানসিকতা লক্ষ করা যায় বলে তিনি মনে করেন৷ রাজনৈতিক দলগুলিও তার মধ্যে পড়ে৷

বিজেপি নেতা আডবানির সাম্প্রতিক রথযাত্রায় হিন্দুত্ববাদকে তুলে না ধরার কারণ, বিজেপি বুঝে গেছে ভারতে ক্ষমতা দখল করতে হলে কোয়ালিশন করতে হবে৷ সেটা করতে হলে এমন দলকে শরিক করতে হবে যে দলের পেছনে আছে একটা মুসলিম জনভিত্তি৷ কিন্ত বিজেপি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে হিন্দুত্ববাদ আবার সামনে আসবে বলে তাঁর ধারণা৷

উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্ট রামজন্মভূমি-বাবরি মসজিদের ২.৭৭ একর বিতর্কিত জমি তিন ভাগে ভাগ করে একভাগ হিন্দুদের একভাগ মুসলিমদের এবং একভাগ নির্মোহি আখড়াকে দেবার নির্দেশ দেন৷ মুসলিম ল-বোর্ড তার বিরুদ্ধে আপিল করে সুপ্রীম কোর্টে৷ হিন্দুদের বিশ্বাস মত নির্দিষ্ট স্থানকে রামজন্মভূমি বলে আদালতের স্বীকৃতি দানকে মুসলিম ল-বোর্ড মনে করে, ধর্মবিশ্বাসকে স্থান দেয়া হয়েছে আইনের ওপরে৷ ফলে মুসলিমদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ