ছোট্ট একটা শিশু৷ কত আর বয়স হবে? দেড় বছরও না৷ তারপরও নিজের বাবাকে সে ভালো করেই চিনতো৷ বাবাকে দেখলে ‘পাপা' বলে ডেকে উঠতেই অভ্যস্ত ছিল সে৷ কিন্তু একদিন হঠাৎ করে তার সামনে কাকা এসে দাঁড়াতেই ঘটলো বিপত্তি!
বিজ্ঞাপন
কাকা যে হুবহু তার বাবার মতো দেখতে! তাই কোনটা বাবা আর কোনটা যে কাকা, মানে চাচা, সেটা বারবারই গুলিয়ে যাচ্ছিল ছোট্ট মানুষটার৷ আসলে বাবা আর কাকা যমজ বলে তাঁদের চেহারা যে একেবারে অবিকল একরকম৷ কী আর করবে সে...৷
এরপর হলো আরো মজার একটা কাণ্ড৷ পালাবদল করে বাচ্চাটাকে কোলে নিতে শুরু করলো বাবা আর কাকা৷ আর দু'জনে কোল-বদল করার সময় তাকে জিজ্ঞাসা করলো, ‘বলো তো সোনা কে তোমার বাবা?' তাদের দু'জনের এই চালাকিতে বিভ্রান্তিতে পড়ে যায় শিশুটি৷ কখনো কাকার কোলে চড়ে বাবার দিকে আঙুল তোলে, কখনও আবার বাবার কোলে বসে কাকাকে দেখিয়ে বলে, ‘এইটা বাবা'৷
বলা বাহুল্য, নিজের বাবাকে ঠিকমতো ঠাহর করতে পারে না সে৷ তার এই অবস্থা দেখে দুই ভাই অবশ্য বেশ মজা পান৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক বাসিন্দা মজার এই ভিডিওটি অনলাইনে ‘পোস্ট' করার পর তা ব্যাপক জনপ্রিয়তা পায়৷ ৫ ফেব্রুয়ারি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত এক কোটি ৬০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিওটি৷ আর ইউটিউবে এটি শেয়ার হয়েছে ৩ লাখ ২০ হাজার বার৷
ক্লিক করে দেখুন, আপনিও মজা পাবেন৷ আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন!
ডিজি/এসিবি
বিশেষজ্ঞদের দেওয়া শিশু বিষয়ক কিছু ‘টিপস’
পাঁচ বছর বয়সি ছেলে এখনো বুড়ো আঙুল চোষে কেন? শিশুরা কি নিরামিষভোজী হতে পারে? অথবা কিন্ডারগার্টেনের জন্য শিশুর মানসিক প্রস্তুতি কী বা শিশুদের কখন একা টয়লেটে যাওয়া উচিৎ? এমনই নানা রকম প্রশ্নের সমাধান দিয়েছেন বিশেষজ্ঞরা৷
ছবি: DW/O. Harms Arruti
ডাইপার ছাড়ার সময় কখন?
অনেক মায়েরই প্রশ্ন, তাঁদের সন্তান কত বছর বয়স থেকে নিজে একা একা টয়লেটে যাবে বা তাদের কোন বয়স থেকে এ কাজটা করা উচিত৷ শিশু বিশেষজ্ঞের উত্তর: এর কোনো নির্ধারিত সময় নেই৷ তবে শিশুকে দুই বছর বয়স থেকেই একা টয়লেটে যাওয়ার চেষ্টা বা অভ্যাস করানো যেতে পারে৷ এক্ষেত্রেও আঙুল চোষা ছাড়ানোর মতো এক নিয়ম, মানে ক্যালেন্ডারে স্মাইলি এঁকে পয়েন্ট দিয়ে পুরস্কৃত করার মাধ্যমটি কাজে লাগানো যেতে পারে৷
ছবি: Fotolia/Claudia Paulussen
বুড়ো আঙুল চোষা বন্ধ হবে কিভাবে?
মায়ের প্রশ্ন, তাঁর পাঁচ বছরের ছেলে কেন এখনো বুড়ো আঙুল চোষে? শিশু বিশেষজ্ঞ ডা. ক্লাউডিয়া সাদির উত্তর: শিশুকে ছোটখাটো পুরস্কার দেওয়ার মাধ্যমে এই বদ অভ্যাস ছাড়ানোর চেষ্টা করা যেতে পারে৷ যেমন শিশুর সাথে আলোচনা করে একটি ক্যালেন্ডার তৈরি করুন৷ যেদিন শিশুটি সারাদিন আঙুল না চুষে থাকবে, সেদিন ক্যালেন্ডারে একটি ‘স্মাইলি’ বা হাসিমুখ এঁকে দিন৷ এভাবে চার-পাঁচটি ‘স্মাইলি’ হলে শিশুকে তার পছন্দমতো পুরস্কার দিন৷
ছবি: Fotolia/st-fotograf
নিরামিষভোজী শিশু?
দুই থেকে চার বয়স বয়সি শিশু শুধু সবজি খেলে কি কোন ক্ষতি হতে পারে? বিশেষজ্ঞের উত্তর: শিশুর খাবারে যদি যথেষ্ট পরিমাণে ভিটামিন ও খাদ্য উপাদান থেকে তাহলে কোনো অসুবিধা নেই৷ তবে লক্ষ্য রাখতে হবে যাতে শাক-সবজি, আঁশযুক্ত খাবার বা ফলে যথেষ্ট পুষ্টি থাকে৷ তাছাড়া শিশুদের খাবারে নিয়মিত যথেষ্ট পরিমাণে দুধ বা দুধের তৈরি খাবার, ডিম বা অন্য প্রোটিন, মিনারেল, আয়রন এবং ভিটামিনও থাকতে হবে৷
ছবি: picture-alliance/dpa
নবজাতকের ‘জন্ডিস’ নিয়ে আতঙ্ক
জন্মের পরপরই শিশুদের জন্ডিস হওয়ার প্রবণতা দেখা যায়৷ এর নানা কারণ থাকে এবং সবসময় তা এড়ানোও সম্ভব হয় না৷ তাই লক্ষ্য রাখতে হবে যে নবজাতকটি যেন যথেষ্ট পরিমাণে মায়ের দুধ পান করে৷ এছাড়াও এই জন্ডিস হলে সূর্যের অতিবেগুনি রশ্মি একটি ইতিবাচক প্রভাব ফেলে৷ আমাদের দেশে সূর্যের আলোর অভাব নেই৷ তবে উন্নত দেশ বা জার্মানিতে নবজাতকের জন্ডিস হলে তার জন্য রয়েছে একটি বিশেষ ‘লাইট’ বা আলো থেরাপি৷
ছবি: Messe Duesseldorf/ctillmann
শিশুকে দুধ পান করান – এমন মা
মায়ের দুধ পান করে, এমন শিশুর মায়ের যদি ঠান্ডা লাগে তখন কী তাঁর ওষুধ খাওয়া বন্ধ? ডাক্তারি উত্তর: জ্বর কমাতে প্যারাসিটামল এবং সর্দিতে নাকের ড্রপ নেয়া যেতে পারে৷ তবে উদ্ভিদ থেকে তৈরি ঔষুধ নয়, কারণ কিছু কিছু উদ্ভিদ বা ঔষুধি গাছের উপকরণে এমন কিছু থাকে, যাতে বুকের দুধ উৎপাদন কমে যেতে পারে৷ শিশুকে দুধ পান করান – এমন মায়েদের জন্য বিশেষ কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে, যা ডাক্তারের পরামর্শে সেবন করাই ভালো৷
ছবি: Fotolia/evgenyatamanenko
কিন্ডারগার্টেনে যাওয়ার আগে কী প্রস্তুতি নিতে হবে?
শিশু বিশেষজ্ঞের টিপস: নিজের সন্তানকে অন্য শিশু এবং বড়দের সাথে মেলামেশা করতে দিন৷ মাঝে-মধ্যে শিশুকে নিয়ে এদিক-সেদিক ঘুরে আসুন, নিয়ে যান চিড়িয়াখানা বা মিউজিয়ামে৷ শিশুকে সাথে নিয়ে বই পড়ুন, গল্প শোনান, ছবি আঁকুন বা কেক তৈরি করুন৷ তবে কোনোভাবেই শিশুকে ভয় দেখাবেন না এই বলে যে, কিন্ডারগার্টেন বা স্কুলে গেলে বুঝবে কত কী করতে হয় অথবা এ ধরনের কিছু৷ ভয় কিন্তু শিশুদের ব্যক্তিত্ব গঠনে বাঁধার সৃষ্টি করে৷