1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছেলের হারেও জয়ের আনন্দ

৭ জানুয়ারি ২০১৪

এফএ কাপে অভূতপূর্ব এক দৃশ্যের অবতারণা হয়েছিল রোববার৷ লিভারপুলের মুখোমুখি ওল্ডহ্যাম অ্যাথলেটিক৷ ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে উঠে গেছে লিভারপুল৷ অবশ্য ফলাফলের চেয়ে বড় হয়ে উঠেছিল বাবার সঙ্গে ছেলের লড়াই৷

খেলার মাঠে বাবা-ছেলেছবি: Getty Images

তৃতীয় রাউন্ডে সাত বারের চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গে ওল্ডহ্যামের এ ম্যাচকে ‘অসম লড়াই' হিসেবেই দেখছিলেন অনেকে৷ প্রথমার্ধে কিন্তু লড়াইটা অসম মনে হয়নি৷ লুইস সুয়ারেজসহ বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখে মাঠে নামা লিভারপুল প্রথম ৪৫ মিনিটে কোনো গোল পায়নি৷ দ্বিতীয়ার্ধে তাই তারকা খেলোয়াড়দের নিয়েই ওল্ডহ্যামের ওপর ঝাঁপিয়ে পড়ে লিভারপুল৷ কাজ হয়েছে তাতে৷ দ্বিতীয়ার্ধে দু'গোল করে জয় নিয়েই মাঠ ছেড়েছে লিভারপুল৷ কোচ ব্রেন্ডান রজার্স ম্যাচ শেষে তাই ভীষণ খুশি৷

লিভারপুল কোচের জন্য দিনটি অন্য কারণেও স্মরণীয় হয়ে থাকবে৷ ম্যাচ শেষ হবার সাত মিনিট আগে ওল্ডহ্যাম মাঠে নামায় অ্যান্টন রজার্সকে৷ অ্যান্টন লিভারপুল কোচ ব্রেন্ডনের ছেলে৷ মিডফিল্ডার অ্যান্টন মাঠে নামার সময় দারুণ এক দৃশ্য দেখেছে ইংল্যান্ডের ফুটবলামোদীরা৷ ২০ বছর বয়সি অ্যান্টনকে মাঠে নামতে দেখে ওল্ডহ্যামের সমর্থকরা তো বটেই, এমনকি লিভারপুলের সমর্থকরাও করতালি দিয়ে স্বাগত জানায় তাঁকে৷ তাঁর সন্তানকে প্রতিপক্ষ না ভেবে লিভারপুলের সমর্থকরাও হাত তালি দেয়ায় ব্রেন্ডন রজার্স রীতিমতো অভিভূত৷

অ্যান্টনের দল ওল্ডহ্যাম ২-০ গোলে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে৷ তারপরও ব্রেন্ডন রজার্সের মুখে শোনা গেছে প্রতিপক্ষের তুমুল প্রশংসা৷ প্রশংসা অ্যান্টনই পেয়েছেন বেশি৷ তাঁর সম্পর্কে বাবা ব্রেন্ডন রজার্স বলেছেন, ‘‘ও চমৎকার খেলেছে৷ ফুটবলার হিসেবে ওকে খুব কম বয়স থেকেই দেখছি আমি৷ আজ ওকে মাঠে নামতে দেখাটা আমার জন্য দারুণ অভিজ্ঞতা৷ ও ছেলে হিসেবে দারুণ৷ এমন ছেলে পেয়ে আমি আর ওর মা সত্যিই গর্বিত৷''

এসিবি/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ