বয়স মাত্র সাত বছর৷ এই বয়সেই আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত কিলিমাঞ্জারো জয় করেছে এক মেয়ে৷ কারণ, স্বর্গ নাকি পর্বতের চূড়া থেকে বেশ কাছে৷ তাই প্রয়াত বাবার কাছে যেতে এমন চেষ্টা তার৷
বিজ্ঞাপন
মোনটানা কেনি'র বয়স যখন মাত্র তিন বছর তখনই তিনি হারান বাবাকে৷ কোনো এক মানসিক আঘাত থেকে তার বাবার মৃত্যু হয়৷ খুব অল্প বয়সে বাবাকে হারালেও তাঁর স্মৃতি বয়ে চলেছে কিশোরী মোনটানা৷
তার যে বয়স, সেই বয়সে মাউন্ট কিলিমাঞ্জারো আরোহনের অনুমতিই পাওয়ার কথা ছিল না৷ তা সত্ত্বেও নানা কাটখড় পুড়িয়ে অনুমতি জোগাড় করা হয়েছে তার জন্য৷ পর্বতের চূড়ায় উঠে বাবার উদ্দেশ্যে চুম্বন ছুঁড়ে দিয়েছে ছোট্ট মোনটানা কেনি যাতে বাবা স্বর্গ থেকে বুঝতে পারেন যে, তাঁর মেয়ে খুব কাছাকাছি এসেছিল৷
এআই/এসিবি
সাত চূড়ায় ওয়াসফিয়া: কবে, কোনটি
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন ওয়াসফিয়া নাজরীন৷ চার বছর আগে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ নামে অভিযান শুরু করেছিলেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/R.Naar
ক্যাম্পেইন সমাপ্ত
চার বছর আগে স্বাধীনতার ৪০ বছর উদযাপনের জন্য ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ ক্যাম্পেইন শুরু করেছিলেন ওয়াসফিয়া নাজরীন৷ এই সাফল্য তিনি মুক্তিযুদ্ধে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের উৎসর্গ করেছেন৷
ছবি: DW/M. Mamun
আফ্রিকা
নাম: কিলিমানজারো, উচ্চতা: ৫,৮৯৫ মিটার, আরোহণের সময়: ২০১১ সালের ২ অক্টোবর
ছবি: cc-by-Evan Forester
দক্ষিণ অ্যামেরিকা
নাম: আকনকাগুয়া, উচ্চতা: ৬,৯৬১ মিটার, আরোহণের সময়: ২০১১ সালের ১৬ ডিসেম্বর
ছবি: picture-alliance/dpa
এশিয়া
নাম: এভারেস্ট, উচ্চতা: ৮,৮৪৮ মিটার, আরোহণের সময়: ২০১২ সালের ২৬ মে
ছবি: AFP/Getty Images/R. Schmidt
অ্যান্টার্কটিকা
নাম: মাউন্ট ভিনসন, উচ্চতা: ৪,৮৯২ মিটার, আরোহণের সময়: ২০১৩ সালের ৪ জানুয়ারি
ছবি: picture-alliance/dpa/R.Naar
ইউরোপ
নাম: মাউন্ট এলব্রুস, উচ্চতা: ৫,৬৪২ মিটার, আরোহণের সময়: ২০১৩ সালের ২৮ মার্চ
ছবি: Fotolia/julialine802
উত্তর অ্যামেরিকা
নাম: ডেনালি, মাউন্ট ম্যাককিনলে নামেও পরিচিত, উচ্চতা: ৬,১৯৪ মিটার, আরোহণের সময়: ২০১৪ সালের ২৩ জুন
ছবি: Getty Images/AP Photo/B. Bohrer
ওশেনিয়া
নাম: কার্সটেসনস পিরামিড, পুঞ্জাক জায়া নামেও পরিচিত, উচ্চতা: ৪,৮৮৪ মিটার, আরোহণের সময়: ২০১৫ সালের ১৮ নভেম্বর