নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চার বছর বয়সি শিশু তাসফিয়া হত্যার মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
তাসফিয়া আক্তার জান্নাতের খালু হুমায়ুন কবির বৃহস্পতিবার দুপুরে হত্যা মামলাটি দায়ের করেন।
মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১০-১২ জনকে আসামি করা হয়৷ এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
বেগমগঞ্জ উপজেলার পূর্ব হাজীপুর গ্রামে বুধবার একদল যুবকের হামলায় তাসফিয়া আক্তার জান্নাত নিহত হয়; আহত হন তার সৌদি আরব প্রবাসী বাবা আবু জাহের।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার এজাহারে পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের রিমন, মহিন, রহিম, আকবর, সুজনসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্য থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মৃত নূর নবীর ছেলে এমাম হোসেন স্বপন, লতিফপুরের সামছুদ্দিনের ছেলে জসিম উদ্দিন বাবর ও দেলওয়ার হোসেনের ছেলে দাউদ হোসেন রবিন।
ওসি মীর জাহিদুল হক রনি আরো জানান, তিনজনকে বুধবার রাতে প্রথমে সন্দেহভাজন হিসেবে আটক করলেও পরে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জন্মের৪বছরপরবাবাকেপ্রথমদেখেতাসফিয়া
তাসফিয়ার স্বজনরা ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার জন্মের সময় বাবা আবু জাহের সৌদি আরব ছিলেন। এর মধ্যে তিনি আর দেশে আসেননি। তাই বাবাকে পেয়ে আনন্দে উদ্বেলিত ছিলে চার বছরের এই শিশু। সব সময় বাবার সঙ্গেই কাটছিল তার সময়।
বুধবার বিকাল ৩টায় বাবার সঙ্গে বাড়ির পাশের মামুনের দোকানে চকলেট কিনতে গিয়েছিল তাসফিয়া। প্রত্যক্ষদর্শী দোকানি মামুনের ভাষ্য, পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের রিমন, মহিন, রহিম, আকবর, সুজনসহ ১৫-২০ জনের একটি দল তার দোকানে আসে। তারা আবু জাহের ও তার মেয়েকে লক্ষ্য করে প্রথমে এক রাউন্ড গুলি করে। ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হলে মেয়েটিকে [তাসফিয়া] ইট দিয়ে আঘাত করা হয়৷
‘‘এক পর্যায়ে তারা দোকান থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার সময় পিছন থেকে এক বন্দুকধারী ফের দুই রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে আবু জাহের ও মেয়ে তাসফিয়া লুটিয়ে পড়ে।’’
মাটি কাটা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয় বলে স্থানীয়রা জানিয়েছে। তবে তাসফিয়ার বাবা এই মাটি কেনা-বেচায় যুক্ত নন।
স্থানীয়রা জানান, জমির মাটি কাটা নিয়ে আবু জাহেরের বাড়ির এক ব্যক্তির সঙ্গে আরেকজনের বিরোধ রয়েছে। এই ঘটনায় সালিশ-বিচারও হয়েছে। ওই সালিশে তাসফিয়ার বাবা আবু জাহের উপস্থিত ছিলেন। সে কারণে হামলাকারীরা আবু জাহেরের উপর ক্ষুব্ধ ছিল।
হামলাকারীরা গুলি করার সময় সেই ঘটনার উল্লেখ করেছিল বলে স্থানীয়দের ভাষ্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিতে তাসফিয়ার মাথাসহ পুরো শরীর ঝাঁজরা হয়ে যায়। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। গুলিতে আবু জাহেরের চোখসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বলেন, এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহত তাসফিয়ার মরদেহ বাড়িতে নেওয়া হলে স্বজন ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চৌমুহনী-ফেনী সড়কের সোরেগো পুল অবরোধ এবং হত্যা ও সন্ত্রাসী হামলার বিচার দাবি করে।
ওসি জাহেদুল হক রনি জানান, এ সময় সড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
রামপুরহাটে নৃশংসতা : কার কী প্রতিক্রিয়া?
সোমবার রাত থেকে অগ্নিগর্ভ বীরভূমের রামপুরহাট৷ বাতাসে এখনও পোড়া লাশের গন্ধ৷ অভিযোগ, বগটুই গ্রামে পর পর বাড়িতে আগুন লাগানো হয়েছে৷ বিচারপতি থেকে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, কে কী প্রতিক্রিয়া জানালেন এই ঘটনায়?
ছবি: Satyajit Shaw/DW
কলকাতা হাইকোর্টের বক্তব্য
রামপুরহাটের বগটুইয়ের ঘটনাকে ‘খুব শকিং’ বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব৷ তার কথায়, ‘‘এটি একটি মারাত্মক অপরাধ৷ দোষীদের কাউকে ছাড়া হবে না৷’’ বগটুইয়ের ঘটনার সঙ্গে গোধরা-কাণ্ডের তুলনা করলেন এক আইনজীবী। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট৷
ছবি: DW/P. Tewari
কংগ্রেসের মামলা
রামপুরহাট কাণ্ডে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে কংগ্রেস৷ বীরভূমে মানুষ পুড়িয়ে মারার ঘটনায় পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া, ‘‘ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ৩৫৫ ধারা প্রয়োগ করার সময় এসে যাচ্ছে৷আমি এই কথাটা রাষ্ট্রপতির কাছে জানাবো৷’’
ছবি: Syamantak Ghosh/DW
বাধার মুখে বামফ্রন্টের বিচার দাবি
বুধবার বাম প্রতিনিধিদলকে নিয়ে বীরভূমের রামপুরহাটে ঢুকতে গেলে বাধা দেয়া হয় পশ্চিমবঙ্গের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে৷ প্রতিবাদে অবস্থানে বসেছিলেন প্রবীণ বাম নেতা৷ তিনি বলেন, ‘‘গণহত্যায় যুক্তদের বিচার হওয়া উচিত জনগণের দরবারে৷’’
ছবি: UNI
‘জামাই মারা গিয়েছে’
বগটুইয়ে পুলিশের বাধায় পড়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ বেসরকারি সংবাদপত্রের প্রতিনিধিকে তিনি জানান, ‘‘নানুরে আমার বন্ধুর ছেলে এখানকার জামাই হয়ে এসেছে৷ দু’মাস আগে ওদের বিয়ে হয়েছে৷ আমাকে এখানে আটকানো হচ্ছে, কিন্তু এই ঘটনায় আমার জামাই মারা গিয়েছে, সেই ঘরটা দেখতে চাই৷’’
ছবি: Satyajit Shaw/DW
‘‘কাশ্মীরের মতো ঘটনা’’
রামপুরহাটের ঘটনায় পুলিশ মন্ত্রীরও দায়িত্বে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে মঙ্গলবার থেকেই সরব বিজেপি৷ বুধবার বকটুইয়ে যান বিজেপি বিধায়করা৷বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের এক বেসরকারি চ্যানেলকে বলেন, ‘‘কাশ্মীরের মতো ঘটনা এটি৷ পুলিশ হতে দিয়েছে বলেই এমন ঘটনা ঘটলো৷ কেন জনপ্রতিনিধি খুন হওয়া সত্ত্বেও নিরাপত্তা জোরদার করা হয়নি?’’
ছবি: IANS
রাজ্যপালের চিঠি
রামপুরহাটের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়৷ চিঠিতে তিনি লেখেন, রাজভবনে চুপ করে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়৷ তিনি এই ঘটনার পর নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন না৷ জাতীয় মানবাধিকার কমিশনের মন্তব্য উদ্ধৃত করে রাজ্যপাল লেখেন ‘‘পশ্চিমবঙ্গে শাসকের আইন আছে, আইনের শাসন নেই৷’’
ছবি: Prabakhar/DW
কবিতা উৎসবে সুবোধ
কবি ও অধ্যাপক সুবোধ সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের বেসরকারি সংবাদমাধ্যম যোগাযোগ করেছিল৷ তিনি বলেন, ‘‘আমি তো এখন কবিতা উৎসবে৷বিষয়টা আমি জানিও না৷ বলতে পারবো না৷ রামপুরহাটে কোথায়? কখন ঘটলো?আমাকে বিষয়টা দেখতে হবে৷’’
ছবি: DW/P. Samanta
নীরব কবীর সুমন
ওই বেসরকারি চ্যানেল যোগাযোগ করেছিল সংগীতশিল্পী কবীর সুমনের সঙ্গে৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন,‘‘মার্জনা করবেন৷ আমি কোনো ব্যাপারে কোনো মত দেবো না৷ আপনার মঙ্গল হোক৷’’
ছবি: privat
শুভাপ্রসন্নের নিন্দা, মমতা-স্তুতি ও সন্দেহ
ঘটনায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের দিকে আঙুল উঠেছে৷ রামপুরহাট প্রসঙ্গে চিত্রকর শুভাপ্রসন্ন বললেন, ‘‘এটা একটা ভয়ঙ্কর দুর্ঘটনা৷ মানুষের মৃত্যু কোনোভাবেই সমর্থনযোগ্য নয়৷ তবে এটা কতটা সৌভাগ্য যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে অনেক কিছু ভালো হচ্ছে৷ নানারকমভাবে বিরোধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে৷’’ (ওপরে যোগেনের সঙ্গে শুভাপ্রসন্ন)
ছবি: DW
টলিউডে ‘তাদের’ কৌশল
রামপুরহাট নিয়ে কিছু বলার নেই- টলিউড তারকা দেব এমনটাই জানিয়েছেন বেসরকারি সংবাদমাধ্যমকে৷ মেদিনীপুর বিধায়ক তথা টলিউডের অভিনেত্রী জুন মালিয়া ফোনে সংবাদমাধ্যমকে বলেন, ‘‘শুটিংয়ে ব্যস্ত৷ কথা বললে ফ্লোরে বকা দেবে৷’’ টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক জানান, তিনি শটের মধ্যে রয়েছেন, পরে কথা বলবেন৷ ভূতের ভবিষ্যৎ সিনেমার পরিচালক অনীক দত্তর বক্তব্য, ‘‘বুদ্ধিজীবী শব্দটি খারাপ শব্দ৷ গালিগালাজের সমান এই বাংলায়৷’’
ছবি: Creative Commons
মমতার কথা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় দোষীরা শাস্তি পাবে বলে আশ্বাস দিয়েছেন৷ নিরপেক্ষভাবে তদন্ত হবে বলেও দাবি তার৷ বৃহস্পতিবার তিনি রামপুরহাট যাবেন৷
ছবি: Satyajit Shaw/DW
আবার জ্ঞানবন্ত..
আনিস হত্যাকাণ্ডের মতো রামপুরহাটকাণ্ডের তদন্তভারও দেয়া হয়েছে আইপিএস জ্ঞানবন্ত সিংকে৷ তার নেতৃত্বে ‘সিট’ গঠন করেছে রাজ্য সরকার৷ জ্ঞানবন্তের বিষয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী, আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ রিজওয়ানুর রহমান হত্যার ঘটনায় জ্ঞানবন্তের প্রশ্নবিদ্ধ ভূমিকার কথা উল্লেখ করে আনিস হত্যার পর রামপুরহাটকাণ্ডের তদন্তভারও জ্ঞানবন্তকে দেয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি৷