1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাবা-মাকে রক্ষা করতে বাচ্চাদের হোটেল

২৮ আগস্ট ২০১১

যে কোন বাবা-মা তার সন্তাদের ভালবাসেন৷ কিন্তু বাচ্চাদের সময় করে বাইরে নিয়ে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, একই সঙ্গে তাদের ওপর নজর রাখা সবসময় সহজ নয়৷ আর বাচ্চাদের ছুটিতে কোথাও নিয়ে গেলেতো কথাই নেই৷ দেখা দেবেই ঝামেলা!

ছবি: DW/Victor Weitz

দক্ষিণ ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড-অন-এ্যাভন শহরে অবস্থিত উলি গ্র্যাঞ্জ চিলড্রেন্স হোটেল৷ এই হোটেলে বাচ্চাদের ওপর শুধু নজরই রাখে না হোটেল কর্তৃপক্ষ তাদের দেখাশোনাও করে৷ হোটোলের জেনারেল ম্যানেজার ক্ল্যার হ্যামন্ড জানান, ‘‘বাচ্চা-কাচ্চা থাকা সত্ত্বেও বাবা-মায়েরা চায় ছুটি একাকী দুজনে উপভোগ করতে, কোথাও বসে নির্ঝঞ্ঝাট ভাল খাবার উপভোগ করতে৷ এই সুযোগ ছুটিতে আসলে সবাই নিতে চায়৷ তার মানে এই নয় যে তারা তাদের সন্তানদের ভালবাসেন না৷''

উলি গ্র্যাঞ্জ চিলড্রেন্স হোটেল হচ্ছে শিশুবান্ধব একটি হোটেল৷ বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, একই সঙ্গে বিভিন্ন ধরণের শিশুসুলভ কর্মকাণ্ডে শিশুদের ব্যস্ত রাখার ব্যবস্থাও রয়েছে৷ কোন বাচ্চা যদি বাবা-মায়ের কাছে না থেকে কিছুক্ষণ একা একা খেলাধুলা করতে চায় সেই ব্যবস্থা করে দেয়া আছে উলি গ্র্যাঞ্জ চিলড্রেন্স হোটেলে৷

বাবামা চাইলে সন্তানদের হোটেলে কিছুক্ষণের জন্য রেখে ঘুরতে যেতে পারেনছবি: picture-alliance/landov

আর বাবা-মায়েরা কী করবেন? বাচ্চারা যদি কিছুটা সময় একা কাটাতে চায় তাহলে সমস্যা নেই৷ বাচ্চাদের আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে বাবা-মা চাইলে হোটেলের রেস্টুরেন্টে এসে নিজেদের পছন্দমত দীর্ঘ সময় নিয়ে ডিনার করতে পারেন৷ সেই সময়ে বাচ্চাদের ওপর নজর রাখবে হোটেল কর্তৃপক্ষ৷ হোটেল রুমে হাজির হবে একটি বেবি মনিটর৷

জার্মানির বাভারিয়া অঞ্চলের উলরিশহফসেও এধরণের একটি হোটেল রয়েছে৷ কয়েক ডজন রুম রয়েছে হোটেলটিতে৷ প্রায় সাড়ে চার হাজার মিটার দীর্ঘ খেলার জায়গাটি৷ রয়েছে ঘোড়ায় চড়ার ব্যবস্থা, সুইমিং পুল এবং বাম্পার গাড়িতে ঘুরে বেড়ানোর সুযোগ৷ বাচ্চারা যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তখন বাবা-মা চাইলে ঘন্টাখানেক ঘোরাঘুরি করতে পারেন শহরে, কোনো রেস্ট্যুরেন্টে বা সাওনায় যেতে পারেন৷ অনেকে আবার দুপুরে একঘুম দিয়েও উঠতে পারেন৷

হোটেলের মালিক উলরিশ ব্রান্ডেল উচ্ছাসের সঙ্গে জানান,‘‘এই চিলড্রেন ফ্রেন্ডলি হোটেলের আইডিয়া এককথায় দারুণ৷ আমরা শুরু করেছিলাম নয়টি এ্যাপার্টমেন্ট দিয়ে তখন প্রথম দুই বছর ফুল বুক ছিল আমাদের হোটেল৷'' হোটেলকে বাড়ানো পরিকল্পনা করা হয়েছে এপরপরই৷ যোগ করা হয়েছে অন্তত আরো চল্লিশটি এ্যাপার্টমেন্ট৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ