1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাবা-মা' হচ্ছে দুই পুরুষ!

১১ আগস্ট ২০১৯

দু'জনই পুরুষ৷ কিন্তু সাধ ছিল বাবা-মা হবার৷ হঠাৎ এসেও গেল সুযোগ৷ সুযোগ কাজে লাগিয়ে বার্লিনের চিড়িয়াখানায় ‘বাবা-মা' হতে চলেছে দুই পুরুষ পেঙ্গুইন৷

ছবি: picture-alliance/ZSL London Zoo/Cover Images

স্কিপার আর পিং নামের দুই পেঙ্গুইন আকারে-ইঙ্গিতে বোঝাতো তারা সন্তান নিতে চায়৷ ধারেকাছে পাথর, এমনকি ছোট মাছ পেলেও তার ওপর বসে ডিমে তা দেয়ার ভঙ্গি করতো৷ বিষয়টা চোখে পড়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষের৷

একদিন এক এক নারী পেঙ্গুইন একটা ডিম পেড়ে একটু সরে যেতেই একজন সেই ডিম নিয়ে স্কিপার আর পিং-এর সামনে রাখলেন৷ একটু সময় নষ্ট না করে স্কিপার বসে পড়ল সেই ডিমের ওপর৷ তারপর থেকে চলছে পালা করে ডিমে তা দেয়া৷

বার্লিন চিড়িয়াখানার নরবার্ট জামেল জানালেন এই প্রথম সমলিঙ্গের দুই পেঙ্গুইনের জুটির মাধ্যমে ডিমের বাচ্চা ফোটানোর উদ্যোগ নিয়েছেন তারা

এখন মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা৷ ডিম যদি সবদিক থেকে ঠিক থাকে, স্কিপার আর পিং যদি তা দেয়ার কাজ এভাবে চালিয়ে যায়, তাহলে সেপ্টেম্বরের শুরুতেই সন্তানের মুখ দেখবে তারা৷

এসিবি/টিএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ