1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাবা-মা হারিয়েছে, হারায়নি ছোট্ট ভাইকে

১৪ সেপ্টেম্বর ২০১৭

বয়স মাত্র ন'বছর৷ এত অল্প বয়সের সহিংসতার বর্বর রূপ দেখেছে সে৷ পালাতে বাধ্য হয়েছে নিজের দেশ থেকে৷ তবে একা আসেনি সে, কোলে করে লম্বা পথ বেছে এনেছে নিজের একবছর বয়সি ছোট্ট ভাইকে৷

Rohingya Krise in Bangladesch
ছবি: DW/M.M. Rahman

বাংলাদেশ সীমান্তে পৌঁছানোর রোহিঙ্গা বালিকার ছোট্ট এক সাক্ষাৎকার নিয়েছিলেন কোনো এক সাংবাদিক৷ সেটি টুইটারে পোস্ট করেন মধ্যপ্রাচ্য বিষয়ক কলামনিস্ট সিজে ভের্লেমান৷ মুহূর্তেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি৷ এতে দেখা যায়, ক্রন্দনরত শিশুটির ঠিকানা এবং বাবা-মায়ের নাম জিজ্ঞাসা করছেন কয়েকজন৷ এ সময় ছোট ভাই ছিল তার কোলে৷ তাকে খাবার দিচ্ছিলেন অন্য এক ব্যক্তি৷

ভের্লেমান ধারণা করছেন রোহিঙ্গা এই শিশু দু'টির বাবামা সম্ভবত মারা গেছেন৷ তবে সেটা নিশ্চিত হওয়া যায়নি৷ এদিকে, ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, জীবন বাঁচাতে মিয়ানমার ছেড়ে আসা রোহিঙ্গাদের মধ্যে দু'লাখের বেশি শিশু রয়েছে যারা নানা রকম ঝুঁকিতে রয়েছে৷ এ সব শিশুর মধ্যে অনেকে অপুষ্টির শিকার এবং তাদের ঘুমের সমস্যা রয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ