1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাম্বি পদক

২৩ নভেম্বর ২০১২

জার্মানিসহ বিশ্বের নানা প্রান্তের প্রথিতযশা শিল্পী, সাহিত্যিক ও সমাজসেবীদের পদচারণায় মুখর হলো বাম্বি পদক বিতরণ অনুষ্ঠান৷ জার্মানির ড্যুসেলডর্ফ শহরের বাম্বি-গালায় সম্মাননা পেলেন ৮৩ বছর বয়সি কুষ্ঠরোগ চিকিৎসক রুট ফাউ৷

ছবি: Getty Images

তালেবান গোষ্ঠীর রক্তচক্ষুর সামনে পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন ধরে কুষ্ঠরোগীদের সেবা দেওয়ার জন্য বাম্বি কর্তৃপক্ষ বিশেষভাবে সম্মানিত করলেন ফাউ'কে৷ জীবনের ঝুঁকি নিয়ে কুষ্ঠরোগীদের সেবায় নিজেকে উৎসর্গিত করায় জার্মানদের কাছে তিনি ‘কুষ্ঠ-সেবিকা মাদার টেরেসা' হিসেবে সুপরিচিত৷ তাঁর কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ স্বর্ণপদক গ্রহণ করে আবেগ আপ্লুত ফাউ বলেন, ‘‘আপনারা নিশ্চয়ই জানেন যে, আপনাদের এই জগত আর আমার জগত এক নয়৷'' এই কথা বলে তিনি উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিদের নিজের কর্মস্থল পাকিস্তানের মানুষের ক্ষুধা, দারিদ্র্য এবং ত্রাসের কথা বোঝানোর চেষ্টা করেন৷

৬৪তম বার্ষিক বাম্বি পদক বিতরণ অনুষ্ঠানে ২০১২ সালের সেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা গ্রহণ করেন ক্যানাডীয় সংগীত শিল্পী সেলিন ডিওন৷ আন্তর্জাতিক পপ জগতে সেরা দল হিসেবে পদক জয় করেছে ব্যান্ডদল ‘ওয়ান ডিরেকশন'৷ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সেরা অভিনেত্রী হিসেবে বাম্বি পদক লাভ করেছেন হলিউড তারকা সালমা হায়েক৷

পদক বিতরণ অনুষ্ঠানে সেলিন ডিওনছবি: Reuters

আর ‘ক্রিগারিন' তথা ‘নারীযোদ্ধা' ছবিতে অভিনয়ের জন্য জার্মানির সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত হলেন আলিনা লেভশিন৷ ‘রমেল' ছবির নায়ক হিসেবে জার্মানির সেরা অভিনেতার পদক জয় করেছেন উলরিশ টুরকুর৷ আজীবন সম্মাননা লাভ করেছেন জার্মানির জনপ্রিয় অভিনয় শিল্পী ৮৫ বছর বয়সি ইওয়াখিম ফুখসব্যার্গ্যার৷

একইসাথে বাম্বি পদকে ভূষিত হলেন জার্মান রাজধানী বার্লিনে বখাটে যুবকদের হামলার শিকার অধিকার কর্মী রাব্বি বা ইহুদি যাজক ডানিয়েল আল্টার এবং ২০ বছর বয়সি অভিবাসী তরুণ জনি কে৷ জনি গত মাসে বার্লিনের আলেক্সান্ডারপ্লাৎসে কিছু বখাটে তরুণের হামলায় প্রাণ হারান৷ তাঁর পক্ষে পদক গ্রহণ করেন জনির বোন টিনা কে৷ অনুষ্ঠানে টিনা জানান, তিনি এমন সহিংসতার বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করবেন৷ আর আল্টার তাঁর পদক উৎসর্গ করেন এবং তা হস্তান্তর করেন সমান অধিকারের জন্য কর্মরত সংস্থা ‘হিরোজ' এর কাছে৷

এএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ