1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাম-কংগ্রেসের ভরাডুবি

২ মে ২০২১

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের ভরাডুবি হলো। কংগ্রেসের শক্ত ঘাঁটির পতন।

নিজের জেলা মুর্শিদাবাদেও কংগ্রেসকে জেতাতে পারলেন না অধীর চৌধুরী।ছবি: Syamantak Ghosh/DW

পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস-আইএসএফ জোট প্রায় মুছে যাওয়ার মুখে। এই বিধানসভায় বাম ও কংগ্রেসের কোনো বিধায়ক থাকবেন না।  

শিলিগুড়িতে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য তৃতীয় স্থানে, অধীর চৌধুরীর দুর্গ মুর্শিদাবাদে কংগ্রেস সব আসনে হেরেছে। হেরেছেন কংগ্রেস নেতা ও বিদায়ী বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান, সিপিএম নেতা মহম্মদ সেলিম।  কগ্রেসের কোনো প্রাথী এগিয়ে নেই। বামেদেরও নয়।  আইএসএফের প্রার্থী  নওসাদ সিদ্দিকি ভাঙড়ে জিতেছেন। কিন্তু সেটা বাদ দিয়ে আব্বাস সিদ্দিকি সংখ্যালঘু ভোট টানতে ব্যর্থ।

প্রাথমিকভাবে সিপিএম সাড়ে তিন শতাংশ, কংগ্রেস আড়াই শতাংশ ভোট পয়েছে। এই প্রবণতা বজায় থাকলে পশ্চিমবঙ্গে আপাতত পুরোপুরি অপ্রাসঙ্গিক হওয়ার মুখে বাম-কংগ্রেস।

কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল মালদহ ও মুর্শিদাবাদ। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে, প্রায় সব আসনেই পিছিয়ে কংগ্রেস ও বাম। এই দুই সংখ্যালঘু প্রধান জেলায় কংগ্রেস ও বামের ভোটের বড় অংশ চলে গেছে  তৃণমূলের কাছে। ফলে তাদের ভরাডুবি হয়েছে। অধীর তার দুর্গ বাঁচাতে পারেননি। এতদিন ধরে গনি খান চৌধুরির কল্য়াণে মালদহে জিতত কংগ্রেস। সেখানেও তারা হেরেছে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

            

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ