1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বারাণসীতে মমতাকে কালো পতাকা

৪ মার্চ ২০২২

বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখালো হিন্দু যুব বাহিনী। বারবার 'জয় শ্রীরাম' স্লোগান উঠল। মমতা বললেন, 'জয় হিন্দ'।

বারাণসীতে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে গেছেন মমতা। ছবি: Satyajit Shaw/DW

উত্তরপ্রদেশে ভোটের শেষ পর্বে বারাণসীতে এখন রাজনৈতিক নক্ষত্র সমাবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনদিনের জন্য বারাণসীতে ঘাঁটি গেড়েছেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও বারাণসীতে ছিলেন। অখিলেশ ও সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মোদীর নির্বাচনী কেন্দ্রে গেছেন। প্রিয়াঙ্কা গান্ধী বৃহস্পতিবার বারাণসী পৌঁছেছেন। রাহুল গান্ধী শুক্রবার পৌঁছেছেন। বারাণসীকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।

কিন্তু বারাণসীতে পা দেয়ার পর  মমতাকে দফায় দফায় কালো পতাকা দেখানো হয়। মমতা যখন গঙ্গা আরতি দেখার জন্য দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছিলেন, তখন গদৌলিয়া মোড়ের কাছে হিন্দু যুব বাহিনীর কর্মীরা তাকে কালো পতাকা দেখান। মমতা গাড়ি থেকে নেমে দাঁড়ান। হিন্দু যুব বাহিনী আদতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সংগঠন বলে উত্তরপ্রদেশে পরিচিত।

যুব বাহিনীর কর্মীরা 'গো ব্যাক মমতা' স্লোগান দেয়। তারপর তারা চিৎকার করে বলতে থাকে 'জয় শ্রীরাম'। পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া সম্ভব হয়। পুরো সময়টা মমতা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে থাকেন। তিনি এখানে মেজাজ হারাননি। উল্টে তিনি বিক্ষোভকারীদের বলেন, তার জনসভায় আসতে। তিনি 'জয় শ্রীরাম'-এর পাল্টা 'জয় হিন্দ'ও বলেন।

বারাণসীতে মমতা কী করলেন?

বারাণসীতে মমতা বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছেন। গঙ্গার ঘাটের সিঁড়িতে বসে গঙ্গা আরতি দেখেছেন। অখিলেশের জোটের প্রার্থীদের হয়ে জনসভা করেছেন। সেখানে তিনি চণ্ডীপাঠ করেছেন। 

বারাণসীর শিবপুরে সমাজবাদী পার্টির সমাবেশে মমতা বলেছেন, বিজেপি তাকে অসম্মান করার চেষ্টা করেছিল। গাড়ি আটকাবার চেষ্টা করেছিল। মমতা জানান, 'জয় শ্রীরাম' স্লোগানে তার কোনো আপত্তি নেই। কিন্তু বিজেপি-র মরিয়া ভাব দেখেই বোঝা যাচ্ছে, তারা হারছে।

বারাণসীতে মমতার আক্রমণ ছিল যোগী আদিত্যনাথের বিরুদ্ধে। তার অভিযোগ, ''আদিত্যনাথ নামেই শুধু যোগী, আসলে তিনি ভোগী। অখিলেশ, জয়ন্ত চৌধুরী ঘরের ছেলে বলে তাদের ভোট দেয়া ভালো।'' 

পশ্চিমবঙ্গের ভোটের বদলা?

পশ্চিমবঙ্গের ভোটে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে কালো পতাকা দেখানো হয়েছিল। এবার উত্তরপ্রদেশের ভোটে মমতাকে কালো পতাকা দেখানো হলো।

বিজেপি-র সাবেক রাজ্য সভাপতি ও সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ''উনি তো প্রধানমন্ত্রী, রাজ্যপালকেও কালো পতাকা দেখিয়েছেন। এখন দেখুন কালো পতাকা দেখতে কেমন লাগে।''

জিএইচ/এসজি (পিটিআই, হিন্দুস্তান টাইমস)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ