1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্ড ফ্লুতে মৃত্যু

জাহিদুল হক১ মার্চ ২০১৪

বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত এক শিশুর মৃত্যু হয়েছে৷ আর সারা বিশ্বে মারা গেছে ৩৮৬ জন৷ এর মধ্যে ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ ১৬৩ জন মারা গেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য৷

ছবি: picture-alliance/dpa

২০০৩ সাল থেকে শুরু করে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷ এই সময়ের মধ্যে বিশ্বের ১৬টি দেশের ৬৫০ জন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়৷

উল্লেখ্য, বার্ড ফ্লু পাখিদের একধরনের জ্বর৷ তবে সেটা হাঁস-মুরগির মাধ্যমে মানবদেহেও প্রবেশ করতে পারে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঐ প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে মোট সাতজন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়, যার মধ্যে ২০১৩ সালে আক্রান্ত হওয়া এক শিশু মারা যায়৷ সমকাল পত্রিকার খবর অনুযায়ী, গত বছরের ১৮ ফেব্রুয়ারি ১ বছর ১১ মাস বয়সি এক শিশু বার্ড ফ্লু নামে পরিচিত ইনফ্লুয়েঞ্জা এ (এইচ৫এন১) আক্রান্ত হয়ে মারা যায়৷ সরকারি প্রতিষ্ঠান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) তাদের ওয়েবসাইটে এই খবরটি প্রকাশ করে৷

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐ শিশুটিকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে তাকে ঢাকা শিশু হাসপাতাল এবং তারও পরে একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হলে, সেখানে তার মৃত্যু হয়৷ আইইডিসিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটির প্রচলিত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি৷ এ কারণে তার গলা ও নাক থেকে নমুনা নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে' (সিডিসি) পাঠানো হয়৷ সিডিসিই শিশুটি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে৷

পরবর্তীতে কুমিল্লায় শিশুটির বাড়ির মুরগির খামারের সঙ্গে শিশুটির বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার যোগসূত্র পায় আইইডিসিআর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ