1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্ড ফ্লু

১১ এপ্রিল ২০১২

বার্ড ফ্লু’র কারণে গত ৩ মাসে বাংলাদেশের ৬০ ভাগ পোল্ট্রি খামার বন্ধ হয়ে গেছে৷ আর কমবেশি সব খামারই এই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে৷ এর ফলে বহু খামারি পথে বসেছেন৷ কাজ হারিয়েছেন কয়েক লাখ মানুষ৷

LU, In den Villen 1, Huehnerhof Kraut, Huehner, Eier, Eierproduktion, Voegel, Huehner, Eier, Eierproduktion, Voegel, Dioxin, Futtermittel, Futter, Essen, Nahrungsmittel, Produktion, dpa 22243009
ফাইল ছবিছবি: picture alliance/Augenklick/Kunz

বাংলাদেশে পোল্ট্রি খামারের সংখ্যা কমবেশি ৭০ হাজার৷ আর এসব খামার থেকে প্রতিদিন ১ কোটি ৬০ লাখ ডিম এবং দেড় লাখ মুরগি পাওয়া যেত৷ কিন্তু মাত্র তিন মাসে এই চিত্র উল্টে গেছে৷ বার্ড ফ্লু'র কারণে ৪০ হাজার খামার বন্ধ হয়ে যাওয়ার ডিম এবং মাংস উৎপাদনে নেমেছে ব্যাপক ধস৷ উৎপাদন অর্ধেকের নিচে নেমে গেছে বলে জানান পোল্ট্রি ইন্ড্রাষ্ট্রিজ সমন্বয় কমিটির আহ্বায়ক মশিউর রহমান৷

তিনি জানান, বছরে ২০ হাজার কোটি টাকার এই পোল্ট্রি শিল্প এখন চরম বিপর্যয়ের মুখে রয়েছে৷ কমপক্ষে ৬ থেকে ৭ লাখ মানুষ কাজ হারিয়েছেন৷ আর ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য নেই সরকারের কোন সহায়তা৷ আমদানী করা হচ্ছেনা প্রতিষেধক ভ্যাকসিন৷ তিনি বলেন, সরকারের প্রাণীসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এই বার্ডফ্লু প্রতিরোধে সার্ভেলেন্স টিম থাকলেও তারা নিয়মিত পোল্ট্রি খামারে যাননা ৷ নেননা কোন কার্যকর ব্যবস্থা৷

২০০৬ সালে বাংলাদেশে পোল্ট্রি শিল্পে প্রথম বার্ডফ্লু'র সংক্রমণ শুরু হয়৷ তখন সরকারের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেয়ার ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে৷ তখন বার্ডফ্লু নিয়ে ব্যাপক হৈ চৈ হলেও এবারের পরিস্থিতিতে কোন অংশেই কম ভয়াবহ নয়৷ কিন্তু এবার যেন কারো মাথাব্যাথা নেই৷ মশিউর রহমান জানান, বাংলাদেশে সবচেয়ে সস্তায় প্রোটিন সরবরাহ করে পোল্ট্রি খামারগুলো৷ তাই এ শিল্পকে বাঁচাতে খুব দ্রুত উদ্যোগ নেয়া প্রয়োজন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ